Web bengali.cri.cn   
প্রাচীন নগর পিংলে
  2010-05-04 16:43:13  cri
    প্রাচীনকাল থেকে 'বহুধারার ভূমি' নামে খ্যাতি পাওয়া সিছুয়ান প্রদেশের রাজধানী ছেংতুর আবহাওয়া ভাল এবং ফসল ও পণ্যে সমৃদ্ধ। এখানকার অধিবাসীরা সবসময় বিশেষ ধরনের 'সহজ ও আরামদায়ক' জীবনের দৃষ্টিভঙ্গী বজায় রেখেছেন। সুনামের কারণে অনেক পর্যটক বিখ্যাত ছেংতুয়ে আরামদায়ক 'ধীর জীবন' উপভোগ করতে আসেন। ছেংতু'র কাছে কিছু প্রাচীন নগর ও গ্রাম রয়েছে। সেখানকার অধিবাসীরা আরো ধীর ও আরামদায়ক জীবন যাপন করেন। আজ আমি আপনাদেরকে ২ হাজার বছরেরও বেশি প্রাচীন সেখানকার পিংলে নগরে নিয়ে যাবো। আমরা একসাথে সেখানকার বৈশিষ্ট্যময় ইতিহাস, সংস্কৃতি এবং লোক রীতিনীতি জানবো। অনুষ্ঠান শুরুর আগে আমি আপনাদেরকে একটি প্রশ্ন করে রাখতে চাই। সেটি হলো প্রাচীন নগর পিংলে'র ইতিহাস কত বছরের? আশা করি আপনারা অনুষ্ঠানটি মনোযোগ দিয়ে শুনবেন। তাহলেই পেয়ে যাবেন আপনাদের প্রশ্নের প্রত্যাশিত উত্তর।

    প্রাচীন নগর পিংলে ছেংতু শহর থেকে ৯৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম অবস্থিত। পিংলেকে চীনের ঐতিহাসিক ও সাংস্কৃতিক নগর, চীনের শ্রুতিমধুর পরিবেশ নগর ও ছেংতু শহরের 'দশটি আকর্ষণীয় নগর'-এর একটি বলে গণ্য করা হয়। প্রাচীনকালে পিংলে'র নাম ছিল 'পিংলুও'। চারদিকে পাহাড় ঘেরা এই ছোট সবুজ অববাহিকা সেচকাজ, কৃষি ও রেশমগুটির চাষের কারণে এ নাম পেয়েছিল।

    এখানে আসা পর্যটকদের 'নিরাপত্তা ও আনন্দ' দেয়ার লক্ষ্যে ২০০৪ সালে স্থানীয় সরকার জায়গাটির নাম বদলে 'পিংলে' করে।

    পিংলে যেন একটা জলদ-মেঘ। এখানকার প্রাচীন স্থাপত্যের মধ্যে বেড়ালে দেখা যাবে সব জায়গায় পানি। এটা দেখতে খুবই চমত্কার। পথনির্দেশক জু তান বলেন,

    'এখন আমরা যে সড়কে আছি, তার নাম 'শুই চিং চিয়ে অর্থাত পানি দৃশ্য সড়ক। এখানকার প্রণালীর দৈর্ঘ্য ৫শ' মিটারেরও বেশি। প্রণালীর উপরে মোট ১০টি সেতু রয়েছে। প্রতিটি সেতুর আকার ভিন্ন। সড়কে আমাদের প্রাচীন নগর পিংলে'র অনেক বৈশিষ্ট্য রয়েছে। যেমন ওয়ান ওয়ান খাসির মাংস, দুধ স্যুপ নুডল্স ইত্যাদি।

    পিংলে'র বৈশিষ্ট্য উল্লেখ করতে চাইলে বলতে হবে এটি 'প্রাচীন' নগরগুলোর মধ্যে অন্যতম। খৃষ্টপূর্ব ১৫০ অব্দের আগে পশ্চিম হান রাজবংশের শাসনামলে এ নগর গড়ে তোলা হয়। অর্থাত্ এ নগরের বয়স ২ হাজার বছরেরও বেশি হয়ে গেছে। প্রাচীন সড়ক, প্রাচীন মন্দির, প্রাচীন সেতু, প্রাচীন গাছ, প্রাচীন বাঁধ, প্রাচীন স্মারক খিলান, প্রাচীন রাজপথ, প্রাচীন রীতিনীতি এবং প্রাচীন গান - এ ৯টি বিখ্যাত প্রাচীন বিষয় রয়েছে এখানে। এ কারণে পিংলে এক অনন্য সংস্কৃতির ধারক হয়ে আছে।

    প্রাচীন নগর পিংলে বাইমো নদীর তীরে অবস্থিত –মনে হয় যেন এটি স্রোতের উপর ভাসমান। স্থানীয় অধিবাসীরা এ নদীকে মাতৃ নদী হিসেবে দেখেন। প্রাচীন নগরের সেতুর মাথায় দাঁড়িয়ে থাকা পুরনো বটগাছকে মনে হয় রক্ষাকারীর মত। পথনির্দেশক জু তান বলেন,

    'এখন আমরা যে গাছ দেখেছি, তার বয়স ১ হাজার ৫শ' বছর। ১ হাজার ৫শ' বছর বয়সেও এটা এখনও কত প্রাণবন্ত। তাই স্থানীয় অধিবাসীরা মনে করেন, এই গাছে জাদু আছে। এখানে একটি রীতি আছে। তা হল কোন বাচ্চা জন্ম নেয়ার পর পরই তাকে প্রাচীন বটগাছটির ধর্ম ছেলে বা মেয়ে হিসেবে দেয়া হয়, যাতে তারা সারাজীবন নিরাপদ থাকে। যখন চন্দ্র পঞ্জিকার প্রথম এবং ১৫তম দিন আসে, নিজেদের ব্যবসার সমৃদ্ধির জন্য নিকটবর্তী অনেক ব্যবসায়ী প্রাচীন বটগাছটির প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আসেন।'

    প্রাচীন নগর পিংলেতে দেখা যাবে সুদীর্ঘ ইতিহাসের প্রাকৃতিক দৃশ্য, প্রাচীন বসতবাড়ি ও সংস্কৃতি এবং প্রাকৃতিক লোক রীতিনীতি। সেখানে আরো দেখা যাবে তিন প্রজন্ম ধরে চালানো শতাধিক বছরের পুরানো লোহার জিনিসপত্র বানানোর দোকান, প্রজাতন্ত্র যুগের ছবি স্টুডিও, শতাধিক বছর ধরে অপরিবর্তিত স্বাদের হাল্কা খাবার ইত্যাদি। এখন আপনারা পিংলেতে আসলে এ সব কিছু উপভোগ করতে পারবেন। কারণ এই প্রাচীন নগর শুধু একটি দর্শনীয় স্থান নয়, অনেক বাসিন্দা বংশপরম্পরায় এখানে কয়েকশ' বছর আছেন। এখানে এখনো তাদের প্রাকৃতিক জীবনযাপনের পদ্ধতি বজায় রয়েছে।


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040