|
(রি-১)
চীনের প্রথম বড় জলপ্রপাত হিসেবে হুয়াং কুও শু জলপ্রপাতের আশেপাশে সবসময় দেখতে পাওয়া স্থানীয় এক ধরনের বৃক্ষ 'হুয়াং কুও শু' থেকেই এর নামকরণ করা হয়েছে। অন্য জলপ্রপাতের দৃশ্যের চেয়ে পর্যটকরা উপরে, নিচে, বামে, ডানে, সামনে ও পেছনে এই ৬টি দিক থেকেই হুয়াং কুও শু জলপ্রপাতের সবসময় পরিবর্তিত দৃশ্য পর্যবেক্ষণ করতে পারেন। ঠিক এই অদ্বিতীয় বৈশিষ্ট্যের কারণেই তাকে বিশ্বের বিখ্যাত জলপ্রপাতগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর ও চোখ ধাধানো জলপ্রপাত বলে পরিচিত।
হুয়াং কুও শু জলপ্রপাতকে কেন্দ্র করে এখানে বিভিন্ন আকারের ১৮টি বড় ও ছোট জলপ্রপাত রয়েছে। ফলে এ স্থানটি একটি বিরাট জলপ্রপাতের 'পরিবারে' পরিণত হয়েছে। এর সমন্বিত নাম হলো '৯ ধরনের ১৮ জলপ্রপাত'। গ্রেট ওয়াল্ড গিনিস সদর দপ্তর সুন্দর এ দৃশ্যকে বিশ্বের বৃহত্তম জলপ্রপাত গ্রুপের একটি হিসেবে বাছাই করার পাশাপাশি বিশ্ব গিনিস রেকর্ডে অন্তর্ভূক্ত করেছে। স্থানীয় বু ই জাতির পথনির্দেশক ওয়েই ফাং বলেন,
(রি-২)
হুয়াং কুও শু জলপ্রপাত শুধু একটি একক জলপ্রপাত তা নয়। বরং এটি একটি বিরাট জলপ্রপাত গ্রুপ। এর নিকটবর্তী ২০ কিলোমিটারের মধ্যে আরো নানা রকম অনেক ছোট ছোট আকারের জলপ্রপাত রয়েছে। হুয়াং কুও শু জলপ্রপাতটি খুবই দৃষ্টি নন্দন! এটি ১০১ মিটার চওড়া এবং ৭৭.৮ মিটার উঁচু। সারা বছরের চার ঋতুতেই এতে পানির পতন ধারা অব্যাহত থাকে। দেখার সময় তার পারিপার্শিক অবস্থা পরিবর্তনের মাধ্যমে সবার কাছে তার ভিন্ন দৃশ্য ও আকর্ষণশক্তি ফুটিয়ে তুলে।
হুয়াং কুও শু দর্শনীয় স্থানে সারি সারি নীল পাহাড়, সবুজ পানি, ঘন বাঁশ ও বিষ্ময়কর সব পাথর দাঁড়িয়ে রয়েছে। নদীর স্বচ্ছ পানি মাঝে মাঝে পাহাড়গুলোর ভেতর দিয়ে বয়ে যায়। মাঝে মাঝে তা ভূমির নিচের প্রান্ত ছুঁয়ে যায়। এরফলে এক একটি ভূগর্ভস্থ নদীর সৃষ্টি হয়েছে। সবুজ পানি ও নীল আকাশে মেঘের ভেলা, সবুজ গাছ ও পাহাড়ের মধ্য দিয়ে চলতে গিয়ে 'প্রাকৃতিক অক্সিজেন'-এর নির্মল হাওয়ায় শ্বাস-প্রশ্বাস নেয়ায় মানুষজন অনেক আরাম বোধ করে। স্থানীয় পথনির্দেশক বলেন,
(রি-৩)
জলপ্রপাতের কাছে যাওয়ার সময় জলপ্রপাতের উদ্ভিদ ঋণাত্মক অক্সিজেন ও আয়রনের পরিমাণ খুবই বেশি। প্রতি বর্গসেন্টিমিটারে ২৮ হাজার ঋনাত্মক অক্সিজেন আয়নেরও বেশি। এটা হচ্ছে 'ফূসফূস ধোয়া'র শ্রেষ্ঠ জায়গা। সবাই এখানে এসে গভীরভাবে শ্বাস-নিশ্বাস নিতে পারেন এবং ফূসফূস ধোয়ার অনুভূতি অনুভব করতে পারেন।
(রি-৪)
হুয়াং কুও শু অঞ্চলে মিয়াও জাতি ও বু ই জাতিসহ বেশ কয়েকটি সংখ্যালঘু জাতি রয়েছে। যখন আপনি সবুজ পাহাড় ও নদীর পারে হেঁটে বেড়াতে যাবেন, তখন আপনার কানে মিয়াও জাতির মেয়েদের সুরেলা ও হৃদয়গ্রাহী গানের শব্দ ভেসে আসবে। পানির কল কল ছল ছল শব্দ এবং পাহাড়ি পাখির গানের সঙ্গে যেন প্রকৃতির সিম্ফোনিও মিশে গেছে।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |