Web bengali.cri.cn   
সুন্দর জলাভূমি নামুসিলাই
  2011-08-23 16:28:35  cri
    জলাভূমি হচ্ছে প্রাকৃতিক ও কৃত্রিম পানীয় অঞ্চল। তা বন ও সমুদ্রের সঙ্গে বিশ্বের তিনটি প্রাকৃতিক ব্যবস্থাপনা বলে ডাকা হয়। জলাভূমি মানবজাতির জীবনযাপন, বংশ বৃদ্ধি ও উন্নয়নের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক রয়েছে এবং তা প্রাকৃতিক ক্ষেত্রে জীবের বহুমুখীতাসম্পন্ন দৃশ্য ও মানবজাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ জীবিত পরিবেশের অন্যতম। তা পৃথিবীর কিডনি বলে ডাকা হয় এবং বিশ্বের ব্যাপক মনোযোগ আকর্ষণ করে। আজকের অনুষ্ঠানে আমরা একসাথে উত্তরপূর্ব চীনের লিয়াওনিং প্রদেশের একটি সুন্দর দৃশ্য জলাভূমিতে যাবো।

    এ শব্দ নামুসিলাই নামক স্থান থেকে এসেছে। নামুসিলাই হচ্ছে মঙ্গোলিয় ভাষা, এর অর্থ গৌতম বুদ্ধের চোখ। তা চীনের লিয়াওনিং প্রদেশের চাং উ জেলার উত্তরপূর্বাঞ্চল ও কেরছিন মেরুভূমির দক্ষিণ দিকে অবস্থিত অর্ধেক বালি ও খরা অঞ্চল। পরে এ অঞ্চলে একটি প্রাকৃতিক জলাভূমি সংরক্ষণ এলাকা নির্মিত হয়েছে, এর নাম নামুসিলাই প্রাকৃতিক সংরক্ষণ এলাকা। স্থানীয় অঞ্চলের অধিবাসীরা তাকে লিয়ানহুয়া পাও বলে ডাকে। আঞ্চলিক ভাষায় পাওজি'র অর্থ হল ছোট হ্রদ। লিয়াও নিং প্রদেশের ফুনসিন শহরের বন ব্যুরোর সিনিয়ার প্রকৌশলী কাও ইয়াং বলেছেন, তার আয়োতন খুবই বড় নয়, তবে কেন এখানে প্রাকৃতিক সংরক্ষণ এলাকা নির্মাণ করি? তা হচ্ছে কেরছিন মেরুভূমির কেন্দ্রীয় স্থান। মেরুভূমির আবহাওয়া দুর্বল, খরার কারণে পানির বাষ্পীভূত পরিমাণ বেশি এবং জীবের ধারণাও কম। তবে এ অঞ্চলে নির্মিত নামুসিলাই হ্রদের আয়োতন বড় এবং জীবের ধারণাও অতি বেশি। জলাভূমির বিভিন্ন ধরনের পশু,উদ্ভিদ ও সম্পদ সংরক্ষণ করা মানবজাতির জীবনযাপন ও উন্নয়নের জন্য বিরাট তাত্পর্য রয়েছে। ভবিষ্যতে আমাদের চিকিত্সা, খাবার অর্থাত্ রোগ প্রতিরোধে প্রয়োজনীয় জিনিস খুব সম্ভবত এখানে পাওয়া যায়।

    শেনইয়াং শহর থেকে রওয়ানা হয়ে ৫,৬ ঘন্টার গাড়ি বসে আমরা চাংউ জেলার হৌমা গ্রামে নামুলাইস প্রাকৃতিক সংরক্ষণ এলাকার প্রশাসনিক স্টেশনের ষষ্ঠ পরিচালক হুয়াং লি'র সাথে দেখা হয়েছি। ১৯৯৬ সাল থেকে এ পর্যন্ত তিনি এখানে কাজ করেন। হৌমা গ্রাম থেকে প্রাকৃতিক সংরক্ষণ এলাকা প্রায় ৬ কিলোমিটার দূরে পথ আছে, এ জন্যে যাওয়ার পথে তিনি আমাদেরকে নামুসিলাই এলাকার কিছু তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, প্রাকৃতিক এলাকায় কয়েকটি অংশ নিয়ে গঠিত। কেন্দ্রীয় অঞ্চলে পশুপালন নিষিদ্ধ করা হয় এবং যে কোনো লোক প্রবেশ করতে হবে না,এ অঞ্চলের উদ্ভিদ প্রাকৃতিকভাবে বৃদ্ধি হয়, প্রতি বছরে বন ব্যুরোর কর্মীরা এর ভিতরে তৃণভূমি ও গাছ লাগিয়ে করে, ধীরে ধীরে এ অঞ্চলে জলাভূমির দৃশ্য দেখা যায়।

    নামুসিলাই প্রাকৃতিক এলাকায় সংবাদদাতারা নলখাগড়া ও পদ্ম ফুলসম্পন্ন হ্রদ দেখেছেন। সেই মনোহরণীয় সুখ ও আনন্দ কথা দিয়ে বর্ণনা করতে সক্ষম নয়। মেরুভূমিতে এতো সুন্দর দৃশ্য ও প্রাকৃতিক জলাভূমি থাকার জন্য সবাই অতি আনন্দিত লাগবে।

    নৌকায় বসে বসে কোকিল পাখির কন্ঠ শুনে ফুল ফুটাননো পদ্ম দেখে প্রাচীনকালের চীনের বিখ্যাত কবি ইয়াং ওয়ান লি'র কবিতা হঠাত্ মনে চলে আসছে। ছোট পদ্ম ফুল ফুটানো হচ্ছে,কড়িং তাড়াতাড়ি পদ্ম ফুলের মাথায় দাঁড়িয়ে হচ্ছে। অস্তগামী সূর্য্যের আলো মেঘে অতিক্রম করে শান্তভাবে হ্রদের উপর ভেসে যায়, স্বর্গের মতো সুন্দর দৃশ্য দেখা যায়। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় দৃশ্য হচ্ছে হ্রদে জমে থাকা পদ্ম ফুল।

    চীনের দক্ষিণাঞ্চলে পদ্ম ফুল সব জায়গায় দেখা যায়।তবে চীনের উত্তরপূর্বাঞ্চলে পদ্ম ফুল খুব কম দেখা যায়। এ পদ্ম ফুল হচ্ছে গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলের উদ্ভিদ, শুধু মাত্র এ হ্রদে বেঁচে থাকতে পারে।

    বহু বছর ধরে নামুসিলাই প্রাকৃতিক এলাকা প্রাকৃতিক পরিবেশ পুনরুদ্ধারের ভিত্তিতে স্থানীয় অঞ্চলের শরত্কালে ফুল পাড়া এবং বসন্তকালে ফুল চাষ করার পদ্ধতিতে পদ্ম ফুল উন্নয়ন করে। ফলে হ্রদে পদ্মের আয়োতন ১০০ এইকর থেকে ৬০০ এইকর উন্নতি হয়েছে। পদ্ম ছাড়া জলাভূমিতে নানা ধরনের উদ্ভিদ চাষ করা হয়। পরিসংখ্যান অনুযায়ী উচ্চ শ্রেণীর উদ্ভিদের ধারণা ২৪৭টি।


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040