|
বিভিন্ন অঞ্চলে লুসেন বাদ্যযন্ত্র বাজানো সংগীতের সুরও ভিন্ন । তরুণ-তরুণীরা লুসেন বাদ্যযন্ত্র সমাবেশে অংশ গ্রহণ করতে খুব পছন্দ করে । যখন তারা লুসেন সমাবেশে অংশ নেয় , তখন তাদের মাথার উপরে বন্য মুরগির একটি পালক দিয়ে সাজানো হয় ।
এ থেকে বোঝা যায়, তারা দৈত্যের ভয় করে না । মাথায় বন্য মুরগির পালকে সাজানো হলে তারা নিজের প্রেমের লোক পেতে পারে । যেহেতু এত বেশি বন্য মুরগির পালক পাওয়া যায় না , সেহেতু নিজেকে সাজানোর জন্য মিয়াও জাতির মেয়েরা বন্য মুরগির পালকের পরিবর্তে রূপা দিয়ে তৈরি মুরগির লেজের মতো রৌপ্য রীড ব্যবহার করতো ।
এখন শুনুন মিয়াও জাতির অধ্যুষিত পাহাড়ী গ্রামের বসন্তকালের সৌন্দর্য প্রশংসা নামে লুসেন বাদ্যযন্ত্র দিয়ে বাজানো একটি লোক সংগীত । লুসেন বাদ্যযন্ত্র দিয়ে বাজানো সংগীতের সুর শুনতে মধুর , স্বচ্ছ এবং স্থানীয় বৈশিষ্ট্যে সমৃদ্ধ ।
নয়া চীন প্রতিষ্ঠিত হওয়ার পর ঐতিহ্যবাহী লুসেনযন্ত্র ক্রমাগত সংস্কার হওয়ার মাধ্যমে তার গুণগত মান আরো উন্নত হয়েছে । বহু বাদক দলে লুসেন বাদ্যযন্ত্র ব্যবহার করে অনেক কিছু আকর্ষণীয় ও চিত্তাকর্ষক সংগীতের সুর বাজানো হয় ।
লুসেনের নিম্ন স্বর ব্যবহার করলে বাদক দলের বাজানো সংগীতের সুর শ্রোতাদের মন আরো বেশি জয় করতে পারে ।
(থান ইয়াও খাং)
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |