|
||||||||||||||||||||||||||||

২০০৫ সালে হুয়াং কুও শু দর্শনীয় স্থান 'চীনের জাতীয় ভূগোল' বিষয়ক ম্যাগাজিনে 'চীনের শ্রেষ্ঠ জায়গা'র তালিকায়, পিপলস ডেইলি পত্রিকার 'চীনের দর্শনীয় স্থানের পর্যটকদের ১০টি পছন্দের' তালিকায় এবং 'ইউরোপীয় পর্যটকদের জন্য চীনের ১০টি সবচেয়ে ভালোলাগা দৃশ্যাবলী'র তালিকায় অন্তর্ভূক্ত হয়েছে। ২০০৭ সালের মার্চ মাসে চীনের জাতীয় পর্যটন ব্যুরো হুয়াং কুও শু দর্শনীয় স্থানকে চীনের প্রথম দফা ৫-এ পর্যায়ের দর্শনীয় স্থান হিসেবে নির্বাচন করেছে। বর্তমানে হুয়াং কুও শু দর্শনীয় স্থান তার বৈশিষ্ট্যময় সুন্দর দৃশ্যের মধ্য দিয়ে বিশ্বের বিভিন্ন এলাকার পর্যটককে আকর্ষণ করছে।
শান সি প্রদেশের পর্যটক কুও হুয়াং কুও শু'ও প্রাকৃতিক পরিবেশের প্রশংসায় পঞ্চ মুখ। তিনি বলেন,

(রি-৬)
এখানকার পরিবেশ সংরক্ষণের কাজ খুবই ভালো। দৃশ্যও সুন্দর, তরতাজা বাতাস এবং মানুষজনও খুব ভালো।
হুয়াং কুও শু দর্শনীয় স্থান কুই চৌ প্রদেশের সবচেয়ে বিখ্যাত পর্যটন স্থানটি প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ক্ষেত্রে সাফল্যের ধারা অব্যাহত রাখায় সারা প্রদেশের প্রকৃতি সংরক্ষণের সংক্ষিপ্ত চিত্র হিসেবে ধরা হয়। কুইচৌ প্রদেশের পর্যটন ব্যুরোর মহাপরিচালক ফু ইং ছুন পর্যটনের উন্নয়ন সম্পর্কে বলেন,

(রি-৭)
পর্যটন একটি জায়গার অর্থনীতি জোরদার করার পাশাপাশি সেখানকার জনসাধারণের কল্যাণ সৃষ্টি করে। পর্যটন হচ্ছে একটি জায়গার পাহাড় ও পানিসহ পরিবেশ সংরক্ষণের পাশাপাশি সাংস্কৃতিক উত্তরাধিকার। এটা আমাদের লক্ষ্য বাস্তবায়নের সুত্রপাত। এখন আমরা এ দিকে যাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি।
সুন্দর প্রাকৃতিক দৃশ্য ও সুস্থ প্রাকৃতিক ব্যবস্থা হচ্ছে দর্শনীয় স্থান পর্যটকদের আকর্ষণের শক্তির উত্স। পর্যটন শিল্পের উন্নয়ন পরিবেশ সংরক্ষণ ছাড়া চলবে না। হুয়াং কুও শু দর্শনীয় স্থানের পর্যটন উন্নয়নের অবস্থা থেকে আমরা দেখেছি, চীনের পর্যটন শিল্প ক্রমে ক্রমে আদিকালের স্হুল ব্যবস্থাপনার রূপ থেকে পরিবেশ সংরক্ষণ ও পর্যটন শিল্পের সঙ্গে সংযুক্ত করতে শুরু করার পাশাপাশি একটি নতুন যুগে প্রবেশ করেছে।

নগরের আড়ম্বরপূর্ণ ও ব্যস্ততা দূর করে হুয়াং কুও শু-এ আসা, সবুজ পাহাড় ও গাছগুলোর মধ্যে বেড়াতে যাওয়া, ঝরণা বা জলপ্রপাতের পাশ দিয়ে হেঁটে চলা এবং প্রকৃতি ও সুস্থ মনোভাবের প্রত্যাবর্তন অনুভব করা আড়ম্বরপূর্ণ শহরে থাকা আধুনিক মানুষের জন্য কত আরামের ব্যাপার তা বলার নয়।
(রি-৮)
'দূরের বন্ধুরা পাহাড়ে আসুন, প্রতিটি পাহাড়ি ফুল আপনার জন্যই ফুটে রয়েছে। আহা, বিশিষ্ট অতিথিরা না আসলে তো, ফুল ফুটবে না।

এখন আমি হুয়াং কুওশু'তে বেড়াতে যাওয়ার জন্য আপনাদেরকে কয়েকটি টিপস দিচ্ছি। আসলে চার ঋতুতে হুয়াং কুওশুতে বেড়ানো যুক্তিযুক্ত। কিন্তু শরত ও গ্রীষ্মকালের বৃষ্টি পড়ার সময় সেখানকার দৃশ্য সবচেয়ে সমারোহময়। সে সময় হুয়াং কুওশু জলপ্রপাতের উচ্চতা ৬৭ মিটার এবং উপরের চওড়া ৮৪ মিটার। যা সারা বছরের সর্বোচ্চ রেকর্ড সৃষ্টি করে। ১ মার্চ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত হুয়াং কুওশু জলপ্রপাতের ব্যস্ত সময় চলাকালে টিকিটের দাম ১৮০ ইউয়ান। বাকী সময় ১৬০ ইউয়ান। এছাড়া কুইচৌ সিগারেট কারখানার উত্পাদিত হুয়াং কুওশু সিগারেট সেখানকার বিশেষ একটি পণ্য। মিয়াও জাতি অধ্যূষিত এলাকায় অবস্থিত হওয়ার কারণে সেখানকার বাটিক ও সূচিকর্মও খুবই বিখ্যাত।


| © China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |