|
স্থাপত্য ও সেতুকে সম্পূর্ণরূপে সংযুক্তকারী সর্বোত্কৃষ্ট এ শিল্পটি সি আনের গভীর ইতিহাস ও সংস্কৃতির বহমানতা এবং এ শহরের ফ্যাশন, আধুনিকতা ও সবুজ শহরের আকর্ষণীয় শক্তি দেখিয়ে দিচ্ছে।
কুয়াং ইয়ুন তোরণ থেকে সি আন বিশ্ব উদ্যানমেলা পার্ক অঞ্চলে প্রবেশ করলে প্রথমে সৃজনশীল প্যাভিলিয়ন দেখতে পাবেন। প্যাভিলিয়নের বাইরের অংশ ব্রোঞ্জ ও কাচ দিয়ে নির্মিত। স্থাপত্যটির আকৃতি বৈশিষ্ট্যময়। দেখলে মনে হয় ঠিক যেন একটি হীরা বসানো ব্রোঞ্জ শিল্পকর্ম হ্রদের পাশে দাঁড়িয়ে আছে। সি আন বিশ্ব উদ্যানমেলার সাধারণ প্রকৌশলী তোং হুয়ানথাও বলেন,
"এখানে দাঁড়ালে ছাং আন টাওয়ার ও ছিনলিং পাহাড় দেখা যায়। হ্রদের ওপর দাঁড়ালে অন্য দিকের দৃশ্য দেখা যায়। ভেতরে দুটি তলা আছে। সেখানে প্রদর্শিত হবে কিছু উচ্চপ্রযুক্তির পণ্য। দেখা যাবে আমরা কখনো দেখিনি এমন সবজি ও বৃক্ষ।"
বিশ্ব উদ্যানমেলা পার্কের চিনসিউ হ্রদের তীরে দেখতে পাবেন উত্কৃষ্ট স্বচ্ছ কাচের মতো ঝিঁক ঝিঁক স্থাপত্য। এটা হচ্ছে এ উদ্যানমেলার প্রকৃতি প্যাভিলিয়ন। অনেকে এটাকে 'স্ফটিক পাথর' বলে ডাকে। প্রকৃতি প্যাভিলিয়নে প্রধানত পৃথিবীর বিভিন্ন অঞ্চল ও জলবায়ু অঞ্চলের বিরল প্রজাতির বৃক্ষ ও প্রাকৃতিক দৃশ্য প্রদর্শিত হবে। এসব বর্ণনা শুনে আপনাদের নিশ্চয়ই তর সইছে না সি আন শহরে দেখতে আসার?
বিশ্ব উদ্যানমেলার মাধ্যমে সি আন বিশ্বের দৃষ্টি আকর্ষণ করছে। এ মেলা চলাকালে এখানে ভ্রমণকারীরা সি আনের চিত্তাকর্ষক উদ্যানদৃশ্য, গভীর কিন্তু সহজ-সরল চীনা জাতির সংস্কৃতি, উন্নততর প্রাকৃতিক ও পরিবেশ সংরক্ষণ বিজ্ঞান ও প্রযুক্তি এবং আধুনিক সি আনের সবুজ ফ্যাশন দেখতে পাবেন।
সি আন অধিবাসী এবং সি আন বিশ্ব উদ্যানমেলার প্রতীক রাষ্ট্রদূত হিসেবে বিখ্যাত চলচ্চিত্র ও টিভি তারকা ইয়ান নি নিজের জন্মস্থানে অনুষ্ঠেয় বিশ্ব উদ্যানমেলার প্রত্যাশা কামনা করেন। তিনি বলেন,
"আগে সি আন অথবা উত্তর-পশ্চিম চীনের ব্যাপারে সবার ধারণা ছিল এটি একটি প্রাচীন নগরী। কিন্তু এখনকার সি আন হচ্ছে সবুজ। কারণ এবারের বিশ্ব উদ্যানমেলার মাধ্যমে আমরা একটি সবুজ, পরিবেশ সংরক্ষণকারী এবং কিছুটা ভিন্ন সি আন নির্মাণ করেছি। সবাইকে সি আনে স্বাগত জানাই। আমি একজন প্রতিনিধিস্থানীয় সি আন অধিবাসী। সি আন বিশ্ব উদ্যানমেলার প্রতীক রাষ্ট্রদূত হিসেবে আমি খুবই গর্বিত।"
এবারের বিশ্ব উদ্যানমেলা সি আনের হাজার বছরের পুনরুত্থানের একটি জাঁকজমকপূর্ণ বিষয়। ৮৪ লাখ সি আন অধিবাসী আন্তরিকতা দিয়ে আট দিকের পর্যটকদের অভ্যর্থনা জানাবেন।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |