Web bengali.cri.cn   
কিউবা প্যাভিলিয়ন
  2010-07-27 19:19:16  cri

    কিন্তু চীনা পর্যটকদের মধ্যে যারা কিউবা যাননি, তাদের জন্য কিউবাকে উপলব্ধি করার শ্রেষ্ঠ উপায় হচ্ছে তার স্বাদ গ্রহণ করা। কিউবার তীব্র সুর্যের আলো এবং ক্যারিবীয় সমুদ্রের জলবাষ্প সে দ্বীপ রাষ্ট্রকে বিশেষ পণ্য উপহার দিয়েছে। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে হাভানা চুরুট, আখ ও কফি। কিউবা প্যাভিলিয়নের দরজা দিয়ে প্রবেশ করার পর ডান দিকে রয়েছে 'হাভানা ঘর'। এটা কিউবার চুরুটের দোকান। এখানে রয়েছে কিউবার বিভিন্ন ব্র্যান্ড ও বিভিন্ন ধরনের চুরুটের সংগ্রহ। এখানে খুঁজে পাওয়া যাবে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী উইন্সটন চার্চিলের কখনও না ছাড়া 'রোমিও ও জুলিয়েট' ব্র্যান্ডের চুরুট। এছাড়া কিউবার নেতা ফিদেল ক্যাস্টোর প্রিয় 'কোহিবা' ব্র্যান্ডের চুরুটও দেখা যায় এখানে।

    অবশ্য কিউবার চুরুটের দাম কম নয়। তাছাড়া অধিকাংশ দর্শক ধূমপায়ীও নয়। তাহলে কি করা? প্যাভিলিয়নের ছোট বারে কিউবান বারটেন্টার রাম মদ দিয়ে তৈরি ককটেলের স্বাদ নেন। রাম মদ হচ্ছে কিউবার অনন্য বৈশিষ্টসমৃদ্ধ আখ দিয়ে বানানো পানীয়। এর স্বাদ বৈশিষ্ট্যময়। সারা বছরই কিউবার তাপমাত্রা বেশি থাকে। সেকারণে কিউবার মানুষ গ্রীষ্মকালীন তাপমাত্রায় স্বস্তি পাওয়ার জন্য কয়েক রকমের ককটেল আবিস্কার করেছে। এসব ককটেল তীব্র সুর্যের আলোয় বিশ্বমেলা পরিদর্শনকারী পর্যটকদের জন্য কিছুটা স্বস্তি এনে দেবে। তাইওয়ানের ছেন কিউবার রাম ককটেল খুবই পছন্দ করেন। তিনি বলেন,

    "এ বার খারাপ না এবং বৈশিষ্ট্যময়। বারের পরিবেশক আমাকে ব্যাখ্যা করেছেন যে, এটা তাদের বৈশিষ্ট্যপূর্ণ এক রকম ককটেল। খেতে অন্য রকম। কিছু লেবু ও সুগন্ধি পাতা দেয়া হয়। এর স্বাদ বিশিষ্ট। এরকম স্বাদ আমি আগে কখনো পাইনি।"

    আপনি যদি মদ খেতে না পারেন, তাহলে কিউবার নতুন আবিস্কৃত টাটকা গ্রাউন্ড কফির স্বাদ নিতে পারেন। কিউবান বন্ধুরা আপনাদের পছন্দ অনুসারে ঠাণ্ডা বা গরম, ঘন বা হালকা কিউবা কফি বানিয়ে দেবেন।

    কিউবার মানুষের মনোযোগ কিউবা প্যাভিলিয়নের বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিফলিত হয়। কিউবা প্যাভিলিয়নের প্রধান মিরিয়াম মার্টিনেজ বলেন, উদ্দমী কিউবানরা ঊষ্ণতম লাতিন ছন্দের মধ্য দিয়ে প্রত্যেক দর্শককে বিমোহিত করবেন এবং তাদেরকে আনন্দ দেবেন। তিনি বলেন,

    "২৬ জুলাই কিউবা প্যাভিলিয়ন দিবস এবং আমাদের জাতীয় দিবস। সে দিন আমরা সবার জন্য একটি উচ্চ মানের সঙ্গীত পরিবেশন করব। জুন মাসের শেষের দিক থেকে প্যাভিলিয়ন দিবস পর্যন্ত আমাদের কিউবার আরেকটি বিখ্যাত মনকাদা নামের বাদক দল এখানে পরিবেশনা করছে। তারা বিশ্ব সাংস্কৃতিক কেন্দ্রে পরিবেশনার পাশাপাশি আমাদের প্যাভিলিয়ন দিবস কার্যক্রমে অংশ নেবেন। চলতি বছরের ২৮ সেপ্টেম্বর হবে কিউবা ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী। সে সময় আমরা উদযাপনী অনুষ্ঠানের আয়োজন করবো। এসব কিউবাকে উপলব্ধি করার ভালো সুযোগ।"  


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040