|
মেই পেই প্রাচীন গ্রাম চিয়াংসি প্রদেশের চি আন শহরের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত। এটি চি আন শহর থেকে ৩০ কিলোমিটার দূরে। গ্রামের আয়তন প্রায় ১ বর্গকিলোমিটার। এখানে ৫৬৭টি ঘরে ২ হাজার ৪শরও বেশি মানুষ বাস করে। গ্রামে তুলনামূলকভাবে সম্পূর্ণ প্রাচীনকাল ও আধুনিক সংস্কৃতির ছাপ বজায় রাখা হয়েছে। এখানকার সব মূল্যবান ঐতিহাসিক ধ্বংসাবশেষের গভীর সাংস্কৃতিক অর্থ রয়েছে। চিয়াং সি প্রদেশের চি আন শহরের ছিং ইউয়ান অঞ্চলের পৌর সরকারের উপ-প্রধান লোং সিন গর্বিতস্বরে বলেন,
"মেই পেই প্রাচীন গ্রাম মিং ও ছিং রাজবংশের স্থাপত্য বৈশিষ্ট্য হিসেবে মন্দির সংস্কৃতি, ধর্মীয় সংস্কৃতি ও সে দুটি রাজবংশের খোদাই শিল্পের একটি সংমিশ্রণ। গ্রামে অনেক পুরাকীর্তিক নিদর্শন ছাড়া সম্পূর্ণভাবে সংরক্ষিত মিং ও ছিং রাজবংশের ৩৬৭টি স্থাপত্য রয়েছে। মেই পেইং গ্রাম এখন চীনের বিখ্যাত ঐতিহাসিক ও সাংস্কৃতি গ্রাম এবং এটাকে জাতীয় চার-এ পর্যায়ের দর্শনীয় স্থান তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে।"
জানা গেছে, মেই পেই গ্রামের নির্মাণ কাজ নান সোং রাজবংশের প্রথম দিকে অর্থাত্ আজ থেকে ৮শতাধিক বছর আগে শুরু হয়। সব গ্রামবাসীর পদবী 'লিয়াং'। এ প্রাচীন গ্রামে একটি নদীর নাম 'মেই শুই'। 'পেই'র অর্থ নদীর তীর। সুতরাং প্রাচীন গ্রামের নাম পাওয়া যায়। মেই পেই পর্যটন কোম্পানির জেনারেল ম্যানেজার ইয়াং ছাইসিয়া বলেন,
"আমাদের গ্রাম হচ্ছে একটি প্রাকৃতিক গ্রাম। নান সোং রাজবংশের প্রথম দিকে পাহাড় ও পানি ঘিরে রাখা পরিবেশে গ্রামটি গড়ে ওঠে। গ্রামটি গড়ে উঠার পর এখানকার গাছ ও গ্রামের পানি একটি প্রাকৃতিক পরিবেশ গড়ে তুলেছে। পানি মানে ২৮টি পুকুর। একটি পুকুর আরেকটির সঙ্গে সংযুক্ত। ফলে পুকুরগুলো পরিবেশকে বিশুদ্ধ করার পাশাপাশি ব্যবসাও গড়ে তুলেছে।"
গ্রামের বাণিজ্যিক তত্পরতা প্রধানত প্রাচীন পেইথৌ সড়ককে কেন্দ্র করে গড় উঠেছে। প্রাচীন সড়কে দাঁড়ালে মাথা থেকে সড়কের শেষ দিকে দেখা যায় না। ফুশুই নদীর সঙ্গে মেইপেই গ্রামের সমৃদ্ধির অনেক সম্পর্ক রয়েছে। নৌ-পরিবহণ উন্নত হওয়ার কারণে ব্যবসা-বাণিজ্যের খুবই দ্রুত উন্নয়ন হয়েছে। সেকারণে সারি সারি দোকান দাঁড়ানো পেইথৌ সড়ক গড়ে ওঠে। ছিং রাজবংশের ছিয়ানলোং বর্ষে পেইথৌ সড়ক খুবই সমৃদ্ধ ছিল। ৯শ' মিটারেরও বেশি সড়কে শতাধিক দোকান রয়েছে। ফুশুই নদীতে বাণিজ্য নৌকা আসা বন্ধ হয়নি। পূর্ব, দক্ষিণ, পশ্চিম ও উত্তর চার দিকের মালামাল ও বিদেশী পণ্যদ্রব্য অব্যাহতভাবে পেইথৌ সড়কে প্রবেশ করে। মেইপেই পর্যটন কোম্পানির জেনারেল ম্যানেজার ইয়াং ছাইসিয়া বলেন,
"পুরো প্রাচীন সড়কের দৈর্ঘ্য ৯শ' মিটার। ১০৮টি দোকান ছিল এখানে। সড়কটি সে সময় খুবই সমৃদ্ধ ছিল। আসলে সড়কের নিচে নর্দমা। এটা দুষিত পানির নিঃসরণের অনুকূল। চীনা মানুষ পানিকে সম্পদ হিসেবে দেখেন। পানি বাসায় এনে রাখা সম্পদ রাখার মতো।"
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |