|
'হামবার্গ হাউস' সাংহাই বিশ্ব মেলা পার্কের শহর নাগরিক শ্রেষ্ঠ অনুশীলন এলাকায় অবস্থিত। এটা মাটির ওপর চার তলা এবং মাটির নিচে এক তলা ইট দিয়ে তৈরি লাল রঙের একটি স্থাপত্য। এ স্থাপত্যের বাইরের আকার একটি চতুষ্কোণ দেয়াল আলমারি'র মত। পাশাপাশি দেয়াল আলমারি'র কোন কোন দেরাজ বন্ধ এবং কোন কোন দেরাজ খোলা। তাহলে কেন এরকম স্থাপত্যের আকার বাছাই করা হয়? সাংহাই-এ নিযুক্ত হামবার্গের যোগাযোগ বিভাগের তথ্য ও বাজার সহকারী ওয়াং লাই এর জবাব দিয়েছেন। তিনি বলেন,
দেয়াল আলমারি'র কয়েকটি দেরাজ দেখতে বন্ধ মনে হয় এবং কয়েকটি দেরাজ দেখতে খোলার মত। আমরা সাংহাইয়ের আবহাওয়া ও সূর্যের আকৃতি অনুযায়ী ঐতিহ্যবাহী ডিজাইনটিকে রুপান্তর করেছি। চূড়ান্তরূপে এটা দেখতে দেরাজের মত।
আসলে স্থাপত্যের স্ফীত অংশ সূর্যের আলো থেকে আড়াল করার ভূমিকা পালন করে। পাশাপাশি অবতল অংশ সূর্যের স্থাপত্যের ভেতরে প্রবেশ করার অনুকূল হবে। এরকম আকার দর্শনশক্তিতে অন্য জিনিসের তুলনায় ভিন্ন হওয়ার পাশাপাশি অনেক মাত্রায় ডিজাইনের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গী প্রতিফলিত হয়েছে। তাছাড়া এখানকার যে অংশে রোদ পড়ে সে দিকের জানালার আয়তন উল্টো দিকের জানালার আয়তনের চেয়ে অনেক বেশি। এরকম আচরণের লক্ষ্য হলো গ্রীষ্মকালে সুর্যের মুখ দেখা কমানো।
'হামবার্গ হাউস'কে উচ্চ মানের পরিবেশ সংরক্ষণ স্থাপত্য বলে গণ্য করা হয়। আকার ছাড়াও এর আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো জ্বালানী সাশ্রয় ও পরিবেশ সংরক্ষণ প্রযুক্তির সুদক্ষ ব্যবহার। এটা চীনের প্রথম 'নিষ্ক্রিয় হাউস'। সাংহাই-এ হামবার্গের যোগাযোগ বিভাগের প্রধান প্রতিনিধি লার্স আনকে 'নিষ্ক্রিয় হাউস'টিকে এরকম সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেন,
নিষ্ক্রিয় হাউস হচ্ছে জার্মানীর বিশেষ ধরনের স্থাপত্যের মাপকাঠী। এটি জ্বালানী সাশ্রয়ী বাড়িঘর নির্মাণের এক রকম প্রযুক্তি। এর গুরুত্বপূর্ণ বিষয় হলো নতুন জ্বালানী সম্পদ ব্যবহার করা। যেমন সৌর শক্তি ও জিও-থার্মাল শক্তি সম্পদ। দ্বিতীয় বৈশিষ্ট হলো এর বাইরের দেয়ালের বায়ুনিরোধক খুব শক্ত। কারণ ভেতরের তাপমাত্রা ভালোভাবে নিয়ন্ত্রণ করতে হবে। স্বাভাবিকভাবে ব্যবহারের পর্যায়ে ভেতরে এয়ার-কন্ডিশনার স্থাপন করার দরকার নেই।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |