Web bengali.cri.cn   
তিব্বতে পর্যটন শিল্প উন্নত হচ্ছে
  2011-09-13 09:48:57  cri

     পর্যটন শিল্পের কর্মকর্তারা মনে করেন, পর্যটন পরিসেবার অবকাঠামোর দ্রুত উন্নয়ন, ছিংহাই তিব্বত রেলপথ চালু এবং লিনচি ও আলি বিমানবন্দর খোলার কারণে পর্যটকদের তিব্বতে আসার সুবিধাজনক পরিস্থিতি সৃষ্টি করেছে। গত ৫ বছরে তিব্বতে আসা দেশী বিদেশী পর্যটকের সংখ্যা ২ কোটি ১২ লাখ ৫০ হাজার পার্সনটাইমস। পর্যটন থেকে মোট আয় ২২.৬ বিলিয়ন ইউয়ান ছাড়িয়ে গেছে, বার্ষিক বৃদ্ধির গতি ৩০ শতাংশ। পর্যটন শিল্পের দ্রুত উন্নয়ন পর্যটন ক্ষেত্রের পুঁজি বিনিয়োগের হিড়িক গড়ে তুলেছে এবং তিব্বতের পর্যটন অর্থনীতির স্কেল সৃষ্টি হয়েছে।

    তিব্বত পর্যটন লিমিটেড কোম্পানির উপ-প্রধান লিউ চিয়ান ইউয়ুন মনে করেন, তিব্বতের পর্যটন উন্নয়ন মাত্র শুরু হয়েছে, চীনের অনেক পর্যটন গন্তব্য স্থানের চেয়ে তিব্বতের বিরাট উন্নয়নের সম্ভাবনা আছে। তিনি মনের করেন, তিব্বতের উচিত পর্যটনের মান উন্নয়ন, সম্প্রসারণ ও মার্কেটিং জোরদার করা ।

    কোম্পানির দিক থেকে বর্তমানের পরিস্থিতি বিশ্লেষণ করলে, পর্যটনের উন্নয়ন শুধু একটি আরম্ভ। আমি বিশ্বাস করি, অবকাঠামো ব্যবস্থাপনার পরিবর্তনের সঙ্গে সঙ্গে তিব্বতের পর্যটন উন্নয়নের সম্ভাবনা বিরাট। বর্তমান সমস্যা হল পর্যটকদের তিব্বতের আবহাওয়ার প্রতি ভূল বোঝাবুঝি আছে। সবাই জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে চলে আসেন। যদি পর্যটকরা তাদের ধারণা পরিবর্তন করে, তাহলে পর্যটনের স্কেল বর্তমানের দ্বিগুণে হবে।

    তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের পর্যটন ব্যুরোর মুখপাত্র লিয়াও লি শেং সংবাদদাতাকে জানিয়েছেন, তিব্বতের পর্যটন সোনালী সময়পর্বে খুব বেশি পর্যটকরা আসার কারণে বিমান টিকিট, রেলপথ টিকিট, গাড়ি, হোটেল ও পথ নির্দেশকসহ বিভিন্ন সম্পত্তির গুরুতর অভাব দেখা দেয়। এখন স্থানীয় সরকার বিভিন্ন ব্যবস্থা নিয়ে এসব সমস্যার সমাধান করছে। তাছাড়া, চীনের বিভিন্ন অঞ্চলে শীতকালে তিব্বতে পর্যটন করার প্রচারিত অনুষ্ঠান এবং পবিত্র স্থানে বিবাহের অনুষ্ঠান আয়োজনসহ বিভিন্ন পর্যটন ট্রেডমার্ক তত্পরতা চালু করবে, যাতে তিব্বত পর্যটন শিল্পের চারটি ঋতুর ভারসাম্য উন্নয়ন ত্বরান্বিত করা যায়। এর সঙ্গে সঙ্গে তিব্বত অবকাঠামো ব্যবস্থাপনা ও আনুষঙ্গিক ব্যবস্থাপনার নির্মাণ জোরদার করবে, যাতে দেশী বিদেশী পর্যটকদের জন্য গুণগতমান পরিসেবা দেয়া যায়।

    আমাদের অভ্যের্থনার পরিস্থিতি যত দ্রুত সম্ভব উন্নত করার জন্য বর্তমানে শানকেলিলা ৫ তারার হোটেল ও আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। কয়েকটি আন্তর্জাতিক প্রশাসন কোম্পানি তিব্বতে ব্যবসা চালু করেছে। তাছাড়া, আমরা সক্রিয় ব্যবস্থা নিয়ে পর্যটনের অভ্যর্থনার গাড়ি বাড়াচ্ছি। পর্যটকরা তিব্বতে আসার পর পথ পরিবহনের অবস্থা সুষ্ঠুভাবে চলা উচিত।

    পরিকল্পনা অনুযায়ী, আগামী ৫ বছরে 'চমত্কার প্র সুষম প্রাকৃতিক পরিবেশ, পবিত্র স্বর্গ ও বৈশিষ্ট্যময় সংস্কৃতি'র তিব্বত নির্মিত হবে, যাতে তিব্বতের পর্যটন শিল্প একটি নতুন ধাপে আরোহণ করতে পারে।

    (সুবর্ণা/আবাম)


1 2 3
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040