|
পশ্চিম হ্রদ জেচিয়াং প্রদেশের রাজধানী হাংচৌ শহরের কেন্দ্রে অবস্থিত। চীনের একটি প্রবাদবাক্য আছে, যেটা সবাই জানেন। তা হলো 'উপরে আছে স্বর্গ আর নিচে আছে সুচৌ ও হাংচৌ'। এ প্রবাদের অর্থ পশ্চিম হ্রদের সৌন্দর্য স্বর্গের সঙ্গে তুলনীয়। ১৩ শতাব্দীতে ইউরোপের বিখ্যাত পর্যটক মার্কো পোলো হাংচৌয়ে এসেছিলেন। তিনি বিস্তারিতভাবে পর্যটকদের পশ্চিম হ্রদে বেড়ানোর দৃশ্য রেকর্ড করেন। আজ অনেক বিদেশী হাংচৌ পশ্চিম হ্রদে বেড়াতে চান। ব্রিটিশ অ্যাড্রিয়ান মার্ক গ্রিফিথস সিআরআইর দেশী-বিদেশী সংবাদদাতা দলের মধ্যে একজন। তিনি তার সহকর্মীদের সঙ্গে চীনের ঐতিহ্যবাহী কাঠের নৌকায় করে পশ্চিম হ্রদ ভ্রমণ করেন। তিনি বলেন,
(রি-১)
"আমার একজন বন্ধু হাংচৌয়ে থাকেন। তিনি আমাকে বললেন, হাংচৌয়ে আসতে হবে। ২০০৮ সালে আমি চীনে আসার পর সবসময় হাংচৌয়ে আসতে চেয়েছি। আজ আমি এসেছি। খুবই ভালো লাগছে। হাংচৌ সত্যিই সুন্দর।"
পশ্চিম হ্রদের আয়তন ৬.৫ বর্গকিলোমিটার। হ্রদের পানির চার দিক ঘিরে রয়েছে সবুজ গাছ। এর মধ্যে দাঁড়িয়ে রয়েছে প্রাচীন টাওয়ার ও লাল ভবন। বর্ণাঢ্য রঙে সাজানো প্রমোদ তরী ধীরে ধীরে হ্রদের পানির উপর স্থির হয়। হ্রদ ও পাহাড়ের দৃশ্য কবিতা ও ছবির মতো সুন্দর। সিআরআইর রুশ বিভাগের ৪৯ বছর বয়সী সংবাদদাতা কুতুয়েভ সের্গেই মনে করেন, এরকম পাহাড় ঘেরা হ্রদ অত্যন্ত সুন্দর। তিনি বলেন,
(রি-২)
"এখানকার দৃশ্য সত্যিই সুন্দর। রাশিয়ার বেশিরভাগ হ্রদ হচ্ছে উত্তরাঞ্চলে। তাই সেগুলো অন্যরকম। পশ্চিম হ্রদের চার দিকে অনেক পাহাড়। কিন্তু রাশিয়ার অনেক হ্রদ সমভূমিতে। পশ্চিম হ্রদের দৃশ্য খুবই সুন্দর। কারণ হ্রদ ও পাহাড় এক সাথে থাকে। চমত্কার।"
বসন্তকালে সুতিছুনসিয়াও
চীনের প্রাচীনকালের পরিমার্জিত সুপণ্ডিতরা কবিতা লিখতে ও ছবি আঁকতে পছন্দ করতেন। পশ্চিম হ্রদের সুন্দর দৃশ্য তাদের সৃষ্টির অপরিসীম উত্স। আর্জেনটিনার পাব্লো সেবাস্তিয়ান মরালেস সিআরআইয়ে চাকরি করার জন্য সবেমাত্র পেইচিংয়ে এসেছেন। এর আগে তিনি জেচিয়াং বিশ্ববিদ্যালয়ে ৩ বছর লেখাপড়া করেছেন এবং অসংখ্য বার পশ্চিম হ্রদ ভ্রমণ করেছেন। এবার পশ্চিম হ্রদে বেড়ানোতে তার অনুভূতি কি অভিন্ন? তিনি জবাব দিয়েছেন এ প্রশ্নের,
(রি-৩)
"যদিও আমি এখানে ৩ বছর ছিলাম, তবুও এই প্রথমবারের মত আমি নৌকায় বসে দৃশ্য দেখি। আগে আমি বাইরে থেকে পশ্চিম হ্রদকে দেখেছি। এখন পশ্চিম হ্রদে হাংচৌকে দেখি। তাই আমি মনে করি এখানকার দৃশ্য অত্যন্ত সুন্দর। আগে পশ্চিম হ্রদের প্রতি আমার অনুভূতি অর্ধেক ছিল। এখন তা সম্পূর্ণ হয়েছে।"
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |