|
৪০ বছর বয়স্ক সি তান ও জু'র বাসা বিখ্যাত প্রাকৃতিক কৃষি পরীক্ষা গ্রাম লারু গ্রামে অবস্থিত। গ্রামের ৪২টি পরিবারের প্রত্যেকের তরমুজ ও টমেটোসহ অনেক ধরনের শাক সবজি ও ফল চাষ করার প্লাসটিকের ঘর আছে। তাদের এসব ঘরে উত্পাদিত সবজি ও ফল গ্রামের কাছাকাছি হোটেলে বিক্রি করা হয়, তা পর্যটকদের প্রিয় খাবারে পরিণত হয়েছে।
বর্তমানে রাস্তা মেরামত হয়েছে, পর্যটন শিল্পও ভালভাবে উন্নত হচ্ছে, আমাদের আয় বৃদ্ধি পাচ্ছে। ভবিষ্যতে আমরা আরও বেশি কৃষক পরিবারের হোস্টেল স্থাপন করবো, যাতে আমাদের আয় আরও বেড়ে যায়।
লারু গ্রাম তিব্বতের দক্ষিণপূর্বাঞ্চলের লিনচি অঞ্চলে অবস্থিত, এর কাছে হল বিখ্যাত পর্যটন স্থান বাসোংছুও হ্রদ এলাকা। নিবিড় বন থাকার কারণে লিনচি হল তিব্বতের প্রাকৃতিক পর্যটন শিল্প উন্নয়নের সর্বপ্রথম এলাকা। বর্তমানে লিনচিতে বাসোংছুও হ্রদ এলাকা, ইয়ালুচাংবু গিরিখাতসহ চীনের রাষ্ট্রীয় পর্যায়ের বিখ্যাত প্রাকৃতিক সংরক্ষণ এলাকা নির্মিত হয়েছে। ২০০৯ সালে লিনচি অঞ্চলে মোট ১১ লাখ পার্সন টাইমস পর্যটককে অভ্যর্থনা করে পর্যটনের আয় ৮০ কোটি ইউয়ান হয়েছে।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |