Web bengali.cri.cn   
আকর্ষণীয় ইয়ানবিয়ান
  2010-08-10 15:44:09  cri

 

    উত্তর-পূর্ব চীনের চিলিন প্রদেশের ইয়ানবিয়ান কোরীয় জাতি স্বায়ত্তশাসিত বিভাগ চীন, উত্তর কোরিয়া ও রাশিয়ার সীমান্ত এলাকায় অবস্থিত। এটিকে 'উত্তর-পূর্ব এশিয়ার গোল্ডেন ট্রায়াংগল' নামে গণ্য করা হয়। এখানে অদ্ভূত ও বিরোচিত ছাংবাই পাহাড়ের দৃশ্য, জাকালো কোরীয় জাতির লোক রীতিনীতি এবং সুদীর্ঘ ও রহস্যময় সীমান্ত দৃশ্য রয়েছে। শীতকালে ইয়ানবিয়ানের বরফ ও তুষার আকর্ষণীয় শক্তি সৃষ্টি করে। আজকের অনুষ্ঠানে আমি আপনাদের চিলিন প্রদেশের ইয়ানবিয়ান বিভাগে নিয়ে যাবো। আমরা এক সাথে সেখানকার দৃশ্য উপভোগ করব।

    ইয়ানবিয়ানে রয়েছে চীনের ১০টি বিখ্যাত পাহাড়ের মধ্যে অন্যতম ছাংবাই পাহাড়। এটি হচ্ছে চীনের জাতীয় ৫-এ পর্যায়ের দর্শনীয় স্থান। এখানকার অগ্নিগিরি মুখের থিয়ানছি হ্রদ, সমৃদ্ধ প্রাণী ও বৃক্ষ সম্পদ এবং সমারোহময় বরফ-তুষারের দৃশ্য বিশ্ববিখ্যাত। ছাংবাই পাহাড় প্রশাসন কমিটির সংস্কৃতি সম্প্রচার কেন্দ্রের স্যুই হাওরান ব্যাখ্যা করে বলেন,  

    "ছাংবাই পাহাড় চীনের জীবন্ত তিনটি অগ্নিগিরির মধ্যে অন্যতম। এর প্রধান চূড়া সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৬শ' ৯১ মিটার ঊঁচু এবং এটা উত্তর-পূর্ব চীনের সর্বোচ্চ চূড়া। ছাংবাই পাহাড় হচ্ছে উত্তর-পূর্ব চীনের বিভিন্ন জাতির মানুষের বংশ পরম্পরায় বসবাস করার স্থান এবং মান জাতির উত্পত্তিস্থান। ছিং রাজবংশের সময়পর্বে এটাকে তীর্থ স্থান হিসেবে গণ্য করা হতো।

    শীতকালে ছাংবাই পাহাড় থেকে অন্য ধরনের মাধুর্য ছড়িয়ে পড়ে। স্বচ্ছ সাদা তুষার, নীল আকাশ, পরিস্কার সুর্যের আলো অসংখ্য পর্যটককে আকর্ষণ করে। আগে পর্যটকরা মনে করতেন, শীতকালে ব্যাপক তুষারপাতের কারণে ছাংবাই পাহাড়ে প্রবেশ অসাধ্য এবং তুষার দৃশ্য উপভোগ করা এক ধরনের বিলাসী ইচ্ছা। কিন্তু এখন ছাংবাই পাহাড়ের পর্যটন স্থাপনা দিন দিন পূর্ণাঙ্গ হওয়ার সঙ্গে সঙ্গে শীতকালে ছাংবাই পাহাড় ভ্রমণও সম্ভব হচ্ছে। এখানে পর্যটকরা বরফ ও তুষারের আকর্ষণীয় দিক উপভোগ করতে পারেন।

    ছাংবাই পাহাড়ে আসলে থিয়ান ছি হ্রদে যেতে হবে নিশ্চয়ই। এ পাহাড়ের প্রধান চূড়া অগ্নিগিরির মুখে অবস্থিত থিয়ানছি হ্রদ হচ্ছে চীনের বৃহত্তম অগ্নিগিরি মুখের হ্রদ এবং সমুদ্র সমতল থেকে সবচেয়ে উঁচু অগ্নিগিরি হ্রদ। থিয়ানছি হ্রদের চারদিকে সারি সারি গাছ দাঁড়িয়ে আছে। হ্রদের পানি সবুজ ও স্বচ্ছ। এটা হচ্ছে সোংহুয়া নদী, থুমেন নদী ও ইয়ালু নদীর উত্স এবং চীন ও উত্তর কোরিয়ার সীমান্ত হ্রদ। এটি সুন্দর একটি সবুজ পান্নার মত বিরোচিত ছাংবাই পাহাড়ের চূড়ায় অবস্থান করছে। স্যুই হাওরান বলেন, থিয়ানছি হ্রদের উত্স সম্পর্কে একটি সুন্দর কিংবদন্তী আছে। তিনি বলেন,

    "জানা গেছে, স্বর্গের সম্রাজ্ঞীর দুটি সুন্দর মেয়ে ছিল। দু'জনেরই চেহারা প্রায় একই। কে বেশি সুন্দর কেউ বিচার করতে পারত না। একবারের পিচ মহাসম্মেলনে থাই বাই চিন সিং নামে একজন দেবতা সম্রাজ্ঞীকে একটি অদ্ভূত পান্না আয়না উপহার হিসেবে দেন যা দু' মেয়ের মধ্যে কে বেশি সুন্দর তা বিচার করতে পারবে। পান্না আয়না জানায়, ছোট বোন বড় বোনের চেয়ে সুন্দর। আরে এতে রাগ করে বড় বোন পান্না আয়নাটিকে পৃথিবীতে ছুঁড়ে মারে। সে আয়নাটি ছাংবাই পাহাড়ে পড়ে সুন্দর থিয়ানছি হ্রদে পরিণত হয়ে।"

    থিয়ানছি হ্রদ সম্পর্কে আরো অনেক সুন্দর কিংবদন্তী আছে। মান জাতির জন্মস্থান এখানেই। কোরীয় জাতি এটিকে তীর্থ পাহাড় ও হ্রদ হিসেবে দেখে। কিন্তু থিয়ানছি হ্রদ যেখানে অবস্থিত সেখানে সারা বছরই মেঘ ও কুয়াশা থাকে এবং আবহাওয়া সবসময় পরিবর্তত হয়। পর্যটকরা থিয়ানছি হ্রদের সত্যিকার চেহারা দেখতে চাইলে তা তাদের জন্য সহজ ব্যাপার না। এসব কারণ থিয়ানছি হ্রদের রহস্যময়তা বাড়ানোর পাশাপাশি আরো বেশি পর্যটককে এ রহস্য অনুসন্ধানে আকর্ষণ করে।


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040