|
থাই আন শহর শানতোং প্রদেশের জিবো, ওয়েইফাং, ইয়ানথাই, ওয়েইহাই ও ছিংতাও -- এ ৫টি শহরে বৃহদাকার পর্যটন প্রচার ও পরিচয় কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিগুলোর উদ্দেশ্য ছিল গুরুত্বপূর্ণভাবে থাইশান ফাংথে বিনোদন বিশ্ব, থাইশান পাহাড় স্বর্গের উদ্দেশ্যে উত্সর্গ মহাউত্সব, বৃহদাকার বহিঃদৃশ্য পরিবেশনাসহ বিভিন্ন নতুন প্রকল্প, নতুন প্যাকেজ এবং 'বিশ্বমেলা পর্যবেক্ষণ -- চীনের একশ শহর থাই আন ভ্রমণ' তত্পরতা তুলে ধরা। ইয়ান থাই পর্যটন ব্যুরোর কর্মচারী ইয়ু পিং বলেন,
(রি-৩)
"আমার মনে হয়, এ সব প্রকল্প কেতাদুরস্ত ভাবব্যঞ্জক শক্তির মাধ্যমে আমাদের পর্যটন পণ্যের জন্য খুবই ভালো ও নতুন বিষয় যোগ করেছে"।
শাংহাই বিশ্বমেলা ভ্রমণকে কেন্দ্র করে থাই আন শহর অব্যাহতভাবে পর্যটন তত্পরতা ব্যবস্থার এবং বিশ্বমেলার নতুন পর্যটন দ্রব্য উন্নয়নের পরিকল্পনা করছে। তাদের থাই শান ফাংথে বিনোদন বিশ্বকে প্রতিনিধি হিসেবে গ্রহণ করে বেশ কিছু উচ্চ পর্যায়ের পর্যটন প্রকল্প পর্যটকদের প্রশংসা কুড়িয়েছে। পাশাপাশি তাদের নতুন ব্যবস্থা করা সাংস্কৃতিক অভিজ্ঞতা, শিক্ষা ভ্রমণ, কৃষি দৃশ্য দর্শন, শিল্প পরিদর্শন, অবসর বিনোদন ও মধুচন্দ্রিমাসহ বিভিন্ন প্রসঙ্গ ভ্রমণ 'নতুন থাই আন, নতুন অভিজ্ঞতা' পর্যটনের নতুন ভাবমুর্তি প্রদর্শনের সঙ্গে সঙ্গে পর্যটকদেরকে সুন্দর স্মৃতিও এনে দিয়েছে। পর্যটকরা উত্তেজনাকর কর্মকাণ্ডে অংশগ্রহণ করার পাশাপাশি বিভিন্ন ধরনের অস্বাভাবিক ঘাসফুলের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এছাড়া 'থাইশান জাতীয় ভৌগোলিক পার্ক ভ্রমণ এবং লাল ভ্রমণ'সহ বিভিন্ন পর্যটন প্যাকেজ থেকে পর্যটকরা ইতিহাসকে জানতে ও গ্রহণ করতে পারবেন।
ইয়ান থাই পরিবহন পর্যটন সংস্থার ম্যানেজার ফেং ইয়ুহাই বলেন,
(রি-৪)
"বহু ভালো দর্শনীয় স্থান আছে এখানে। আগামী পদক্ষেপে আমাদের পর্যটন সংস্থা নিশ্চয়ই উন্নয়ন শক্তি বাড়াবে, যাতে আরো বেশি পর্যটকদের থাই শান পাহাড়ে বেড়াতে আকর্ষণ করা যায় এবং নতুন থাই আন অনুভব করা যায়।"
থাই আন পর্যটন বিভাগের পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের জানুয়ারী থেকে জুন মাস পর্যন্ত সে শহর ১ কোটি ৩৫ লাখ ৫০ হাজার দেশী-বিদেশী পর্যটককে অভ্যর্থনা জানিয়েছে। ফলে পর্যটন ক্ষেত্রের মোট আয় ছিল ১০.৮ বিলিয়ন ইউয়ান। এ অঙ্ক গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪০ শতাংশ বেড়েছে।
আপনাদের শানতোং থাই আন স্বাগত জানায়। প্রকৃতির কোলে নিজেদের মুক্ত করতে, সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে এবং গভীর চীনা সংস্কৃতি জানতে করে আসতে ভুলবনে শানতোং থাই আন।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |