|
স্পেন প্যাভিলিয়ন সাংহাই বিশ্ব মেলা পার্কের পু তোং সি-এলাকায় অবস্থিত। এটা এবারের বিশ্ব মেলার বৃহত্তম প্যাভিলিয়নগুলোর মধ্যে অন্যতম। স্পেন প্যাভিলিয়নের আকার কৃত্রিম-ক্লাসিক্যাল এবং সৃজনশীল 'বেতের বোনা' শৈল্পীক আকার। প্যাভিলিয়নের বাইরের দিক ৮ হাজার ৫শ'রও বেশি বিভিন্ন রঙের বেত দিয়ে ঢাকা। দূর থেকে দেখলে মনে হবে নাচের ফ্লামেংকো ঘাঘরার মত। স্পেন প্যাভিলিয়নের নারী ডিজাইনার বেনেদেত্তা তাগ্লিয়াবিয়ু বলেছেন, এই ডিজাইনটা ঠিক স্পেনের রীতিনীতি থেকে এসেছে। তিনি বলেন,
বিবেচনার প্রক্রিয়ায় আমরা আরো বেশি স্পেনীশ ভাবাদর্শ স্থাপত্যে ঘনীভূত করেছি। স্পেন একটি প্রাণবন্ত ও উত্সাহব্যঞ্জক দেশ। ডিজাইনের সময় স্পেনের গতি ফুটিয়ে তুলেছি। প্যাভিলিয়নের ভেতরে প্রবেশ করার পর অনেক আকর্ষণীয় জায়গা রয়েছে। এবং তার আকর্ষণ শক্তি সব জায়গায় পাওয়া যায়।
স্পেন প্যাভিলিয়নের দেয়ালে বিভিন্ন রঙের বেতে চীনা ভাষার কবিতা সংযুক্ত হয়েছে। প্যাভিলিয়নের ভেতরে সুর্যের আলো বেতের ফাঁকা জায়গায় ছড়িয়ে পড়েছে। দর্শকদের স্পেনের শহরের সড়কে সেখানকার গৌরবোজ্জ্বল ইতিহাস এবং মানুষের জ্ঞান অনুভব করার মত। সহজ বেত দিয়ে প্রাচ্য ও পশ্চিমা দেশগুলোর সংস্কৃতি ঘনিষ্ঠভাবে সংযুক্ত করা এই ধরনের জ্ঞান ও সৃজনশীলতা অবশ্যই দর্শকদের মনে সুন্দর ছাপ ফেলবে। প্রথমবারের মত স্পেন প্যাভিলিয়ন সফর করা স্পেনে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জু পাংজাও এর প্রশংসা করে বলেন,
স্পেন প্যাভিলিয়নের বাইরের দৃশ্য বেতের ঝুড়ির আকারের। আমার মনে হয় খুব সুন্দর ও স্নেহময়। জানা গেছে, ডিজাইন করার সময় ডিজাইনার চীনের ক্যালিগ্রাফি ও কবিতাসহ বিভিন্ন উপাদানের সংমিশ্রন ঘটিয়েছেন। এটা ঠিক দুটো দেশের পারস্পরিক উপলব্ধি ও অব্যাহত যোগাযোগ বাড়ানোর প্রতিফলন।
প্রতি বারের বিশ্ব মেলার জন্য প্রদর্শনীর বিষয়গুলো হচ্ছে সব জাতীয় প্যাভিলিয়নগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্পেন প্যাভিলিয়ন 'আমাদের বংশগত শহর'-এ প্রসঙ্গকে কেন্দ্র করে বিভিন্ন মানুষের দৃষ্টিকোণ থেকে স্পেনের শহরের পরিবর্তনের ইতিহাস বলে দেবে।
স্পেনের বিখ্যাত চিত্র পরিচালক বিগাস লুনা স্পেন প্যাভিলিয়নের 'প্রকৃতি থেকে শহর পর্যন্ত' এই অংশের প্রদর্শনী কাজের দায়িত্ব পালন করেন। তিনি বিভিন্ন ধরনের বাস্তবানুগ উপাদান এবং বিমূর্ত প্রতীক-চিহ্ন ব্যবহার করে স্পেনের প্রাচীনকালকে ব্যাখ্যা করেছেন। তিনি পর্যটকদের দেশকাল অতিক্রম করে শুনা ও দর্শনশক্তি দিয়ে স্পেনকে অদ্বিতীয় অনুভব করিয়ে দেবেন। লুনা বলেন,
স্পেন প্যাভিলিয়নে প্রবেশ করলে দর্শকরা দর্শনশক্তি ও শ্রবণ শক্তি অনুভব করবেন। সবই ধ্বনি ব্যবস্থার অনুকরণ। এতে গৃহতল কম্পিত করা যায়। এই অংশটি দেখতে ৭ মিনিট সময় লাগবে। খুব মজার।
স্পেন প্যাভিলিয়নের দ্বিতীয় প্রদর্শনী কেন্দ্রের প্রসঙ্গ হচ্ছে 'আমাদের বাবামা'র শহর থেকে বর্তমান পর্যন্ত'। এখানে অতীত থেকে বর্তমান পর্যন্ত ইতিহাসের পর্যালোচনা করা হয়। চিত্র পরিচালক এখানে কিছু প্রতিনিধিত্বমূলক শিল্পের ব্যাখ্যা করবেন। তৃতীয় প্রদর্শনী কেন্দ্রের প্রসঙ্গ হচ্ছে 'আমাদের বর্তমান শহর থেকে আগামী প্রজন্মের শহর পর্যন্ত'। চিত্র পরিচালক প্রথমবারের মত এখানে আসা পর্যটকদের দিক থেকে দর্শনশক্তি ও শোনানোর পদ্ধতির মধ্য দিয়ে দর্শকদের সমৃদ্ধ তথ্য দেখাবেন এবং ভবিষ্যত শহরের উন্নয়নের বিশ্লেষণ ও প্রত্যাশা করার চেষ্টা চালাবেন।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |