Web bengali.cri.cn   
চীনের প্রাচীনকালের অন্যতম ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র-লুসেন
  2009-10-27 19:35:16  cri

    লুসেন নামে চীনের প্রাচীনকালের অন্যতম বাদ্যযন্ত্র চীনের বিভিন্ন সংখ্যালঘু জাতির মধ্যে খুব প্রচলিত ও জনপ্রিয় । দক্ষিণ পশ্চিম চীনে বসবাসকারী মিয়াও , তুং ও ইয়াওসহ বিভিন্ন সংখ্যালঘু জাতির জনসাধারণ লুসেন বাজাতে খুব পছন্দ করেন ।

এ পর্যন্ত লুসেনের বয়স ৮ শ' বছরেরও বেশি । লুসেন বাদ্যযন্ত্র উন্নত মানের কাঠ দিয়ে তৈরি করা হয় । ভিতরে খালি । ঐতিহ্যবাহী লুসেন নামে বাদ্যযন্ত্র ৬টি নল দিয়ে প্রস্তুত করা হয় ।

সংস্কার করার পর নতুন ধরনের লুসেন ২০টিরও বেশি নল-পাইপ দিয়ে তৈরি করা হয় ।

     লুসেন বাদ্যযন্ত্র বাজানোর জন্য মানুষের মুখের হাওয়ার কম্পনের সাহায্য দরকার । বাদ্যযন্ত্রের রীড খুব পাতলা , ভিতরে তামার রীডের কম্পনের পাশাপাশি মানুষের হাতের আঙ্গুলের সাহায্যে নানা সংগীতের সুর বাজানো যায় ।

লুসেন বাদ্যযন্ত্র বাজানোর সুর পাশ্চাত্যের ওবো নামে একপ্রকার কাঠের বাদ্যযন্ত্রের মতো । লুসেন বাদ্যযন্ত্র মিয়াও জাতির মানুষের জীবনযাপনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ।

চন্দ্রবর্ষের প্রতি নবম মাসের ২৭ থেকে ২৯ তারিখ পর্যন্ত মিয়াও জাতির মধ্যে তিনদিনব্যাপী ' লুসেন সমাবেশ' নামে উদযাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

এ অনুষ্ঠানে মিয়াও জাতির মানুষ লুসেন নামে নাচ পরিবেশন করেন । শিল্পীরা লুসেন দিয়ে সংগীত বাজানোর প্রতিযোগিতারও আয়োজন করেন । বাদকরা সাধারনতঃ বড় , মাঝারি ও ছোট-তিন প্রকার লুসেন বাদ্যযন্ত্র ব্যবহার করেন ।


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040