Web bengali.cri.cn   
অদ্ভূত চিউজাইগৌ
  2011-05-10 16:35:54  cri

 

(রি-১)

রোংজোংআরচিয়ার গাওয়া গানটিতে তুলে ধরা চিউজাইগৌ হচ্ছে চীনের জাতীয় ৫-এ পর্যায়ের দর্শনীয় স্থান। ইউনেস্কো এ স্থানটিকে 'বিশ্ব প্রাকৃতিক উত্তরাধিকার তালিকায়' অন্তর্ভূক্ত করেছে। জায়গাটি পশ্চিম সিছুয়ান প্রদেশের আবা তিব্বতি জাতি এবং ছিয়াং জাতি স্বায়ত্তশাসিত চিউজাইগৌ জেলায় অবস্থিত। এটা হচ্ছে সিছুয়ানের পর্যটনকে প্রতিনিধিত্বকারী সবচেয়ে প্রতীকী দর্শনীয় স্থান।

এবছরের '১২ মে' হচ্ছে ওয়েনছুয়ান ভূমিকম্পের তৃতীয় বার্ষিকী। সিছুয়ানের ভূমিকম্প-উত্তর পর্যটন পুনরুদ্ধারের অবস্থা উপলব্ধি ও পর্যালোচনা করতে চাইলে চিউজাইগৌ নিঃসন্দেহে সবচেয়ে যথাযথ স্থান। চিউজাইগৌ প্রশাসন ব্যুরোর পর্যটন বাজার বিভাগের উপ-প্রধান সু চিয়ে সাংবাদদাতাদের বলেন,

(রি-২)

"১২ মের ভূমিকম্প দর্শনীয় স্থানের দৃশ্যের ওপর তেমন প্রভাব ফেলে নি। তবে পর্যটকের সংখ্যার ওপর তা বিরাট প্রভাব ফেলেছে। ভূমিকম্পের আগে ২০০৭ সালে সর্বোচ্চ সংখ্যক ২৫ লাখ ২০ হাজার পর্যটক এখানটা ভ্রমণ করেছিল। আর ভূমিকম্পের পর ২০০৮ সালে পর্যটকের সংখ্যা ছিল মাত্র ৬ লাখ ৪০ হাজার। এর প্রধান কারণ ছিল পরিবহন। বর্তমানে পূর্ব-পশ্চিম দিকের স্থল পরিবহণ সার্বিকভাবে পুনরুদ্ধার হয়েছে। আমরা পর্যাক্রমে ছেংতু, ছোংছিং, পেইচিং, শাংহাই, কুয়াংচৌ, হাংচৌ ও চাংচিয়াচিয়ের সঙ্গে সরাসরি ফ্লাইট চালু করেছি। এটা পর্যটকের সংখ্যা পুনরুদ্ধারের ক্ষেত্রে বিরাট প্রভাব ফেলেছে। চলতি বছরের বর্তমান সময় পর্যন্ত আমরা ৩ লাখ পর্যটককে অভ্যর্থনা জানিয়েছি। এ সংখ্যা ২০১০ সালের অর্ধেকেরও বেশি।"

চিউজাইগৌ হচ্ছে ইংরেজি বর্ণ 'ওয়াই' আকৃতির এক উপত্যকা। ৯টি তিব্বতি জাতির গ্রাম সেখানে অবস্থানের কারণে জায়গাটি এ নামে ভূষিত হয়। দর্শনীয় স্থানের আশেপাশে পাহাড়গুলো দাঁড়িয়ে রয়েছে; দশ-বারটি তুষার পর্বত সারা বছরই সাদা তুষারে ঢাকা থাকে। উপত্যকা এলাকায় সারি সারি বড় ও ছোট হ্রদ, জলপ্রপাত, ঝর্ণা... চীনের একমাত্র এবং বিশ্বে বিরল উঁচু পাহাড় ও হ্রদ গ্রুপ এবং জলপ্রপাত গ্রুপ প্রধান হিসেবে দর্শনীয় স্থান গড়ে তুলেছে। পথনির্দেশক শিয়াও ইয়ান বলেন,

(রি-৩)

"চিউজাইগৌ হচ্ছে খাঁটি প্রাকৃতিক দৃশ্য। এ জায়গার ব্যাপারে একটি কথা আছে: রোদ-ঝলমল দিনে পানি দেখা, মেঘাচ্ছন্ন দিনে পাহাড় দেখা এবং বৃষ্টির দিনে মেঘ ও কুয়াশা দেখা। ভিন্ন ঋতু ও ভিন্ন আবহাওয়ায় ভিন্ন ভিন্ন দেখার বিষয় আছে।"

চিউজাইগৌ'র বনে তক্তাবৃত একটা পথ সিল্ক লাইনের মতো এঁকেবেঁকে পাহাড় বেয়ে আশেপাশের সুন্দর দৃশ্যের সঙ্গে সংযুক্ত হয়েছে। চিউজাইগৌয় ভ্রমণের ক্ষেত্রে পাহাড়ের গায়ে তক্তাপথ ধরে বেড়িয়েছি একথাটা বলার চেয়ে নদীর সন্ধানে বেড়িয়েছি এটা বলা আরো যুক্তিযুক্ত।

এখানকার উপত্যকা এলাকায় রঙিন উঁচু পাহাড়ি হ্রদ রয়েছে। স্থানীয় তিব্বতি জাতির মানুষ এটাকে 'হাইজি' বলে ডাকে। এর অর্থ হলো হ্রদ। চিউজাইগৌর হাইজি সারা বছরই নীল ও স্বচ্ছ। পথনির্দেশক শিয়াও ইয়ান ব্যাখ্যা করেন,

(রি-৪)

"প্রাচীনকালে চিউজাইগৌ'র নাম ছিল ইয়াংথোং বা ছুইহাই। উপত্যকার ভেতরে ১১৪টি হাইজি'র কারণে পরে এ নামকরণ করা হয়। চিউজাইগৌ'র পানি হচ্ছে চীনের প্রথম পর্যায়ের। পাশাপাশি সেখানকার পানি সেখানকার আত্মা।"


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040