Web bengali.cri.cn   
শুনান বাঁশ বন
  2010-05-25 13:49:48  cri

 

    শুনান বাঁশ বন সিছুয়ান প্রদেশের দক্ষিণাঞ্চলের ইবিন শহরে অবস্থিত। ১২০ বর্গকিলোমিটারের এ বাঁশ বন হচ্ছে চীনের বৃহত্তম বাঁশ বন। এখানে পাহাড় ও পানি, দ্রাবণ গর্ত, হ্রদ ও জলপ্রপাতের পাশাপাশি ঐতিহ্যবাহী সাংস্কৃতি দৃশ্য 'সবুজ বাঁশ পার্ক'ও রয়েছে। গভীর শুনান বাঁশ বন প্রাকৃতিক 'অক্সিজেন বার' বলে পরিচিত। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে সে বনে নিয়ে যাবো। অনুষ্ঠান শুরুর আগে আমি আপনাদেরকে একটি প্রশ্ন করে রাখতে চাই। সেটি হলো শুনান বাঁশ বন চীনের কত নম্বর বড় বাঁশ বন? আশা করি আপনারা অনুষ্ঠানটি মনো

যোগ দিয়ে শুনবেন। তাহলেই পেয়ে যাবেন আপনাদের প্রশ্নের প্রত্যাশিত উত্তর।

    শতাধিক বর্গকিলোমিটারের শুনান বাঁশ বন খুবই বিখ্যাত। সেখানকার দৃশ্য বৈশিষ্ট্যময়। এ বন 'চীনের দশটি সবচেয়ে জনপ্রিয় দর্শনীয় স্থান' ও 'চীনের দশটি সবচেয়ে বৈশিষ্ট্যময় দর্শনীয় স্থান' তালিকায় অন্তর্ভূক্ত হয়েছে এবং দেশের জাতীয় ভূগোল বিষয়ক ম্যাগাজিন এটিকে 'চীনের দশটি সবচেয়ে সুন্দর বন' হিসেবে নির্বাচন করেছে।

    সমুদ্র সমতল থেকে ৬শ' থেকে ১ হাজার মিটার উঁচু পাহাড়ী এলাকায় অবস্থিত শুনান বাঁশ বনকে বাঁশের সমুদ্রই বলা যায়। ৪ হাজার ৬শ' হেক্টরের সবুজ বাঁশ বন, ২৭টি খাড়া পাহাড় এবং ৫শ'রও বেশি পাহাড় চূড়া রয়েছে এ বনাঞ্চলে। এখানে ১৫ প্রজাতির ৫৮ ধরনের বাঁশ চাষ করা হয়। নানচু বাঁশ, শুইচু বাঁশ ও সিচু বাঁশ ছাড়াও এখানে জিচু বাঁশ, লুওহান বাঁশ, রেনমিয়ান বাঁশ ও হংস মিথুন বাঁশসহ বিভিন্ন বিরল প্রজাতির বাঁশ রয়েছে এখানে।

    বাঁশ বন অঞ্চলে আবহাওয়া ভাল, বৃষ্টিপাত বেশি এবং চার ঋতু স্পষ্ট। সারা বছর সেখানকার আবহাওয়ার তুলনামূলক আর্দ্রতা ৮৩ শতাংশেরও বেশি। পথনির্দেশক সিয়া তুংমেই বলেন, শুনান বাঁশ বনে আসলে বছরের চার ঋতুর ভিন্ন দৃশ্য দেখা যায়। তিনি বলেন,

    "মার্চ ও এপ্রিল মাসে দেখা যায় নানচু বাঁশের বেড়ে উঠার প্রক্রিয়া। সে সময় শুনান বাঁশ বনে এসে বাঁশ দেখা ও খাওয়া ছাড়াও বাঁশের বড় হওয়ার 'শুয়া শুয়া শুয়া' শব্দও শোনা যায়। পর্যটকরা নিজ হাতে কঁচি বাঁশ খুঁড়তে এবং কৃষি পরিবারের বাঁশ খুঁড়ার দৃশ্য উপভোগ করতে পারেন। এপ্রিল থেকে জুলাই মাস সেখানে গরমকাল। সে সময় বাঁশের রঙ আস্তে আস্তে পরিবর্তিত হয়। শীতকালে শুনান বাঁশ বনে এলে তুষার-দৃশ্য দেখা যায়। বাঁশের মাথায় যখন ছোট্ট ছোট্ট তুষার বিন্দু পড়ে তখন তা দেখলে অন্য রকম এক অনুভুতি জাগে।"

    শুনান বাঁশ বনে একটি 'ওয়াং ইয়ো উপত্যকা' রয়েছে। সংকীর্ণ উপত্যকায় নানচু বাঁশ খুবই ঘনিষ্ঠ হয়ে গজায় এবং আকারেও বড় হয়। ফলে সারা উপত্যকা আরো গভীর দেখা যায়। পথনির্দেশক সিয়া তুংমেই বলেন,

    "ওয়াং ইয়ো মানে একটি উত্কণ্ঠা ভুলে যাওয়ার জায়গা। ওয়াং ইয়ো উপত্যকায় ছোট সেতু, পানি ও বাঁশের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার অনুভুতি পাওয়া যায়। উপত্যকাটি হচ্ছে শুনান বাঁশ বনের একটি প্রতীকী দৃশ্য। যেখানকার বায়ু সবচেয়ে ভালো সেখানকার প্রতি কিউবিক মিটারে ৬ হাজারেরও বেশি ঋণাত্মক অক্সিজেন আয়ন আছে। এর কারণে জায়গাটি প্রাকৃতিক অক্সিজেন বারের সুনাম পেয়েছে।"


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040