|
প্রতিবছর মক্কায় হজ্জযাত্রা হল ধর্মনিষ্ঠ মুসলমানদের বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্যক্রম। সৌদি আরবে পবিত্র মক্কা নগর থেকে ৭ কিলোমিটার দূরে মিনা নামের একটি 'তাবুর শহর' আছে। মক্কায় হজ্জ চলাকালে সে শহর বিশ্বের বিভিন্ন অঞ্চলের ৩০ লাখ হজ্জযাত্রীদের থাকা ও সংশ্লিষ্ট সেবা প্রদান করে। চলতি বছর সৌদি আরব তাবুর শহর মিনার নমুনা নিয়ে শাংহাই বিশ্বমেলায় পর্যটকদেরকে তাবু নিয়ে হজ্জযাত্রীদের থাকার সমস্যা সমাধানের ব্যাপার ব্যাখ্যা করে। আজকের অনুষ্ঠানে সৌদি আরব প্যাভিলিয়নের প্রধান ডক্টর মোহাম্মদ আলিস্সান আল-ঘামদি আপনাদের কাছে তাবুর শহর মিনার বিভিন্ন দিক ব্যাখ্যা করবেন।
বিশ্বমেলা উদ্যানের পুসি অঞ্চলে অবস্থিত তাবুর শহর মিনা প্রদর্শনী অঞ্চল ১৮টি বিশাল আকারের তাবু নিয়ে গড়ে উঠেছে। সৌদি মানুষেরা একটি ঘন তাবুর শহর শাংহাইয়ে স্থানান্তর করেছে। ডক্টর মোহাম্মদ আলিস্সান আল-ঘামদি ব্যাখ্যা করেন, ১৫ বছর আগে থেকে শুধু তিন দিন অবস্থানকারী হজ্জযাত্রীদের জন্য আরামদায়ক থাকার পরিবেশ প্রদানের জন্য সৌদি আরব ধারাবাহিকভাবে কয়েক বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করে মিনায় বিশ্বের বৃহত্তম তাবুর শহর নির্মাণ করেছে। তিনি বলেন,
"আরব পঞ্জিকা বছরের শেষ মাসে সারা পৃথিবীর মানুষ এখানে হজ্জ পালন করতে আসে। । আমাদের এ প্রদর্শনী কেন্দ্র হচ্ছে তাবুর শহর মিনা। মিনা মক্কা থেকে ৭ কিলোমিটার এবং আরাফাত ময়দান থেকে ২১ কিলোমিটার দূরে। হজ্জযাত্রীরা সাধারণত মক্কার মধ্য দিয়ে মিনা যান। তারপর আরাফাত ময়দানে যাওয়ার পর মিনায় ফিরে আসেন। প্রতিবছর প্রায় ৩০ লাখ হজ্জযাত্রী হজ্জ পালনে আসেন। তারা মিনায় তিন দিন থাকেন। আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে কিভাবে তাবুর শহরকে বসবাসের মতো শহর নির্মাণ করা। এটা সারাবিশ্বের বৃহত্তম তাবু শহর।"
তাবুর শহর মিনা হচ্ছে একটি উপত্যকায় গড়ে উঠা শহর। সেখানে হজ্জযাত্রীদের থাকার জন্য রয়েছে শুধু ৪ বর্গকিলোমিটার। তাবুর শহরের প্রদর্শনী দেখার পর অনেক পর্যটক সে শহরের জনসংখ্যার উচ্চ ঘনত্ব নিয়ে বিস্ময় প্রকাশ করার পাশাপাশি তাবুর নিরাপত্তা নিয়ে প্রশ্ন করেন। ডক্টর ঘামদি বলেন, শতাধিক বছর আগে হজ্জযাত্রীরা নিজেদের তাবু নিজেরাই স্থাপন করতেন। কিন্তু সে সময় তাদের ব্যবহৃত তাবু ছিল তুলার তৈরি। এর ফলে অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্ঘটনা ঘটত। বর্তমানে সৌদি আরব সরকার ১ লাখ আগুন ও বাতাস প্রতিরোধক তাবু দিয়ে একটি অদ্বিতীয় তাবুর শহর স্থাপন করে শক্তভাবে হজ্জযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করেছে। তিনি বলেন,
"১৫ বছর আগে থেকে সবচেয়ে দামি উপকরণ টেফলন ও ফাইবার গ্লাসে তৈরি তাবুর ব্যবহার শুরু হয়। এর খরচ বাড়ি নির্মাণের চেয়েও বেশি। কিন্তু এরকম তাবু আগুণ ও বাতাস প্রতিরোধক এবং কমপক্ষে ৫০ বছর ব্যবহার করা যায়। সুতরাং এ শহরটি দেখতে খুবই সুন্দর। পাশাপাশি হজ্জযাত্রীদের জন্য নিরাপদ ও আরামদায়ক জায়গা। ভেতরে এয়ার-কন্ডিশনার স্থাপন করা হয়। ফলে ভেতরটা খুবই ঠাণ্ডা। গত ১৫ বছরে কোন অগ্নিকাণ্ড বা অন্য দুর্ঘটনা ঘটেনি। এটা একটি বিরাট সাফল্য।"
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |