|
তেরটি রাজবংশের প্রাচীন রাজধানী হিসেবে ১ হাজারেরও বেশি বছর আগে থাং রাজবংশের সময় সি আন খুবই সমৃদ্ধ শহর ছিল। জাঁকজমপূর্ণ থাং রাজবংশে নির্মিত বড় ও ছোট অতিবিরল রাজহংসী প্যাগোডা অর্থাত তা ইয়ান থা ও শিয়াও ইয়ান থা এবং ছিয়ান লিং সমাধি সি আনের বিখ্যাত ঐতিহাসিক ও সাংস্কৃতিক ধ্বংসাবশেষ। পাশাপাশি ছিয়ান লিং সমাধি হচ্ছে তাঁর স্ত্রী লি জি ও ইতিহাসের একমাত্র নারী সম্রাট উ জে থিয়ানের যৌথ সমাধি। দক্ষিণ কোরিয়ার ছাত্র কিম সুন হুন ছিয়ান লিং সমাধি পরিদর্শন করার পর বলেন,
"গত কয়েক দিনে আমি মিং রাজবংশে নির্মিত মহাপ্রাচীর, সৈন্য ও ঘোড়ার প্রতিকৃতি ও ছিয়ান লিং সমাধি দেখেছি। ছিয়ান লিং সমাধি হচ্ছে একটি রাজকীয় সমাধি। এর মাত্রা সমারোহময়। এটাতে থাং রাজবংশের সময় চীনের সমৃদ্ধি ও শক্তিমত্তা প্রতিফলিত হয়েছে।"
বিদেশী ছাত্রছাত্রীরা থাং স্টাইলের সঙ্গীত ও নৃত্যের পরিবেশনা উপভোগ করেন। এ পরিবেশনায় থাং রাজবংশের সবচেয়ে সমৃদ্ধময় সময়ের সঙ্গীত ও নাচ তুলে ধরা হয়। ছাত্রছাত্রীরা অতিসূক্ষ ও সুন্দর সঙ্গীত ও নাচে চীনের দৃশ্য এবং থাং রাজবংশে ছাং আন শহরের জাঁকজমকপূর্ণ দৃশ্যের প্রশংসায় পঞ্চমুখ হন।
এশিয়া ও ইউরোপের মধ্যে সংযোগ স্থাপনকারী গুরুত্বপূর্ণ সিল্ক রোডে অবস্থিত সি আন শুধু বিখ্যাত ঐতিহাসিক ও সাংস্কৃতিক নগরই নয়; বরং মিলেমিশে ও সম্প্রীতিপূর্ণভাবে বহু জাতির বসবাস করা অঞ্চল। শহরের কেন্দ্রে বৌদ্ধ ধর্মের তা ইয়ান থা ও শিয়াও ইয়ান থা ছাড়া মুসলমানদের বড় মসজিদ ও হাল্কা মুসলিম খাবার সড়ক রয়েছে। বাংলাদেশের ছাত্র পলাশ মসজিদ পরিদর্শন ও হাল্কা মুসলিম খাবারের স্বাদ গ্রহণের পর আবেগপূর্ণভাবে বলেন,
"আমরা শান সি প্রদেশের সি আন শহরে এসেছি তিন চার দিন হলো। আজকে আমরা সি আনের বড় মসজিদে গেলাম। সেখানে যে স্ন্যাক্স রোড আছে সেটাকে বলা হয় হালাল সড়ক। সেখানে আমরা গিয়েছি। সেখানে যাওয়ার পর অনেক অনেক সুন্দর খাবার দেখলাম। তারপর দেখলাম সেখানে মহিলারা মুসলিম ড্রেস পরে জিনিসপত্র বিক্রি করছেন; ছেলেরাও অনেকে টুপি মাথায় দিয়ে আছেন। তো সেজন্য আমার মনে হলো যে, আমি বাড়ি ফিরে আমাদের চারপাশের মহিলা অর্থাত্ আমাদের পরিবারের মেয়েদের দেখে যে রকম অনুভূতি হয় ঠিক সে রকম অনুভূতি হলো।"
বিদেশী ছাত্রছাত্রীদের সঙ্গে এতোক্ষণ সি আন শহর বেড়ালাম আমরা। এর মধ্য দিয়ে আমরা এ শহর সম্পর্কে প্রাথমিক ধারণা পেলাম? যদি কখনও সুযোগ হয়, আপনারাও এ প্রাচীন নগরে বেড়াতে এসে এখানকার বৈশিষ্ট্যময় ঐতিহাসিক ও সাংস্কৃতিক রীতিনীতি উপভোগ করতে পারেন। আমি বিশ্বাস করি, এখানে বেড়ালে আপনাদের অন্য রকম অনুভূতি হবে।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |