|
'শহরের দূষণমুক্ত আইন' কার্যকর করার প্রক্রিয়ায় কিছু সন্দেহের সৃষ্টি হয়। সাও পলো শহরের পরিবেশ সংরক্ষণ ব্যুরোর মহাপরিচালক এডুয়ার্ডো জর্জ সে ভুল বোঝাবুঝির সংশোধন করেন। তিনি বলেন,
'শহরের দূষণমুক্ত আইনে' শুধু বাইরের বিজ্ঞাপনকে নিষিদ্ধ করা হয়েছে। ব্যবসায়ীদের ব্র্যাডের সঙ্গে বিজ্ঞাপন নিষিদ্ধ করা হয়নি। বরং এর আকার ও গুণগতমানের প্রতি কড়াকড়ি আরোপ করা হয়েছে। আমাদের লক্ষ্য হলো বিজ্ঞাপনকে শহরের সবুজীকরণ ও স্থাপত্য স্টাইলের সঙ্গে খাপ খাওয়ানো এবং সম্প্রীতিময় একীকরণ করানো, যাতে শহরের সুন্দর পরিবেশ গড়ে তোলা যায়।"
সাও পলো প্যাভিলিয়নের সবচেয়ে বড় প্রদর্শনী কেন্দ্র 'তৃতীয় প্রদর্শনী কেন্দ্রে' দর্শকরা স্পষ্টভাবে 'শহরের দূষণমুক্ত আইন' প্রণয়নের আগে ও পরে সাও পলো শহরের পরিবর্তন দেখতে পাবেন। সেখানকার দেয়ালের উপর থেকে নিচ পর্যন্ত অসংখ্য চৌকো ছোট প্রদর্শনী বোর্ড স্থাপন করা হয়েছে। সব ছোট প্রদর্শনী বোর্ডই ঘোরানো যায়। প্যাভিলিয়নের বাইরে থেকে দর্শকদের দেখা জানালার মতো জিনিসগুলো ঠিক এসব প্রদর্শনী বোর্ডের পেছন দিক। প্রতিটি প্রদর্শনী বোর্ডে সাও পলো শহরের কোন না কোন দৃশ্য তুলে ধরা হয়েছে। ডিজাইনার বিশেষ ছাপা প্রযুক্তির মাধ্যমে একই জায়গার বিজ্ঞাপন বোর্ড সরিয়ে নেয়ার আগের ও পরের দুটি ছবি একই প্রদর্শনীতে তুলে ধরেছেন। প্রদর্শনী বোর্ডগুলো ঘুরিয়ে দিলে দুদিক থেকে একেবারে দুটি ভিন্ন দৃশ্য দেখা যায়।
আলফ্রেডো আমাদের সংবাদদাতাকে জানান, বিজ্ঞাপন বোর্ড সরিয়ে দেয়া 'শহরের দূষণমুক্ত আইন' কার্যকর করার প্রথম পর্যায়ের পদক্ষেপ। এরপর পৌর সরকার গুরুত্বপূর্ণভাবে শহরের সবুজীকরণ ও পরিবেশকে অতি সুন্দর রূপে সাজানোর কাজ করবে। তিনি বলেন,
"প্রথম পদক্ষেপে আমরা এসব বিজ্ঞাপন বোর্ড উচ্ছেদ করার মাধ্যমে দর্শন দূষণ দূর করেছি। দ্বিতীয় পদক্ষেপ অর্থাত চলমান পর্যায়ে আমরা সড়কের রক্ষণাবেক্ষণ কাজ করবো এবং স্থাপত্যের বাইরের দেয়াল মেরামত করবো ও নতুন করে রং লাগিয়ে সাজাবো। ফলে এসব দেয়াল আরো উজ্জ্বল ও রঙিন হয়ে উঠবে। এছাড়া শহরকে রাঙিয়ে দেয়ার জন্য প্রতি বছর সাও পলো শহরে ১ লাখ ৮০ হাজার গাছ লাগানো হবে।"
দৃষ্টি দূষণ নির্মূল করার পর সাও পলো শহরের বহুমুখী সংস্কৃতি পুরোপুরিভাবে প্রদর্শন করা যাবে। 'সাও পলোতে স্বাগত' শিরোনামের সর্বশেষ প্রদর্শনী কেন্দ্রে রকমারি প্রাণী ও বৃক্ষ সম্পদ, বিভিন্ন ধরণের শহরের স্থাপত্য, সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং বিভিন্ন বর্ণের মানুষের ছবি ও পর্দায় বিশ্বের বন্ধুদেরকে দক্ষিণ আমেরিকার প্রথম বড় শহরের রঙিন আকর্ষণশক্তি দেখাচ্ছে।
সিয়াও উ একটি বিরাট ভবনের আঁকিবুঁকি ছবি দেখিয়ে আমাদেরকে জানান, এটা বিজ্ঞাপন বোর্ড নির্মূল করার পর আবির্ভূত দৃশ্য। তিনি বলেন,
"বিজ্ঞাপন বোর্ড নির্মূল করার পর একঘেঁয়ে দৃশ্য দূর করার জন্য মেয়র স্থানীয় আঁকিবুঁকি বিশেষজ্ঞদেরকে ভবনগুলোর সৃজনশীল কাজে আমন্ত্রণ জানিয়েছেন, যাতে শহরকে রাঙিয়ে তোলা যায়।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |