Web bengali.cri.cn   
অস্ট্রেলিয়া প্যাভিলিয়ন দেখা
  2010-02-09 11:21:29  cri

    সমুদ্র অস্ট্রেলিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত একটি শব্দ। 'ভিত্তিপ্রস্তর' প্রদর্শনী অঞ্চলে ডিজাইনারগণ খোদাই ও দেয়ালচিত্রসহ বিভিন্ন পদ্ধতির মধ্য দিয়ে সমুদ্রের সঙ্গে সম্পর্কিত উপাদান অন্যমনস্কভাবে উপস্থাপনা করেছেন। বিশাল ফেনা, নীল আকাশ ও অপরিসীম সমুদ্রতীর......পর্যটকরা এতে সমুদ্রতীরের অধিবাসীদের আরামদায়ক জীবনযাপন অনুভব করতে পারবেন।

    চলতি বছর সাংহাই বিশ্ব মেলার অস্ট্রেলিয়া প্যাভিলিয়ন হচ্ছে সে দেশের বিশ্ব মেলায় যোগ দেয়ার পর বরাদ্দ মূল্য সবচেয়ে বেশি এবং আয়তনে সবচেয়ে বড়। এছাড়া অস্ট্রেলিয়া প্যাভিলিয়নের ঠিকানা চীনের প্যাভিলিয়নের দক্ষিণ-পূর্ব দিক থেকে খুব দূর নয়। প্যাভিলিয়নের কাচ জানালার মধ্য দিয়ে চীনা প্যাভিলিয়নটি দেখা যায়। স্যামস বলেছেন, অস্ট্রেলিয়া বিশ্ব মেলায় উদ্যোক্ত দেশ চীনের সঙ্গে ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি করতে ইচ্ছুক। সুতরাং প্রদর্শনীর প্রস্তুতিমূলক প্রক্রিয়ায় তারা বিশেষ করে খুঁটিনাটি বিষয়ে চীন ও অস্ট্রেলিয়া দুটো দেশের তুলনামূলক উপাদান ও গল্প মিশিয়েছে। প্রথম প্রদর্শনী অঞ্চলে স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র 'বোন' প্রচারিত হবে। এটা একটি ভালো উদাহরণ। স্যামস বলেন,

    এ প্রদর্শনী অঞ্চল চালু হওয়ার সময় দুই মিনিটের একটি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র দেখানো হবে। স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্রের নাম 'বোন'। এতে ২৫জন চীনা ও অস্ট্রেলিয়ান কৃতী নারী এবং তাদের সফলতা ব্যাখ্যা করা হবে। যেমন স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্রের এক অংশ অস্ট্রেলিয়ার একজন নারীর বনের আগুণ থেকে কোয়ালা উদ্ধার করার গল্পকে একজন চীনা নারী'র সিছুয়ান ভূমিকম্পে পান্ডা উদ্ধারের গল্পের সঙ্গে তুলনা করা হয়েছে।

    দ্বিতীয় তত্পরতা অঞ্চলে প্রবেশ করলে চোখের সামনে ৩৬০ ডিগ্রি ঘোরানো এবং ওঠা-নামা করতে করতে এগোতে থাকা একটি বড় রুপোলি পর্দা দেখা যায়। এটি একটি হাজার মানুষের ধারণ ক্ষমতার গোলাকার থিয়াটার। স্যামস বলেছেন, রুপোলি পর্দার মধ্য দিয়ে দর্শকদেরকে দর্শনশক্তি ও শ্রবনশক্তির শিল্প প্রদর্শন অস্ট্রেলিয়ায় খুব বিরল দেখা যায়। অস্ট্রেলিয়া প্রথমবারের মত এ ধরনের সৃজনশীলতা ও প্রযুক্তিগত বিশ্ব মেলায় ব্যবহার করছে। স্যামস বলেন,

    গোলাকার রুপোলি পর্দাটিতে ৩৬ হাজার কেজি'র ভার বহনকারী খুটি ব্যবহার করা হয়েছে। বিশাল এ রুপোলি পর্দাটি মিনিটে একবার করে ঘুরে আসে। এর প্রসঙ্গ হচ্ছে ভবিষ্য কল্পনা করা। এতে ভবিষ্যতের প্রতি অস্ট্রেলিয়ান মানুষদের কল্পনা প্রকাশ করা হবে। আমরা প্রথমবারের মত এ ধরনের শিল্প প্রকল্প দর্শকদের জন্য প্রদর্শন করবো।

    বিজ্ঞান ও প্রযুক্তির স্বর্গ থেকে বেরিয়ে সবাই তৃতীয় প্রদর্শনী অঞ্চলে প্রবেশ করবেন। এ অঞ্চলে ৭টি ১০ মিটার উঁচু বৃহদাকার ভাস্কর্য দাঁড়িয়ে আছে। যা পৃথক পৃথকভাবে অস্ট্রেলিয়ার ৭টি অঙ্গরাজ্যের ফুলের প্রতিনিধিত্ব করে। বিশ্ব মেলা চলাকালে অস্ট্রেলিয়ার শীর্ষ পর্যায়ের শিল্পীরা এখানে পর্যটকদের জন্য হিপ-পপ, জ্যাজ সংগীত ও প্রাকৃতিক নাচগানসহ বিভিন্ন শৈল্পিক অনুষ্ঠান পরিবেশন করবেন। সামুদ্রিক লোক রীতিনীতি বা অস্ট্রেলিয়ান খাবার পছন্দ করা পর্যটকদের জন্য অস্ট্রেলিয়া প্যাভিলিয়নে কয়েক কাপ বিশুদ্ধ বিয়ার বা ক্যাঙ্গারু'র মাংস খাওয়া সম্ভবত একটি ভাল বাছাই হবে। স্যামস বলেন,

    আমরা সবা'র জন্য অনেক ধরনের মজার খাবার সরবরাহ করবো। যেমন ক্যাঙ্গারু'র মাংস এবং অস্ট্রেলিয়ার বিয়ার ও সাদা মদ। খাবার অবশ্যই টাটকা ও উচ্চ মানের। দর্শকের সংখ্যা বেশি হওয়ার কারণে ফাস্ট ফুড দেয়া হবে।


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040