|
যারা চিন বিয়ান সি বড় গিরিখাত এসেছেন, তারা বলেন, এটা 'পাহাড় ও পানির আর্ট গ্যালারী' এবং 'পৃথিবীর স্বর্গ'। এক একটি মেই হুয়া জুয়াং পার হয়ে চিন বিয়ান সি'র এক একটি সুন্দর দৃশ্য সঙ্গে সঙ্গে আসে। পথনির্দেশক আ ছাই বলেন,
(রি-৫)
এটা আমাদের চিন বিয়ান সি ভ্রমণের প্রথম দৃশ্যঃ মু জি ফেং অর্থাত মা ও ছেলে চূড়া। সবাই দেখছেন যে সামনের উপত্যকায় একটি ছোট চূড়া দাঁড়িয়ে আছে। তা দেখতে একজন মোটাসোটা মায়ের কোলে নিজের ছেলে রাখার মতো। আমাদের স্থানীয় মানুষেরা তাকে 'সোং জি কুয়ান ইন' বলে। বিবাহ বা বিয়ের পর অনেক দিন সন্তান না হওয়া মানুষ এখানে শ্রদ্ধা নিবেদন করলে ফিরে যাওয়ার পর নিশ্চয়ই একটি মোটাসোটা ছেলে পাবেন।
একের পর এক উঁচু এবং বিভিন্ন আকারের চূড়ার সামনে পর্যটকরা কল্পনা শক্তির মাধ্যমে প্রকৃতির অদ্ভূত সৃষ্টি অনুভব করতে পারে। পরে চিন বিয়ান সি'র সবচেয়ে বিখ্যাত দর্শনীয় স্থান—চিন বিয়ান ইয়ান বা চিন বিয়ান পাথর আসলাম। চিন বিয়ান সি'র নাম এখান থেকে পাওয়া যায়। পথনির্দেশক আ ছাই বলেন,
(রি-৭)
তুলনামূলকভাবে চিন বিয়ান পাথরের উচ্চতা ৩৪৮ মিটার। তা একটি ১১০ তলা ভবনের মতো। কুয়াংচৌয়ের বিশ্ব বাণিজ্য টাওয়ারের চেয়েও উঁচু।
চিন বিয়ান পাথরের চূড়া দেখতে উপরের দিকে সরু এবং নিচে মোটা। এটা চাং চিয়া চিয়ে'র শুদ্ধ সাদা বালি ও কারস্ট টপগ্র্যাফি'র প্রতিনিধিস্থানীয় বৈশিষ্ট্য। বিপুলহারের সিলিকনডাই-অক্সাইড থাকার কারণে সূর্যাস্তের সময় সূর্যের আলো পাথরের ওপর পড়লে সারা পাহাড় ঝিকমিক করে এবং খুবই উজ্জ্বল হয়। সে সময় তা দেখতে চীনের প্রাচীনকালের অস্ত্র—চিন বিয়ান অর্থাত সোনালী চাবুকের মতো। সুতরাং চিন বিয়ান ইয়ান অর্থাত সোনালী চাবুক পাথরের নামকরণ করা হয়।
চিন বিয়ান সি বড় গিরিখাতে বিভিন্ন আকারের চূড়া ও পাথর দেখে আপনি অসীম কল্পনার মাধ্যমে প্রকৃতির সুন্দর দৃশ্য অনুভব ও উপভোগ করতে পারবেন।
আচ্ছা, এখন আমি চিন বিয়ান সি বড় গিরিখাতে বেড়াতে যাওয়ার জন্য আপনাদেরকে কয়েকটি প্রয়োজনীয় তথ্য জানিয়ে দিচ্ছি।
চিন বিয়ান সি হচ্ছে উ লিং ইউয়ান দর্শনীয় স্থানের সবচেয়ে সুন্দর অঞ্চল। চাং চিয়া চিয়ে বন পার্কের দরজা থেকে প্রবেশ করার পর সামনে ৩শ' মিটার দূরে চিন বিয়ান সি'র প্রবেশদ্বার। গিরিখাতে পায়ে হেটে চলতে হবে। প্রবেশদ্বার থেকে বহির্গমন পর্যন্ত ঝর্ণার দৈর্ঘ্য ৫.৭ কিলোমিটার। অতিক্রম করতে সাধারণত আড়াই ঘন্টার মতো সময় লাগে। সুতরাং ভ্রমণের আগে আপনাদের বৃষ্টিরোধক যন্ত্র এবং একটি ওভার কোট নিলে ভালো, যাতে আবহাওয়ার পরিবর্তন প্রতিরোধ করা যায়।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |