Web bengali.cri.cn   
প্রাচীন নগর পিংলে
  2010-05-04 16:43:13  cri

    প্রাচীন নগরের সড়কে খুবই সহজেই 'ছেন পরিবারের প্রমাতামহ গ্লিসিনেম্যাক্স দোকান' পাওয়া যায়। দোকানের অনেক দূর থেকে সেখানকার সব সিছুয়ান খাবারের মশলার ঘ্রাণ পাওয়া যায়। দোকানের মালিক ছেন বলেন,

    'সরকারের পক্ষ থেকে দেয়া 'পিংলে পুরনো দোকান' বোর্ডটি হচ্ছে আমাকে দেয়া সম্মান। এতে প্রতিফলিত হয়েছে যে, ছোটবেলা থেকে আমি এটা রান্না করে আসছি। দোকানটি পুরনো। বিক্রির পরিমান খারাপ নয়। প্রথম খেয়ে তারপর কেনা যায়। ভালো লাগলে আপনি কিনুন।'

    যারা প্রাচীন নগর পিংলেতে আসেন, তারা এখানে অনেক দিন থাকতে চান। কারণ এখানে আসলে সঙ্গে সঙ্গে আপনারা পদক্ষেপ ধীর হয়ে এখানকার জীবনযাত্রার সঙ্গে মিশবেন। পথনির্দেশক জু তান বলেন,

    'পর্যটকরা এখানে আসলে খুব তাড়াতাড়ি আমাদের নগরের জীবনযাত্রার সঙ্গে মিশে গিয়ে প্রাকৃতিক জীবনযাপন সম্পর্কে জানতে ও তা উপভোগ করতে পারবেন। এ নগরের দৃশ্য খুবই সুন্দর। এখানে যেমন আছে পাহাড়, তেমনি আছে নদীও। নগরের অধিবাসীরা নিজেদের কাজ শেষে বন্ধুদের সঙ্গে চা খেতে খেতে আড্ডা দেন। এরকম জীবন পদ্ধতি নগরের অধিবাসীদের সবচেয়ে ভালো লাগে।'

    এ প্রাচীন নগর রাতে আরো সুন্দর হয়। নদীর তীরে নির্মিত প্রাচীনকালের স্থাপত্য ও বসতবাড়ি বিভিন্ন রঙের বাতি জ্বালায়। নদীর পানিতে তার প্রতিবিম্ব পড়ে।

    এ নগরে বিভিন্ন সময় বিভিন্ন রকমের বৈশিষ্ট্যময় উত্সব দেখা যায়। পথনির্দেশক জু তান বলেন,

    'প্রতি বছরের সমাধি পরিস্কার দিবস উপলক্ষে আমাদের প্রাচীন নগর পিংলেতে লণ্ঠন সম্মেলন আয়োজিত হয়। এছাড়া চন্দ্র পঞ্জিকার ৩১ মার্চ মন্দির মেলা অনুষ্ঠিত হয়। এ সব এখানকার গুরুত্বপূর্ণ উত্সব। গ্রীষ্মকালে পানির ওপর প্রেম গানের সম্মেলন অনুষ্ঠিত হয়। স্থানীয় অধিবাসী বা পর্যটকরা নিজেদের নাম অন্তর্ভূক্ত করতে পারেন এ সম্মেলনে অংশ নেয়ার জন্য।

    ৮০ বর্গকিলোমিটারের প্রাচীন নগর পিংলে'র কেন্দ্র অঞ্চল ভ্রমনের পর যদি যথেষ্ট সময় পান, তাহলে পর্যটকরা নিকটবর্তী কয়েকটি দর্শনীয় স্থানও বেড়াতে যেতে পারেন। কারণ ছেংতু শহর থেকে এখানকার দূরত্ব বেশি নয় এবং পরিবহন ব্যবস্থা খুবই সুবিধাজনক। স্থানীয় অধিবাসী পরিচালিত কৃষক হোটেল খুবই পরিষ্কার-পরিচ্ছন্ন। সেখানকার খাবারও সস্তা। ছেংতুর অনেক অধিবাসী সপ্তাহান্তের অবকাশ কাটানোর জন্য প্রথমে বেছে নেন প্রাচীন নগর পিংলেকে। ছেংতুর বাসিন্দা হু বলেন, চলতি বছরের বসন্তকাল থেকে প্রায় প্রত্যেক সপ্তাহান্তে তিনি এখানে আসছেন। তিনি বলেন,

    প্রতি সপ্তাহান্তে আমি এখানে আসি। কারণ পিংলে ছেংতু শহরের কাছাকাছি। যখন অফিসে থাকি তখন কাজের চাপ খুব বেশি থাকে। সপ্তাহান্তে এখানে এসে আয়েশ করা যায়। এটা খুবই ভালো লাগে।'

    কেউ কেউ বলেন, পিংলে'র প্রতি এক হাজার মানুষের হৃদয়ে এক হাজার ধরনের ছাপ আছে। সুযোগ পেলে আপনারা নিশ্চয়ই প্রাচীন নগর পিংলেতে আরামদায়ক ও শান্তিপূর্ণ জীবনযাত্রা উপভোগ করতে আসবেন আশা রাখি।

    প্রাচীন নগর পিংলে'র বর্ণনা আজকের মত এখানেই শেষ করছি। সবশেষে আমি আজকের প্রশ্নটি আবারও বলে দিচ্ছি। পিংলে'র ইতিহাস কত বছরের? উত্তর পাঠানোর ঠিকানা বাংলা সার্ভিস, সিআরআই-১১, চীন আন্তর্জাতিক বেতার, পি.ও. বক্স ৪২১৬, পেইচিং, পি.আর. চায়না-১০০০৪০। আমাদের ই-মেইল ঠিকানা হচ্ছে ben@cri.com.cn । এবারের প্রতিযোগিতা ২০১০ সালের ১ জুলাই পর্যন্ত চলবে। ওয়েবসাইটে ২০১০ সালের ১ জুলাই রাত ১২টা পর্যন্ত আপনি এতে অংশ নিতে পারবেন। আপনাদের অংশ গ্রহণকে আবারো স্বাগত জানাই।


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040