|
শ্যানসি প্রদেশের সি'আন শহরের দক্ষিণপূর্বাঞ্চলের ছুচিয়াং সাংস্কৃতিক এলাকা একটি উন্মুক্ত সাংস্কৃতিক ধ্বংসাবশেষের পার্ক, কোনো দরজা নেই এবং কোনো টিকিট লাগে না প্রবেশ করতে। তা ছুচিয়াংছি ধ্বংসাবশেষের পার্ক, থাং রাজবংশের দোয়ালের ধ্বংসাবশেষের পার্ক ও তাইয়ান প্যাগোডা এলাকা নিয়ে গঠিত। সি'আন শহরের নাগরিকদের কাছে সি'আন শহরের প্রাঙ্গণের পার্ক বলে পরিচিত। যদি ছিন রাজবংশীয় আমলের সৈন্য ও ঘোড়ার টেরাকোটা এবং হুয়াছিং হ্রদ হল সি'আনের সংস্কৃতির প্রতীক ছুচিয়াং সাংস্কৃতিক এলাকা, নতুন সি'আনের সাংস্কৃতিক-সম্পদ সমৃদ্ধ স্থান।
হাজার বছরেরও আগে ছুচিয়াং এলাকাটি ছিল প্রাচীন চীনের থাং রাজবংশের সবচেয়ে প্রাণচঞ্চল এলাকা এবং ছাংআনের সাংস্কৃতিক কেন্দ্র। তবে গত শতাব্দীর ৫০ দশকে লোকসংখ্যার দ্রুত প্রবৃদ্ধি এবং দীর্ঘকাল মেরামত অভাবের কারণে ছুচিয়াং এলাকার প্রাকৃতিক পরিবেশ গুরুতরভাবে ক্ষতি হয়েছে এবং সি'আন শহরের সবচেয়ে ময়লা ও ছত্রাকার অঞ্চলের অন্যতম স্থানে পরিনত হয়েছে।
২০০৩ সালে ছুচিয়াং এলাকার প্রশাসনিক কমিটির নব শপথগ্রহণকারী পরিচালক তুয়ান সিয়ান নিয়ান ছুচিয়াংয়ের ইতিহাস পড়ার পর এ অঞ্চলের উন্নয়ন ও সংস্কার করার সিদ্ধান্ত নিয়েছেন।
"ছুচিয়াং হল রাজপ্রাসাদের প্রাঙ্গণের পার্ক, এ অঞ্চলের নাম প্রাচীনকালের চীনের হান রাজবংশের রাজা হানউদির আমলে সৃষ্টি হয়েছে। সি'আন শহরের বিভিন্ন দিকের মধ্যে দক্ষিণপূর্বাঞ্চল সবচেয়ে দুর্বল। তাইয়ান প্যাগোডা হল ছুচিয়াংয়ের সবচেয়ে বৈশিষ্ট্যময় দর্শনীয় স্থান, এর মধ্যে রয়েছে প্রাচীনকালের ঐতিহাসিক থাং রাজবংশের পুরাকীর্তি। আমাদের এখান থেকেই উন্নয়নের কাজ শুরু করা উচিত।"
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |