|
গ্রীষ্মকালে ছুইইউয়ানফেংহো
পশ্চিম হ্রদের বরাবর শতাধিক বৈশিষ্ট্যময় দর্শনীয় স্থান রয়েছে। এর মধ্যে 'পশ্চিম হ্রদের দশটি দৃশ্য' সবচেয়ে বিখ্যাত। পশ্চিম হ্রদের ভ্রমণ তরীর তরুণী পথনির্দেশক ইয়াও সিয়াওছিয়ান বিদেশী বন্ধুদের বলেন, 'পশ্চিম হ্রদের দশটি দৃশ্যকে' মনে রাখা খুবই সহজ। তিনি বলেন,
(রি-৪)
"বসন্ত, গ্রীষ্ম, শরত্ ও শীতকালের প্রত্যেকের একটা নিজস্ব বিশেষ দৃশ্য আছে। অন্য ৬টি দর্শনীয় স্থান পৃথকভাবে কাছ থেকে দেখা, দূর থেকে দেখা, কাছ থেকে শোনা, দূর থেকে শোনা, দিনে দেখা ও সন্ধ্যায় দেখা। প্রথমে বসন্তকালে সুতিছুনসিয়াও, গ্রীষ্মকালে ছুইইউয়ানফেংহো, শরত্কালে পিংহুছিউইউয়ে ও শীত্কালে তুয়ানছুয়াওছানস্যুয়ে।"
শরত্কালে পিংহুছিউইউয়ে
ইয়াওর ব্যাখ্যা থেকে জানা যায়, পশ্চিম হ্রদের সৌন্দর্য্য বছরে চার ঋতুতে চার রকম। আপনি যে কোন সময় আসুক না কেন, পশ্চিম হ্রদের ভিন্ন সৌন্দর্য্য উপলব্ধি করতে পারবেন। পাব্লো সেবাস্তিয়ান মরালেস পশ্চিম হ্রদের পাশে ৩ বছর ছিলেন। তার কাছে পশ্চিম হ্রদ খুবই পরিচিত। তাহলে তিনি কিভাবে বন্ধুদেরকে পশ্চিম হ্রদ সম্পর্কে ব্যাখ্যা করেন? তিনি বলেন,
(রি-৫)
"পশ্চিম হ্রদ হাংচৌয়ের যেমন একটি প্রতীক পাশাপাশি তা চীনের ও চীনের বৈশিষ্ট্যময় দৃশ্যেরও প্রতীক। সুদীর্ঘ ইতিহাস, রহস্যময় কাহিনী, সৌন্দর্যময় স্থাপত্য ও প্রাচীন চীনের প্রকল্প প্রযুক্তি। অভাবনীয়।"
শীত্কালে তুয়ানছুয়াওছানস্যুয়ে
পশ্চিম হ্রদের পর্যটক আকর্ষণের পাশাপাশি তার সম্পর্কে রয়েছে অনেক সুন্দর কিংবদন্তী ও অসংখ্য বিখ্যাত মানুষের গল্প। রুশ বিভাগের সংবাদদাতা কুতুয়েভ সের্গেই পথনির্দেশকের কাছে পশ্চিম হ্রদ সম্পর্কে বিভিন্ন গল্প শুনতে চান। তার হৃদয়ে এখনও কিছুটা উপলব্ধি রয়েছে। তিনি বলেন,
(রি-৬)
"পশ্চিম হ্রদ সম্পর্কে আমি অনেক গল্প শুনেছি। যেমন সাদা সাপের গল্প এবং অনেক বিখ্যাত ঐতিহাসিক ব্যক্তিত্বের পশ্চিম হ্রদের সঙ্গে জড়িয়ে থাকা গল্প। যেমন বিখ্যাত দেশপ্রেমিক ইউয়ে ফেইর গল্প।"
পশ্চিম হ্রদের চার দিকে অনেক পুরাকীর্তি নিদর্শন ও সাংস্কৃতিক ধ্বংসাবশেষ রয়েছে। ২০০২ সাল থেকে হাংচৌ শহর পশ্চিম হ্রদের বহুমুখী সংরক্ষণ প্রকল্প চালু করে। এ প্রকল্পের আওতায় দেড়শ'রও বেশি ঐতিহাসিক ও সাংস্কৃতিক দর্শনীয় স্থান পুনর্গঠন ও মেরামত হয়েছে। হ্রদ ঘিরে থাকা পার্কের দৃশ্য ও জাদুঘর বিনা খরচে দেখার জন্য উন্মুক্ত করে দেয়া হয়। নতুন করে পশ্চিম হ্রদের আয়তন সম্প্রসারণ করা হয়েছে। পূর্ণাঙ্গ সংরক্ষণ প্রাকৃতিক পরিবেশ পুনরুদ্ধার করছে। আরবী বিভাগের আনোয়ার আহমেদ আব্দো সৈয়দ খুবই উত্ফুল্লতার সাথে বলেন,
(রি-৭)
"অনুভূতি অবশ্যই ভিন্ন। আজ আমি আবিষ্কার করেছি যে, পশ্চিম হ্রদের আয়তন বিশাল। আমি অনেক রকম পাখি দেখেছি। আগে শুনেছি পশ্চিম হ্রদে বিভিন্ন রকমের পাখি আছে। আজ আমি প্রথমবারের মত তা দেখতে পেয়েছি।"
জার্মান বিভাগের উলফগাং কুন পর্যটকদের প্রস্তাব দেন যে, পশ্চিম হ্রদ ভ্রমণ করলে অবশ্যই নৌকায় চড়তে হবে। তিনি বলেন,
(রি-৯)
"যদি কেউ পশ্চিম হ্রদ ভ্রমণ করেন, তবে তা নৌকায় করা উচিত্। আমার মনে যা গভীরতম ছাপ ফেলেছে তা হলো পশ্চিম হ্রদের এক দিকে আধুনিক শহর, আর অন্য দিকে সুন্দর প্রাকৃতিক দৃশ্য।"
চীনাদের আরেকটি প্রবাদবাক্য আছে। তা হলো 'দর্শন হলো বিশ্বাসের ভিত্তি'। আপনারা সিআরআই সংবাদদাতাদের অনুভূতি জানার পর যদি চীনে বেড়াতে আসেন, তাহলে কেন নিজেই হাংচৌয়ে এসে পশ্চিম হ্রদের সৌন্দর্য্য উপভোগ করবেন না।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |