Web bengali.cri.cn   
চীনের প্রাচীনকালের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র-সান স্যুয়ান
  2009-11-30 21:16:27  cri

আজ যে ধরনের সান স্যুয়ান বাদ্যযন্ত্র ব্যবহার করা হচ্ছে , তাকে নানা ধরনের আকার ও বাদ্যযন্ত্রে বিভক্ত করা হয় । বিভিন্ন অঞ্চলের সান স্যুয়ান বাদ্যযন্ত্রের রকম ও বৈশিষ্ট্যও ভিন্ন । সান স্যুয়ান বাদ্যযন্ত্রকে সাধারণতঃ ছোট সান স্যুয়ান , বড় সান স্যুয়ান ও বিদ্যুত্-চালিত সান স্যুয়ানে বিভক্ত করা হয় । দক্ষিণ চীনের বিভিন্ন অঞ্চলে বেশি ব্যবহৃত ছোট সান স্যুয়ানকেও দক্ষিণ সান স্যুয়ান বলা হয় । দক্ষিণ চীনে 'কুয়েন' নামক আঞ্চলিক অপেরা ব্যাপকভাবে প্রচলিত রয়েছে । এ ধরনের অপেরা পরিবেশনের পাশাপাশি সান স্যুয়ানও বাজানো হয় ।

1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040