Web bengali.cri.cn   
ছিছিহাআরে বরফ ও তুষার-দৃশ্য উপভোগ
  2011-01-11 14:38:21  cri

    স্কী স্টেডিয়ামে প্রবেশ করলে সামনে দেখা যায় ৩শ'রও বেশি মানুষের ধারণক্ষমতা সম্পন্ন তুষারপথ। সেখানে নানা ধরনের আগ্রহ থাকা স্কী অনুরাগীদের সার্বিক সেবা প্রদান করা হয়। একজন পর্যটক বলেন,

    (রি-৪)

    "খুব মজা ও উদ্দীপক। আমি কুয়াংতোং প্রদেশ থেকে এসেছি। আমার বয়স ৬০ বছর। এইমাত্র স্কী করলাম আমি। খুবই ভালো লাগছে।"

    স্কী-ক্রীড়ার প্রতিনিধিত্বকারী স্থান হিসেবে ছিছিহাআর শহরে যেসব বরফ-তুষার বিনোদন প্রকল্প রয়েছে, বলা যায় সেগুলো সমৃদ্ধ ও বৈচিত্র্যময়। শহরের পর্যটন ব্যুরোর উপ-মহাপরিচালক স্যুই শিয়াওইয়ান ব্যাখ্যা করেন, এ সময় ছিছিহাআরে আসলে দেখা যাবে 'চীন-ছিছিহাআর উত্তর-পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক পর্যটন উত্সব' আড়ম্বরপূর্ণভাবে চলছে।

    ২০১০ সালের ডিসেম্বর মাসের শেষ দিক থেকে ২০১১ সালের মার্চ মাসের প্রথম দিক পর্যন্ত 'উত্তর-পূর্বাঞ্চলীয় বরফ-তুষার রীতিনীতি' প্রতিপাদ্যে সারস পাখি নগরের বিনোদন সম্মেলন ও সাংস্কৃতিক পর্যটন উত্সব সারস পাখি নগরের উষ্ণতা বাড়ায়। বরফ-তুষার সংস্কৃতি, তুষার-সারসপাখি সংস্কৃতি, লোক রীতিনীতি ও সুস্বাদু খাবার সংস্কৃতিকে কেন্দ্র করে ছিছিহাআরে জিনসেং, তরুণ রোমাবৃত শিং ও পোষাকসহ উত্তর-পূর্বাঞ্চলের বৈশিষ্ট্যময় দ্রব্যের প্রদর্শন করে। পাশাপাশি বরফে বিয়ে অনুষ্ঠান, বরফ ভাস্কর্য সৃষ্টি এবং উত্তর-পূর্বাঞ্চলীয় সুস্বাদু খাবার উত্সবসহ বিভিন্ন বৈশিষ্ট্যময় কর্মসূচীও অনুষ্ঠিত হয়। বলা যায়, সেখানে এতো বেশি তত্পরতা যে আপনি সবগুলো উপভোগ করবেন তা সম্ভবপর না। উপ-মহাপরিচালক স্যুই শিয়াওইয়ান বলেন,

    (রি-৫)

    "ছুটি বা উত্সব চলাকালে জালুংয়ের তুষার দৃশ্যে সারস পাখি দেখা, লুংশাং পার্কের বরফ ও তুষারে ভ্রমণ, নিআরচিসি হ্রদে স্কী এবং মিংইউয়ে দ্বীপের দর্শনীয় স্থানে স্কী ছাড়াও নেংচিয়াং নদীতে শীতকালীন সাঁতা কাটা, বরফ ভাস্কর্য প্রতিযোগিতা এবং বরফ-তুষার ক্যালিগ্রাফি ও ছবি প্রদর্শনী প্রতিনিধি হিসেবে অনেক দেশী-বিদেশী পর্যটক ও শহরবাসীকে আকর্ষণ করে।"

    প্রতি বছরের শীতকালে ছিছিহাআর শহর বড় ধরনের বরফ ও তুষার কোরিডোর নির্মাণ করে। ফলে ছিছিহাআরে আসা প্রত্যেক পর্যটক বরফ ও তুষারের এনে দেয়া বিশেষ আনন্দ উপভোগ করতে পারেন। দক্ষিণ চীনের একজন পর্যটক ছেন জেনসিন বলেন, উত্তর-পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক উত্সব তার মতো দক্ষিণ চীনের পর্যটকদেরকে গভীরভাবে আকর্ষণ করে। তিনি বলেন,

    (রি-৬)

    "দক্ষিণ চীন থেকে আসা আমার মতো পর্যটকের জন্য উত্তরাঞ্চল অত্যন্ত আকর্ষণীয় ও সহস্যময়। এ উত্সব আমার জন্য উত্তরাঞ্চলের প্রতি পুরোপুরি একটি নতুন চেতনা। উত্তরাঞ্চলের সংস্কৃতি, ঐতিহ্য এমনকি এখানকার খাবার আমি দক্ষিণ চীনে নিয়ে যাবো। ফলে দক্ষিণ চীনের আরো বেশি বন্ধু উত্তর-পূর্বাঞ্চলীয় চীনের গভীর সংস্কৃতি উপভোগ করতে পারবেন।"

    আকাশে উড়ন্ত তুষার, বরফ ও তুষারে সতেজ বাতাস, সুন্দর ও মার্জিত লাল-মুকুট সারস পাখি এবং সমৃদ্ধ বরফ ও তুষার বিনোদন প্রকল্প প্রত্যেকটিরই পর্যটক আকর্ষণের শক্তি রয়েছে। ছিছিহাআর অধিবাসীরাও উত্সাহব্যঞ্জকভাবে দেশী-বিদেশী বন্ধুদেরকে সারস পাখি শহরে মিলিত হয়ে 'তুষারে সারস পাখি অবমুক্ত করা', বরফ ও তুষার উপভোগ করা, চিনির প্রলেপ দেয়া হথন ও গভীর বৈশিষ্ট্যময় উত্তর-পূর্বাঞ্চলের খাবারের স্বাদ নেয়া এমনকি ছিছিহাআরের বৈশিষ্ট্যময় সংস্কৃতিকে অনুভব করার জন্য আমন্ত্রণ জানান।  


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040