|
গ্রামের আমেজ ছাড়া দর্শকেরা অস্ট্রিয়ার নগর পরিবেশও অনুভব করতে পারবেন। নগর অঞ্চলে মোজার্ট ও স্ট্রাউস-এর অস্ট্রিয়া কন্সার্ট সবাইকে স্বাগত জানাবে। এখানে অস্ট্রিয়ান মানুষের নগর পরিবহন, কিছু পরিবেশ সংরক্ষণ প্রযুক্তি, বিকল্পযোগ্য জ্বালানী সম্পদ ও সৃজনশীল শিল্পও এক সঙ্গে প্রদর্শিত হবে।
অস্ট্রিয়া প্যাভিলিয়নে দর্শনশক্তি, শ্রবনশক্তি, স্পর্শশক্তি ও ঘ্রাণশক্তির অভিজ্ঞতা ছাড়া আপনি স্বাদের অভিজ্ঞতাও নিতে পারবেন। প্রদর্শনী কেন্দ্রের দু'তলায় অস্ট্রিয়ার পাচক আপনাদেরকে অস্ট্রিয়ার বৈশিষ্ট্যময় খাবার পরিবেশন করবেন। মাদাম বার্গিট মুর বলেন,
দু'তলার রেস্তোঁরায় অস্ট্রিয়ার সুস্বাদু খাবার, পানীয় ও বিয়ার সরবরাহ করা হবে। রেস্তোঁরার পাচক হচ্ছেন অস্ট্রিয়ান। দর্শকরা আমাদের প্রদর্শনী কেন্দ্রে অস্ট্রিয়ায় থাকার অভিজ্ঞতাও পাবেন।
কেনাকাটার কথা উল্লেখ করলে উত্কৃষ্ট মানের স্ফটিক ক্রিষ্টাল পছন্দ করা নারীদের জন্য একটি সুখবর আছে। অস্ট্রিয়া প্যাভিলিয়নে একটি উপহারের দোকান থাকবে। পর্যটকরা এখানে বিশ্ববিখ্যাত অস্ট্রিয়ার উত্কৃষ্ট মানের স্ফটিকের স্মারক জিনিস কিনতে পারবেন। প্রদর্শনী কেন্দ্রের ঝর্না ও চলমান সিঁড়িতে উত্কৃষ্ট স্ফটিক সাজসজ্জা হিসেবে দেখা যাবে। সে সময় উত্কৃষ্ট স্ফটিকের আলোয় অস্ট্রিয়া প্যাভিলিয়ন জ্বল জ্বল করবে।
অস্ট্রিয়ার মানুষ চীনের সঙ্গে সাংস্কৃতিক যোগাযোগের ওপর বেশি গুরুত্ব দেয়। চীনে বিশ্ব মেলা আয়োজন করা অবশ্যই চীনের বৈশিষ্ট্য রূপায়িত করতে হবে। সুতরাং ডিজাইনার প্রদর্শনী কেন্দ্রের বাইরের দেয়ালে দু'দেশের সংস্কৃতির প্রতীক হিসেবে চীনা-মাটি ব্যবহার করেছেন। চীনা মানুষের 'প্রতি বছর নিরাপত্তা'র ধারণা প্রতিফলন করার জন্য তারা বিশেষ করে ১ কোটি লাল ও সাদা রঙের চীনা-মাটির টুকরো অংশ দেয়ালে লাগিয়ে ম্যূরাল তৈরী করেছে। ডিজাইনার মাটিয়া ডেল ক্যাম্পো বলেন,
অস্ট্রিয়া হচ্ছে ইউরোপের সবচেয়ে প্রাচীন চীনা-মাটি তৈরীর দেশ। অস্ট্রিয়া চীনা-মাটির ওপর অত্যন্ত গুরুত্ব দেয়। সুতরাং আমরা দু'দেশের সংস্কৃতির অভিন্ন বৈশিষ্ট্য প্রদর্শন করতে চাই। শুনেছি চীনে চীনা-মাটির টুকরো হচ্ছে কল্যাণমূলক বস্তু। সুতরাং আমরা এখানে ১ কোটি চীনা-মাটির টুকরোকে সংযুক্ত করেছি।
এছাড়া অস্ট্রিয়া চীনা অক্ষর 'মানুষ' এবং অস্ট্রিয় ভাষার প্রথম অক্ষর 'এ' প্রদর্শনী কেন্দ্রের প্রতীক হিসেবে দু'দেশের সংস্কৃতির সংমিশ্রণে প্রদর্শিত হবে।
অস্ট্রিয়াকে সবসময় সঙ্গীতের জন্মভূমি বলে গণ্য করা হয়। অস্ট্রিয়া প্যাভিলিয়ন দিনে বিশ্ববিখ্যাত সিমফনি দল ভিয়েনা সংগীতানুরাগী অর্কেষ্ট্রা চীনের সিমফনি দলের সঙ্গে সহযোগিতা করে পর্যটকদের সুন্দর সঙ্গীত উপহার দেবে। পেশাগত প্রদর্শনী ছাড়াও অস্ট্রিয়া বিশ্ব মেলার সুযোগে চীনে দেশব্যাপী পিয়ানো প্রতিযোগিতার আয়োজন করবে। তারা চীনের বিভিন্ন এলাকার সঙ্গীত বিদ্যালয়ের ১৪ থেকে ১৮ বছর কমবয়সীদের আমন্ত্রণ জানাবে। পিয়ানো প্রতিযোগিতার আয়োজক ও বিশ্ব মেলার অস্ট্রিয়া প্যাভিলিয়নের সাম্মানিক রাষ্ট্রদূত বাই লিন বলেন,
আমাদের একটি পিয়ানো প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা আছে। আমরা চীনের সঙ্গীত বিদ্যালয়গুলোকে তুলে ধরতে চাই। চীনের ছাত্রছাত্রীরা সুর রচনা করার পর এ সব সঙ্গীত বাজাবেন।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |