Web bengali.cri.cn   
ঐতিহাসিক নগর থিয়েনচিনে – ৭
  2010-05-18 20:52:41  cri

থিয়েন চিনের একজন পুলিশ যিনি আমাদের পথ চিনতে সহায়তা করেছেন

থিয়েনচীনের আরেকটি বৌদ্ধ মন্দির হলো 'তাপেই' (Dapei) মন্দির বা আশ্রম। বিশাল এলাকা জুড়ে এ মন্দিরটি। ঘুরে ঘুরে ভালোভাবে দেখতে হলে তিন থেকে চার ঘন্টারও বেশি সময়ের প্রয়োজন। খ্রীস্টিয় তৃতীয় শতকে এটি নির্মাণ করা হয়েছিল। মূলত এটি সন্যাসি বা বৌদ্ধ ভিক্ষুদের শিক্ষালয় ছিল। এখানে মন্দিরের প্রতিটি ঘরেই রয়েছে বুদ্ধের বিশাল বিশাল মূর্তি। এখানে দেখলাম মূল মন্দিরের চত্বরে প্রায় শ'খানেক বয়স্ক লোক সংগে অনেক যুবক যুবতীও রয়েছে; সবাই বুদ্ধের গেড়ুয়া রংয়ের কাপড় গায়ে পেচিয়ে ত্রিপিটক জপ করছে। একটু পরেই তারা মূল মন্দিরের ভেতরে বা দিকের নির্ধারিত স্হানে বসে প্রার্থনার পাশাপাশি শিক্ষালাভ করবে ধর্ম চর্চার দিকগুলো। দেখলাম তাদের চোখে মুখে এক মহান পরিতৃপ্তির ছায়া। সাধনার জন্যে ত্যাগের অনন্য প্রতিচ্ছবি। আমি আমার লেখার জন্য ছবি তুলছিলাম। হঠাত্ দু'টি মেয়ে এসে আমাকে ভাংগা ভাংগা ইংরেজীতে ছবি না তোলার জন্য অনুরোধ করলো। দেখলাম আসলেইতো এখানে একজন মানুষও ছবি তুলছে না। আমার অবস্য ইতোমধ্যেই মন্দিরের সব এলাকার অনেক ছবি তোলা হয়ে গিয়েছিল। তারপরও কয়েকটি ছবি তুললাম। বৌদ্ধ ভিক্ষুরা দেখেও আমাকে কিছু বললো না। আগেই আমি আমার চীন আন্তর্জাতিক বেতারের পরিচয় পত্রটি গলায় ঝুলিয়ে রেখেছিলাম।

চীনের প্রতিটি মন্দিরের পাশেই রয়েছে আলো ঝলমলে জমজমাট বাজার। যেখানে পূজাঁর সব ধরনের অর্ঘ ও নানা রকম আকর্ষণীয় জিনিস পত্র কিনতে পাওয়া যায়। (চলবে) –আ বা ম ছালাউদ্দিন


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040