Web bengali.cri.cn   
সি'আন শহরের নতুন ছুচিয়াং এলাকা
  2011-11-08 19:04:03  cri

    তা থাং ফু রোং পার্কের নির্মাণকালে ইতিহাসিক সংস্কৃতি সংরক্ষণ করার পাশাপাশি আধুনিকালের লোকদের মানদন্ডের সঙ্গে সঙ্গতিপূর্ণ হবে। সি'আন শহরের ভাইস মেয়ার, ছুছিয়াং এলাকার প্রশাসনিক কমিটির পরিচালক তুয়ান সিয়ান নিয়ান 'রঙ' সম্পর্কে একটি গল্প করেন।

    " ইতিহাসের জরীপ থেকে জানা গেছে, থাং রাজবংশের স্থাপত্যে প্রধানত হলুদ রঙ ব্যবহার করা। তবে আধুনিকালের লোকজন লাল রঙ বেশ পছন্দ করে। কোন রঙ ব্যবহার করবো? আমাদের মনে অনেক কষ্ট। ফুরোং উদ্যানের পাশে একটি চিয়ানসিয়া প্যাভিলিয়ান রয়েছে, তার দু'টি স্তম্ভ হলুদ রঙয়ের এবং অন্য দুটি স্তম্ভ লাল রঙয়ের। এ লাল রঙ উজ্জ্বল লাল নয় এবং হাল্কা লালও নয়, আমরা এ লাল রঙকে 'ছুচিয়াং লাল' বলে ডাকি।"

    "ছুচিয়াং লাল"-এ আধুনিকালের লোকজন প্রাচীনকালের সংস্কৃতির উত্তরাধিকার প্রতিফলন করার সঙ্গে সঙ্গে স্থপতির উদ্ভাবনী সামর্থ্যও ফুটে উঠেছে। ফুরোং উদ্যানে প্রবেশ করে দেখা যায় ইতিহাস ও আধুনিকালের সুষম সংমিশ্রণ। প্রতিটি স্থাপত্য ও বিভিন্ন দৃশ্যে চমত্কার গল্প রয়েছে। এ উদ্যানে হেঁটে হেঁটে উচুঁ স্থাপত্য ও ছোট নদী মিশে থাকার দৃশ্য দেখা যায়, লোকজনের চোখে প্রাচীনকালের থাং রাজবংশের বিভিন্ন ধরনের সুন্দর দৃশ্য ভোলার মত নয়।

    ছুচিয়াং সাংস্কৃতিক এলাকার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হল ছুচিয়াং নদী ধ্বংসাবশেষ পার্ক। তা হল একটি উন্মুক্ত সাংস্কৃতিক ধ্বংসাবশেষ পার্ক। প্রবেশ করার কোনো দরজা নেই ও টিকিট লাগে না। বসন্তকালে পার্কের ভিতরের গাছগুলো সবই সবুজ হয়ে থাকে, শিশুরা তৃণভূমিতে দৌঁড়া দৌঁড়ি করে, বয়স্ক লোকজন এ পার্কের পুরাকীর্তি পরিদর্শন করতে পারে। লোকজন ভালভাবে ছুচিয়াং পার্কে আরামদায়ক সময় উপভোগ করা যায়।

    ছুচিয়াং নদী নির্মাণ করার পর প্রতি বছর শারদীয় উত্সবে সি'আন শহরের অধিবাসীরা এ পার্কের দক্ষিণ হ্রদের মাঝখানে নৌকায় বসে চাঁদের আলোতে পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হয়ে চাঁদের দৃশ্য উপভোগ করে। তা সি'আন শহরের শারদীয় উত্সবের একটি নতুন রীতিতে পরিণত হয়েছে। চলতি বছরের শারদীয় উত্সবে সি'আন শহরের অধিবাসী লিউ ছুচিয়াং নদীর তীরবর্তি পার্কে চলে আসেন। এখানে চাঁদের দৃশ্য উপভোগ করা শারদীয় উত্সবে তাঁদের পরিবারের নিত্যভ্রমণের বিষয়ে পরিণত হয়েছে।

    "আজ রাতে ডিনার শেষে আমরা পরিবারের সদস্য নিয়ে এখানে চলে আসি। এর আগে সি'আন শহরে চাঁদের দৃশ্য উপভোগ করার জায়গা খুবই কম ছিল, কারণ শহরের আশেপাশে সবই উঁচু ভবন। তবে এখানে হ্রদ, প্যাভিলিয়ন ও প্রাচীনকালের স্থাপত্য সবই দেখা যায়। সন্ধ্যায় এখানে চাঁদের দৃশ্য উপভোগ করা থাং রাজবংশের রোম্যান্টিক পরিবেশ অনুভব করা যায়।"

    ছুচিয়াং সাংস্কৃতিক এলাকায় প্রতিদিন কয়েক হাজার পর্যটককে অধিবাসীরা অভ্যের্থনা জানায়। লোকজন এখানে কেনাকাটা ও খাওয়া দাওয়া খুবই সুবিধাজনক বলে মনে করে। ৩৮ বছর বয়স্ক চাং ছাও মিন শ্যানসি প্রদেশের ওয়েইনান অঞ্চলের লোক। ১৯৯৮ সালে তিনি সি'আনে আসেন এবং ছুচিয়াং পর্যটন এলাকায় একটি ছোট দোকান ভাড়া করে পর্যটনের স্মারকবস্তু বিক্রি করেন।

    " ছুচিয়াং সাংস্কৃতিক এলাকা নির্মিত হওয়ার পর আমার দোকানে আগত অতিথির সংখ্যা প্রায় ১০ গুণ বেড়েছে। গত বছর আমি অন্যান্য ৫টি ছোট দোকান ভাড়া করে হস্তশিল্পকর্ম বিক্রি করেছি। চলতি বছরের শুরুতে আমি চত্বরের পূর্বাঞ্চলের তিন তলার একটি ভবন ভাড়া করে শ্যানসি প্রদেশের হাল্কা ধরনের খাবার বিক্রি করা শুরু করেছি। আমার ব্যবসা এখন মোটামুটি ভালো বলতে পারি।"

    প্রায় ১০ বছরের চেষ্টায় একটি নতুন ছুচিয়াং এলাকা নির্মিত হয়েছে। নতুন ছুচিয়াং এলাকায় ঐতিহাসিক ধ্বংসাবশেষ পার্ক সি'আনের ঐতিহাসিক সাংস্কৃতিক পুরাকীর্তি সংরক্ষণ করেছে। নতুন ছুচিয়াং এলাকায় শহরের অবকাঠানো ব্যবস্থাপনার নির্মাণ এবং এর আশেপাশের অধিবাসীদের জীবনযাপনের ধারার পরিবর্তন হয়েছে এবং সি'আন শহরে আজ সাংস্কৃতিক-সম্পদে সমৃদ্ধির এক সুষম সমাজ গড়ে উঠেছে।

    (সুবর্ণা/আবাম)


1 2 3
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040