|
উ ইয়ুন শান গ্রামের সুবিশাল ও পরিষ্কার পাকা সড়কের দুপাশে অনেক 'কৃষক পরিবারের আনন্দ' রয়েছে। লি হুই'র খোলা 'কৃষক পরিবারের আনন্দ' এদের মধ্যে অন্যতম। আগে তিনি শাংহাইয়ে কাজ করতেন। মাসিক আয় ছিল মাত্র ২ থেকে ৩ হাজার ইউয়ান। পরে তিনি শোনেন নিজের জন্মস্থানের উন্নয়ন পরিস্থিতি খুব ভালো। তিনি জন্মস্থানে ফিরে এই 'কৃষক পরিবারের আনন্দ' খোলেন। তাঁর বাসায় পৌঁছে দেখা যায় তিনি রান্না ঘরে কাজ করছেন। তিনি বলেন,
"বাইরে যত ভালো হোক না কেন নিজের বাসার মতো ভালো না। এখানে আগত পর্যটকের সংখ্যা খুব বেশি। প্রতি শনি ও রবিবারে আগত মানুষের সংখ্যা আরো বেশি হয়। তারপর আমি নিজের বাসায় 'কৃষক পরিবারের আনন্দ' খুলি। সেবা শিল্পও ভালো।"
লি হুই'র 'কৃষক পরিবারের আনন্দে' একটি বৈশিষ্ট্যময় সেবা প্রকল্প আছে। সেটা হলো পর্যটকরা সত্যিকারের প্রাকৃতিক ও দূষণমুক্ত সবুজ চা খেতে পারেন। লি হুই ব্যাখ্যা করেন,
"আমার বাসার পিছনের চা বাগান প্রায় ৩শ' বর্গমিটার। সেখান থেকে চা পাতা তোলার পর আমি তা বিক্রি করি না। বরং নিজেই তা দিয়ে চা তৈরি করি। এখানে কীটনাশক ব্যবহার করিনা; এটা খুবই প্রাকৃতিক। সবই এখানে খাওয়া ও থাকা অতিথিদের জন্য।"
সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সবুজ অক্ষতিকর খাবার এবং সরল গ্রামীণ রীতিনীতি প্রদেশের ভেতর ও বাইরের, এমনকি দেশি-বিদেশি পর্যটকদেরকেও উ ইয়ুন শানের চা পার্কে বেড়াতে এবং চা খেতে টানে।
উ হান শহরের মাদাম চাং সপ্তাহান্তিক ছুটিতে তাঁর স্বামীর সঙ্গে উ ইয়ুন শানে এসে এখানকার আরামদায়ক জীবন উপভোগ করেন। তিনি বলেন,
"ছুটির সুযোগে আমরা প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে আসি। চা পার্কে হাঁটার সময় যখন চায়ের সুগন্ধ নাকে লাগে তখন মনে হয় যেন একটি প্রাকৃতিক অক্সিজেন বারে প্রবেশ করেছি। সেটা সৌন্দর্যের উপভোগ। আহ, সত্যি ভালো।"
চা শিল্প ও সবুজ প্রাকৃতিক পর্যটন – এ দুটো মিলেমিশে থাকে এবং পরস্পরকে ত্বরান্বিত করে। চিন শিয়াও ইয়ু আশা করেন, উ ইয়ুন শান গ্রামের ভবিষ্যত অবশ্যই আরো ভালো হবে।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |