|
গত শতাব্দীর ৮০'র দশক থেকে লিউ ছি গলি বিভিন্ন স্তরের সরকার ও সংশ্লিষ্ট বিভাগের কাছে উচ্চ গুরুত্ব পায়। ১৯৮৫ সালে থোংছেং পৌর সরকার লিউ ছি গলিকে পুরাকীর্তিক নিদর্শন হিসেবে নির্ধারণ করে। ১৯৯৩ সালে আন হুই প্রাদেশিক সরকারের সংশ্লিষ্ট বিভাগ বিশেষ তহবিল দিয়ে সড়কের কিছু অংশ মেরামত করে। এরপর ১৯৯৯ সালে থোংছেং পৌর সরকার বিশেষ তহবিল দিয়ে এর ধ্বংসাবশেষের ওপর পুনর্নিমাণ ও সড়কটি সম্প্রসারণ করে। থোংছেং জাদুঘরের উপ-প্রধান চাং গেন ব্যাখ্যা করে বলেন,
"এখনকার লিউ ছি গলি ২০০২ সালে তৈরি। আমরা আগের অবস্থানের ভিত্তিতে গলিটিকে পুনরুদ্ধার করেছি। গলির প্রস্ত এখনও ৬.৫৬ ফুট। আগের উপাত্তের ভিত্তিতে দেয়ালের উচ্চতা ও তৈরির পদ্ধতি ঠিক রেখে এবং মাটি ব্যবহার করে সম্পূর্ণভাবে আগের আদলে এটি নির্মিত হয়। লিউ ছি গলি আসলেই আমাদের পুরনো শহরের একটি পরিবহণ পথ। পুনরুদ্ধারের পর তা এখনও পরিবহণের পথই।"
লিউ ছি গলি এখন একটি একক দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। গলিটি অনেক ভিতরে হলেও সেটি খুব সমৃদ্ধ।
ছোটবেলা থেকে এখানে বড় হওয়া স্থানীয় একজন হস্তলিপিকার আছেন। তাঁর নাম চৌ কুও লিয়াং। তিনি কয়েক যুগ ধরে লিউ ছি গলির দুপাশের পরিবর্তন প্রত্যক্ষ করেছেন। তিনি বলেন,
"ছোটবেলায় লিউ ছি গলির পাশে বলা যায় প্রধানমন্ত্রী ভবনে আমার জন্ম হয়। সে সময় সেখানকার বাড়িঘর ছিল অনেক পুরনো। সারি সারি - একের পর একটা। আমার বাড়িটি খুবই উঁচু ও বড়। মনে হয় খুব বড় পরিবারের বাড়ি।"
লিউ ছি গলি সম্পর্কে থোংছেং শহরের পৌর কমিটির সম্পাদক ওয়াং ছিয়াং বলেন,
"আমাদের চোখের সামনে প্রধানমন্ত্রী ভবনটিকে পুনরুদ্ধার করতে হবে। লিউ ছি গলির আসল চেহারা পুনরুদ্ধার করতে তাকে একটি দেখা, খেলা এমনকি বিবেচনার জায়গায় পরিণত করতে হবে।"
আগের প্রধানমন্ত্রী ভবনের ধ্বংসাবশেষের ওপর তৈরি হাসপাতালের প্রধান উ ই জানান, তারা এখন ওই জায়গা থেকে হাসপাতালটি সরিয়ে নেয়ার প্রস্তুতি নিচ্ছেন।
থোংছেং শহরের উন্নয়ন ব্যবস্থাপনা সম্পর্কে পৌর কমিটির সম্পাদক ওয়াং ছিয়াং জানান, তারা পুরনো অঞ্চলে প্রাচীন থোংছেংয়ের দৃশ্য পুনরুদ্ধার করবেন। তিনি বলেন,
"খাং সি বর্ষে থোংছেং জেলার মানচিত্র অনুযায়ী শহরের কাঠামো এখনও রয়েছে। সুতরাং আমরা এখন পুরনো শহরের সংরক্ষণের প্রস্তাব দিয়েছি। ভবিষ্যতে এখানকার নির্দিষ্ট প্রধান কাজ হবে মানুষদের জন্য পরিদর্শনের ব্যবস্থা করা, প্রাচীনকাল নিয়ে চিন্তা করা এবং থোংছেং সংস্কৃতি নিয়ে গবেষণা করা।"
আন হুই থোংছেংয়ের লিউ ছি গলি চীনের ঐতিহ্যবাহী সংস্কৃতির 'সম্প্রীতি' শব্দটির সঙ্গে সম্ভবত সবচেয়ে খাপ খাওয়া সড়কগুলোর মধ্যে অন্যতম। এর প্রশস্ততা কেবল 'লিউ ছি'-এ প্রতিফলিত হয়নি; বরং মানুষের হৃদয়ে তা প্রতিফলিত হয়েছে।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |