|
আজকের উ লিং ইউয়ান চীনের জাতীয় পর্যায়ের দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। উত্তর-পশ্চিম হুনান প্রদেশের উ লিং ইউয়ান পর্বতমালার মধ্যাংশে অবস্থিত উ লিং ইউয়ান হচ্ছে চাং চিয়া চিয়ে শহরের উ লিং ইউয়ান অঞ্চলের অংশ। স্থানীয় পথনির্দেশক আ ছাই ব্যাখ্যা করে বলেন,
(রি-১)
উ লিং ইউয়ান দর্শনীয় স্থানের মুল আয়তন ২৯৬ বর্গকিলোমিটার। এর প্রধানত ৩টি অংশ রয়েছে: চাং চিয়া চিয়ে জাতীয় বন পার্ক, থিয়ান জি শান প্রাকৃতিক সংরক্ষণ অঞ্চল এবং সুও সি ইয়ু প্রাকৃতিক সংরক্ষণ অঞ্চল। স্বাধীনভাবে ভ্রমণের জন্য বাছাই করলে উ লিং ইউয়ান দর্শনীয় স্থানের সব দৃশ্য দেখতে অর্ধ মাসের মত সময় লাগে।
উ লিং ইউয়ান দর্শনীয় স্থান হচ্ছে বিশ্বে খুবই কম দেখতে পাওয়া বড় ধরনের বিশুদ্ধ সাদা বালি কার্বোনেট ও কারস্ট টপগ্র্যাফি। ১৯৯২ সালের ৭ ডিসেম্বর ইউনেস্কো উ লিং ইউয়ানকে বিশ্ব প্রাকৃতিক উত্তরাধিকার তালিকায় অন্তর্ভূক্ত করে। পথনির্দেশক আ ছাই বলেন,
(রি-২)
সামনে চাং চিয়া চিয়ে জাতীয় বন পার্কের দরজা খুবই কাছে। এটা চীনের প্রথম জাতীয় বন পার্ক। তাকে চীনা প্রথম পার্ক বলে গণ্য করা হয়।
কেউ কেউ '৩ হাজার চূড়া ৮শ' পানি' দিয়ে চাং চিয়া চিয়া জাতীয় বন পার্ককে বর্ণনা করেন। হুয়াং শি জাই, চিন বিয়ান সি বড় গিরিখাত, ইয়াও জি জাই, ইউয়ান চিয়া চিয়ে ও ইয়াং চিয়া চিয়ে-এ ৫টি দর্শনীয় স্থান নিয়ে জাতীয় বন পার্ক গঠিত। আজ আমাদের সংবাদদাতা চিন বিয়ান সি বড় গিরিখাতে যাচ্ছেন। পথনির্দেশক আ ছাই বলেন,
(রি-৩)
চিন বিয়ান সি বড় গিরিখাতে একটি চিন বিয়ান ইয়ান আছে। এটা চাং চিয়া চিয়ে বন পার্কের ৩টি বিশেষ পর্যায়ের দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম। এর পাশে প্রবাহিত ঝর্ণা হচ্ছে চিন বিয়ান সি অর্থাত চিন বিয়ান ঝর্ণা।
'মেই হুয়া জুয়াং'
চাং চিয়া চিয়ের অধিবাসীদের মতে 'দীর্ঘ খরা হলেও ঝর্ণাটি বন্ধ হয় না এবং দীর্ঘ বৃষ্টি হলেও ঝর্ণাটি চির সবুজ থাকে।' ৫.৭ কিলোমিটার দীর্ঘ গিরিখাত চিন বিয়ান ঝর্ণার বরাবর আঁকাবাঁকা। হেটে হেটে সারা পথ অতিক্রম করতে আড়াই ঘন্টা সময় লাগে। পর্যটকদের ক্লান্তি প্রশমনের জন্য স্থানীয় অধিবাসীরা চিন বিয়ান ঝর্ণার তীরে অনেক 'মেই হুয়া জুয়াং' নির্মাণ করে। কুলুকুলু ঝর্ণা এবং পাখির গানের সঙ্গে সঙ্গে ঝর্ণায় জায়ান্ট স্যালামাণ্ডার মাছ নির্বিঘ্নে ঘোরাফেরা করে। লাল, সবুজ ও সাদা বিভিন্ন রঙের নূড়ি পানিতে ঝকমক করে। পথনির্দেশক সিয়াও ছিং সাংবাদদাতাকে জানান, সুন্দর দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে সতর্কতা বজায় রাখতে হবে। কারণ একজাতের পাহাড়ি ছোটো লেজওয়ালা বাঁদর সম্ভবত আপনাদের সাথে সুন্দর একটি অ্যাপয়েন্টমেন্ট করবে। তিনি বলেন,
(রি-৪)
এখানকার বাঁদরকে অনেক মানুষ দেখেছে। তারা ভয় পায় না। বরং মানুষ বাঁদর দেখে ভয় পায়। সত্যি। তারা আপনাদের হাতের জিনিসপত্র ছিনিয়ে নেয়ার জন্য কাড়াকাড়ি করবে।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |