Web bengali.cri.cn   
ছেংতু শহরের লোক রীতিনীতিসম্পন্ন সড়ক—চিন লি
  2010-02-23 16:06:25  cri

    ঐতিহ্যবাহী চা ঘর, অপেরা মঞ্চ ছাড়া চিনলি'র কফি বার বা মদের বারও পাওয়া যায়। চিনলি'র মদ বারের স্টাইল খুবই বৈশিষ্ট্যময়। আধুনিক আমেজ থাকলেও কমবেশি চিনলি'র ক্ল্যাসিক্যাল স্টাইলের সঙ্গে সংযুক্ত হয় এবং একেবারে প্রাচীন সড়কের সঙ্গে মেশানোর ওপর প্রভাব ফেলবে না।

    চিনলি সড়কে একটি প্রশস্ত জায়গা রয়েছে। সেখানে একটি প্রাচীনকালের স্টাইলের অপেরা মঞ্চ আছে। প্রাচীন অপেরা মঞ্চে নিয়মিতভাবে সিছুয়ান অপেরা পরিবেশিত হয়। প্রচলিত সিছুয়ান অপেরা'র তুলনায় অধিকাংশ পর্যটকই চিনলি'র চামড়া ছায়াচিত্রকে আরো বেশি পছন্দ করেন। চামড়া ছায়াচিত্র হচ্ছে চীনের ঐতিহ্যবাহী শিল্প এবং এর হাজার বছরেরও বেশি ইতিহাস আছে। হস্তশিল্পীদের হাতের কারুকাজের মধ্য দিয়ে ছোট্ট চামড়া ছায়াচিত্র প্রাণবন্তভাবে ইতিহাসের পরিবর্তন পরিবেশন করছে। চিনলি'র চামড়া ছায়াচিত্র স্টলের সামনে প্রতি দিনই থাকে পর্যটকে ভরা। বিশেষ করে কিছু কিছু বিদেশী পর্যটক। অস্ট্রেলিয়ার দু'জন পর্যটক ক্যাথরিন জোনস এবং রয় জ্যাকসন বলেন,

    আমরা দুজনই অস্ট্রেলিয়া থেকে এসেছি। আমাদের এই সড়কে পৌঁছানোর সময় শুধু ১০ মিনিট। কিন্তু আমরা এখানকার পরিবেশকে খুবই পছন্দ করি। এখানকার সারা সড়কের লাল লণ্ঠন খুবই সুন্দর। আমাদের খুবই উষ্ণ লাগছে। এছাড়া আমরা এখানকার চামড়া ছায়াচিত্র পরিবেশনা অত্যন্ত পছন্দ করি। খুব মজা লাগছে।

    চামড়া ছায়াচিত্র পরিবেশনা মানুষের জনপ্রিয়তা পাওয়া দেখে, চিনলি-এ চামড়া ছায়াচিত্র শিল্পী চৌ ই নোং গর্বিতস্বরে বলেন,

    আমি অনেক দেশী বিদেশী বন্ধুর সঙ্গে বন্ধুত্ব করেছি। ইতালি'র একটি টিভি কেন্দ্রের বিশেষ অনুষ্ঠানে আমি চামড়া ছায়াচিত্র তৈরি ও পরিবেশনা শিখিয়ে দিয়েছি। তারা অনুষ্ঠানের মধ্য দিয়ে নিজের দেশের জনগণকে শিখিয়ে ফেলেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো চীনা সংস্কৃতির প্রচার হয়েছে।

    চীনের বাঘ বর্ষের বসন্ত উত্সব আসার সঙ্গে সঙ্গে বছরে এক বার ছেংতু বড় মন্দির মেলা চিনলি'র স্থানীয় বৈশিষ্ট্য দেখানোর বড় মঞ্চে পরিণত হয়েছে। চলতি বছরের ১১ ফেব্রুয়ারী থেকে ৩ মার্চ পর্যন্ত ছেংতু'র বড় মন্দির মেলা উ হৌ মন্দির জাদুঘরে অনুষ্ঠিত হচ্ছে। চিনলিও গুরুত্বপূর্ণ প্রদর্শনী অঞ্চলের মধ্যে অন্যতম। চিনলি দর্শনীয় স্থানের পথপ্রদর্শক কোং সিয়ান বলেন,

    এ সব লোক হস্তশিল্প বা ছোট স্টল চিনলিতে বসানো হয়। সুতরাং চিনলিতে কিছু কিছু মজার ছোট্ট জিনিস বা কিছু কিছু হস্তশিল্পজাত সামগ্রি দেখা যায়। অনেক লোক শিল্পী ঘটনাস্থলে তা তৈরী করেন। পর্যটকরা খুব কাছে থেকে তৈরীর প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করতে পারবেন। মন্দির মেলা চলাকালে অনেক লোক রীতিনীতি পরিবেশনা অনুষ্ঠিত হবে। পর্যটকরা ঘটনাস্থলে আমাদের স্থানীয় লোক রীতিনীতির পরিবেশনা পর্যবেক্ষণ ও উপভোগ করতে পারবেন।

    চিনলি'র লোক রীতিনীতি সংক্রান্ত ব্যাখ্যা এতক্ষণ শুনলেন। এখন আমি এবারের অনুষ্ঠানের প্রশ্ন আবারো আপনাদেরকে বলে দিচ্ছি। ছেংতু'র চিনলি কি ধরনের একটি সড়ক?

    আপনারা চিঠি পাঠালে বাংলা সার্ভিস, সি আর আই-১১, চীন আন্তর্জাতিক বেতার, পি.ও. বক্স ৪২১৬, পেইচিং, পি.আর. চায়না—১০০০৪০। আমাদের ইমেইল ঠিকানা হচ্ছে ben@cri.com.cn. এবারের প্রতিযোগিতা ২০১০ সালের ১ জুলাই পর্যন্ত চলবে। ওয়েব-সাইটে ২০১০ সালের ১ জুলাই রাত ১২টা পর্যন্ত আপনি এতে অংশ নিতে পারবেন। আপনাদের অংশ গ্রহণকে আবারো স্বাগত জানাই।


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040