Web bengali.cri.cn   
কিউবা প্যাভিলিয়ন
  2010-07-27 19:19:16  cri
    শাংহাই বিশ্বমেলা পুতোং পার্কের ৭ নম্বর দরজা দিয়ে পার্কে প্রবেশ করার পর বাম দিকে গেলে সেখান থেকে কিউবা প্যাভিলিয়ন খুব দূরে নয়। এক দিক থেকে দেখলে তা লাল রঙের - ঠিক যেন কিউবার মানুষের আগুন-তেজ। অন্য দিক থেকে দেখলে তা আবারো নীল রঙের। ক্যারিবীয় সমুদ্রের ঢেউয়ের মত। লাল ও নীল কিউবার জাতীয় পতাকার প্রধান রঙ। তা পুরোপুরিভাবে সে ক্যারিবীয় দ্বীপ রাষ্ট্রের বৈশিষ্ট্যের প্রতিনিধিত্ব করতে পারে। যদিও কিউবা প্যাভিলিয়নের বাইরের চেহারা গুদামের মত সাধারণ এবং উচ্চ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত বিষয় সেখানে নেই, তবুও গভীর সে লাল ও নীল রঙের মত তার অন্য রকম ক্যারিবীয় স্টাইল এবং চুরুট, কফি ও রাম মদের মত চীনাদের প্রতি গভীর মৈত্রী দর্শকদের বিমোহিত করছে।

    জানা গেছে, কিউবার ইয়াং পাইওনিয়ার দলের সদস্যদের গলাবন্ধও লাল ও নীল দু'রকম। এখান থেকে এ দুটি রঙের প্রতি কিউবানদের ভালবাসা দেখা যায়। চিয়াংসু প্রদেশের মাদাম নি কিউবা প্যাভিলিয়ন পরিদর্শনে আসেন কেবলমাত্র তার রঙের কারণে। তিনি বলেন,

    "আমার মনে হয় নীল রঙ খুব সুন্দর। কিউবার সাধারণ অবস্থা সম্পর্কে আমি কিছু জানি। কিন্তু পুরোপুরি স্পষ্ট নয় আমার কাছে। তাই আমি এখানে এসেছি।"

    প্যাভিলিয়নে প্রবেশ করার পর তীব্র ক্যারিবীয় আমেজ ভেসে আসে।

    প্রাণশক্তিতে ভরপুর কিউবান সঙ্গীত বা কিউবান কর্মীদের হাসিমুখ কিংবা সারা দেয়ালে রাজধানী হাভানার বুলওয়ার্ক সড়কের বিরাট ছবি দর্শকদের হাভানার পুরনো পাড়া এলাকায় বাস করার মতো অভিজ্ঞতা দেবে।

মিরিয়াম মার্টিনিজ

    কিউবা প্যাভিলিয়নের প্রধান মাদাম মিরিয়াম মার্টিনিজ পাড়া এলাকার নিকটবর্তী একজন আন্টির মত। তিনি বলেন, কিউবা প্যাভিলিয়ন মিনি-শহরের মত। তা হাভানার প্রতিনিধিত্ব করার পাশাপাশি সারা কিউবা'র সকল শহরের সূচী। তাকে 'শহর কিউবা' বলে গণ্য করা যায়। তিনি বলেন,

    "আমাদের ধারণা হচ্ছে কিউবার মানুষের সৌন্দর্যের মানদণ্ড ও গত ১৯ শতাব্দী পর্যন্ত স্থাপত্যের ঐতিহ্য অনুযায়ী কিউবার শহর উন্নয়নকে প্রতিনিধিত্ব করা 'শহর কিউবা' সৃষ্টি করা হয়েছে। সত্যিকার শহরের মত আমাদের কিউবা প্যাভিলিয়নে রয়েছে কিউবার বিশিষ্ট পণ্য রাম মদ পরিবেশনকারী বার, একটি বিশুদ্ধ কিউবা চুরুটের দোকান এবং সবচেয়ে প্রতিনিধিস্থানীয় কিউবা সঙ্গীত। আমাদের প্রতিপাদ্য হলো 'শহর প্রত্যেকের'। এখানে লিংগ, বয়স, জাতীয়তা ও বর্ণ যা-ই হোক না কেন, আপনারা সম্মানজনকভাবে বৈশিষ্ট্যময় কিউবা শহরের আমেজ উপভোগ করতে পারবেন।"

    এখানে সান্টিয়াগোর কাঠের অলিন্দ, ত্রিনিদাদের টুকরো পাথরের পথ, সান্তা ক্লারার পর্দা......যদিও স্টাইল ভিন্ন, তবুও সম্প্রীতিময় করে সেগুলোর সংমিশ্রণ ঘটানো হয়েছে। পর্যটকরা এতে ধীরে ধীরে কিউবার শহরের সৌন্দর্য্য উপভোগ করতে পারেন।


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040