|
গানের কথাগুলো হলো :
অনেক কষ্টকর সময় ধরে অপেক্ষার পর আমার স্বপ্ন স্বপ্নই রয়ে গেল । আমি যা ছিলাম তাই আছি ।
সময়ের সাথে তাল রেখে সুন্দর মুহুর্তগুলোকে আমি ধরে রাখতে পারি নি । ভাবতেও পারি নি যে এত দ্রুত সময় চলে যাবে ।
নিষ্পাপ হাসির মাঝে একসময় ঝল মলে ফুলের সমাহারে রঙধনুটাকে ছুঁতে চেয়েছিলাম
চোখের পলকেই একটা দমকা বাতাস সবকিছু যেন উড়িয়ে নিয়ে গেল পরে রইলাম শুধু একা আমি
আমি জানি না জীবনটা কেন যে এত ঝামেলার, কেনইবা তারা আমায় জড়িয়ে থাকে
আসলে এটা যে কার দোষ বুঝি না, হয়তোবা আমারই
হায়, জীবনটা সত্যিই দুর্দশায় ভরা, এ পৃথিবী হয়তো আমাকে তাই দেখতে চায়
সে কি বুঝাতে চায় যে পূর্ণ জোয়ারে ভাটা আসবেই
আমি চাই সবাই আমার কাছে আসুক, মিশুক তিক্ততাকে ভুলে গিয়ে কিছুটা
হলেও স্বপ্নের ভেতর হারিয়ে যাক
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |