Web bengali.cri.cn   
স্পেন প্যাভিলিয়ন
  2010-03-09 16:35:09  cri

    স্পেন বিশ্ব মেলায় অংশগ্রহণকারীরা মেলা চলাকালে গভীর ভূমধ্য সাগর স্টাইলের স্পেনীয় সুস্বাদু খাবারও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। স্পেনের উর্ধতন পাচক পেড্রো লারুম্বে বিভিন্ন দেশের দর্শকদেরকে সবচেয়ে ঐতিহ্যবাহী স্পেনীয় সুস্বাদু খাবার পরিবেশন করবেন। তিনি বলেন,

    আমরা সব দর্শককে স্পেনের বিভিন্ন রকমের প্রতিনিধিস্থানীয় সুস্বাদু খাবারের স্বাদ গ্রহণ করিয়ে দেবো। যেমন স্পেনের সামুদ্রিক মাছের ভাত, আলু-কেক এবং বিভিন্ন রকমের হালকা খাবার।

    সুস্বাদু খাবার ও মদের সঙ্গে অবশ্যই আগ্রহপূর্ণ নাচ-গান থাকতে হবে। সমৃদ্ধ সাংস্কৃতিক শৈল্পীক অনুষ্ঠানও স্পেন প্যাভিলিয়নের প্রদর্শনীয় গুরুত্বপূর্ণ বিষয় হবে। চীনা দর্শকদের আরো সুন্দর করে স্পেনকে পরিচয় করিয়ে দেয়ার জন্য স্পেন প্যাভিলিয়ন প্রতি মাসে বিশ্ব মেলা পার্কে অথবা সাংহাই-এর প্রধান থিয়েটার হলে কমপক্ষ একবার বৃহদাকারে স্পেনীয় সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করবে। এছাড়া স্পেন প্যাভিলিয়নের ভেতরে একটি ছোট আকারের মহাচত্বরও স্থাপিত হয়েছে। যাতে বিশ্ব মেলা চলাকালে প্রতি দিন বিভিন্ন ধরন ও স্টাইলের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা যায়। সে সময় স্পেন প্যাভিলিয়ন সাংহাইয়ের জন্য স্পেনের সবচেয়ে বিখ্যাত শিল্পীদের নিয়ে অপেরা, ফ্লামেংকো নৃত্য ও লাতিন সঙ্গীত পরিবেশন করবে। যাতে তেজীয়ান এ দেশের সবচেয়ে বাস্তব আকর্ষণীয় শক্তি দেখিয়ে দেয়া যায়।

    সাংহাই বিশ্ব মেলায় স্পেন সরকারের প্রধান প্রতিনিধি মাদাম তেইন ব্যাখ্যা করেছেন, স্পেন প্যাভিলিয়নের নির্মাণ কাজ শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। পরবর্তী পদক্ষেপ হিসেবে কড়াকড়িভাবে নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী সাংহাই বিশ্ব মেলা ব্যুরোর সঙ্গে বিভিন্ন প্রস্তুতি কাজ সম্পন্ন করা হবে। যাতে একটি উত্তম স্পেন প্যাভিলিয়ন সাংহাই বিশ্ব মেলার দর্শকদের দেখানো যায়।

    স্পেনে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জু পাংজাও মনে করেন, সাংহাই বিশ্ব মেলা স্পেনকে একটি বহুমুখী সংস্কৃতি এবং চিত্তাকর্ষক সৃজনশীলতা দেখিয়ে দেয়ার মঞ্চে পরিণত করেছে। পাশাপাশি এটা দু'দেশের জনগণের দীর্ঘস্থায়ী মৈত্রীর জন্য আরো দৃঢ় সাংস্কৃতিক ভিত্তি স্থাপন করবে। তিনি বলেন,

    আমার মনে হয়, সাংহাই বিশ্ব মেলা স্পেনের জন্য চীনা জনগণের কাছে পুরোপুরিভাবে বহুমুখী সংস্কৃতি এবং বর্ণোজ্জ্বল ইতিহাস ও উন্নয়নের সাফল্য প্রদর্শনের একটি প্ল্যাটফর্ম এনে দেবে। এটা অধিকতরভাবে স্পেন সম্পর্কে চীনা জনগণের উপলব্ধি জোরদার করার পাশাপাশি অধিকতরভাবে দু'দেশের জনগণের দূরত্ব কমাবে। ফলে দু'দেশের সম্পর্ক অব্যাহত গভীরতর করার জন্য আরো দৃঢ় সাংস্কৃতিক ভিত্তি স্থাপন করবে। 


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040