Web bengali.cri.cn   
প্রাচীন গ্রাম-মেই পেই গ্রাম
  2011-03-22 13:13:35  cri

প্রাচীন মেইপেই গ্রামকে সংরক্ষণ করার জন্য স্থানীয় সরকার এবং মেইপেই পর্যটন কোম্পানি অনেক কাজ করেছে। তারা আশা করে, প্রাচীন গ্রামের হাজার বছরের ইতিহাস ও সংস্কৃতি সংরক্ষণ করার পাশাপাশি সর্বাত্মক চেষ্টা চালিয়ে গ্রামে প্রাচীন গ্রামের সঙ্গে খাপ খাওয়া জীবনযাপনের পরিবেশ বজায় রাখতে। সংরক্ষণ প্রক্রিয়ায় তাদের একটি ধারণা হচ্ছে নতুন যুগের উপাদান গ্রহণ করা। বস্তুগত জীবনযাপন উন্নত হওয়া মানে নতুন পরিবেশে নতুন জীবনযাপনকে গ্রহণ করা। ইয়াং ছাইশিয়া আমাদের জন্য একটি প্রাণবন্ত উদাহরণ। তিনি বলেন,

"যেমন শীততাপ নিয়ন্ত্রণযন্ত্র ব্যবহার করা যায়। কিন্তু শীততাপ নিয়ন্ত্রণযন্ত্রের বাইরে আমরা কাঠের কাঠামো ব্যবহার করি। আমাদের পুরো প্রাচীন গ্রামের স্থাপত্যের নিচে কয়েকটি উপাদান রয়েছে। তা হলোঃ ধূসর টালি, নুড়ি, ধূসর পাথর বোর্ড ও কাঠ। এসব উপাদান বজায় রেখে কাঠ দিয়ে তাকে সাজানো হয়েছে, যাতে প্রাচীন নগরের দীর্ঘস্থায়ী আকর্ষণশক্তি ভেঙে না যায়।"

সাম্প্রতিক বছরগুলোতে প্রাচীন মেইপেই গ্রামের সুনাম বাড়তে থাকার প্রেক্ষাপটে এ পর্যন্ত এ গ্রাম ১ লাখেরও বেশি পর্যটকদের অভ্যর্থনা জানিয়েছে। পর্যটন আয়ও স্থিতিশীলভাবে বৃদ্ধি পেয়েছে। এ ব্যাপারে প্রাচীন গ্রামের অধিবাসী, প্রাচীন সড়কের ইয়ে লাই হোটেলের মালিক লিয়াং লিবিনের গভীর অনুভূতি আছে। তিনি বলেন,

"কারণ আমরা এখানে পর্যটন উন্নয়ন করেছি। আমি কয়েক বছর আগে এখানে হোটেলটি খুলি। আগে আমি সবসময় অন্য জায়গায় কাজ করেছি। এ হোটেল খোলায় অবশ্যই অন্য কাজের চেয়ে বেশি আয় অর্জন করি আমি। প্রাচীন গ্রামে আসা বিদেশী পর্যটকের সংখ্যা এখন অনেক বেশি। জার্মানি, ভারত ও চিংকাংশান বিশ্ববিদ্যালয়ের অধ্যয়রত বিদেশী ছাত্রছাত্রী এসেছে এখানে। এছাড়া এসেছেন আমাদের সংস্কৃতি জানতে চাওয়া বিদেশীরা।"

কিন্তু পর্যটন শিল্পের অধিকতর উন্নয়ন প্রাচীন গ্রামের পরিবেশকে ভেঙে নষ্ট করেনি। বরং এখানকার পরিবেশ দিন দিন ভালো করেছে। গ্রামবাসীদেরকে আরো বেশি সম্পদশালী করার সঙ্গে সঙ্গে তাদের পরিবেশ সংরক্ষণের চেতনা আরো বাড়িয়েছে। লিয়াং বলেন,

"পর্যটন উন্নয়ন করার পর আমাদের এখানকার পরিবেশগত অবস্থা খারাপ না। এখন এখানকার বর্জ্য খুব কম দেখা যায়। কিন্তু পর্যটন উন্নয়ন করার আগে গ্রামবাসীদের রেওয়াজ ছিল জিনিসপত্র বা বর্জ্য মাটিতে ফেলে রাখা। এখন দেখা যায় মাটি খুবই পরিষ্কার। তারা বর্জ্য ক্যানে রাখেন। বয়স্ক মানুষের কথা বাদ দিন, শিশুরাও স্বেচ্ছায় নিজের হাতে এ ক্যানে বর্জ্য ফেলে?"

প্রাচীন সড়কে আমাদের শানতোং প্রদেশের একটি পর্যটন দলের সঙ্গে দেখা হয়। পর্যটকরা সতর্কভাবে পথনির্দেশকের ব্যাখ্যা শুনচ্ছেন। তিনি বলেন,

"আমি প্রাচীন গ্রামটিকে খুবই পছন্দ করি। এটা খুবই পরিষ্কার। প্রাচীন স্টাইল ও গভীর স্বাদ, যেন আমাকে অতিতে নিয়ে যায়। প্রাচীন গ্রাম একটি মোটা বইয়ের মতো। আপনি যখন এক একটি পৃষ্ঠা খোলেন, এর চিত্তাকর্ষক বিষয় আপনাকে আকর্ষণ করবে।


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040