|
হার্ডওয়্যার স্থাপনা সার্বিকভাবে পুনরায় স্থাপন করার পাশাপাশি আরো বেশি পর্যটকদের আকর্ষণ করার জন্য চিউজাইগৌ'র প্রশাসনিক বিভাগ বেশ কিছু উত্সব উদযাপনী সাংস্কৃতিক প্রকল্প হাতে নিয়েছে। লিন চিয়াশুই বলেন,
প্রতি বছরের ৯ জানুয়ারী আমরা চিউজাইগৌ বরফ-জলপ্রপাত পর্যটন উত্সবের আয়োজন করি। চলতি বছর হচ্ছে পঞ্চম বার। আমরা প্রধানতঃ সার্বিকভাবে চিউজাইগৌ'র শীতকাল পর্যটনের সুন্দর দৃশ্য যেমন শীতকালের শান্তিপূর্ণ ও সত্যিকারের রূপকথা বিশ্ব, বরফ-তুষার জলপ্রপাতের পাশাপাশি শীতকালের মহাসমারোহ হাইজি'র রঙ দেখতে পাই।
চিউজাইগৌ'র নীল আকাশ, সাদা মেঘ, তুষার ঢাকা পাহাড় ও বন আকাশ থেকে নেমে মুক্তার মালার মত দেখায়। কুটোর আগুন, খাসির মাংস পোড়ানো এবং প্রাচীন ও সুন্দর কিংবদন্তী তিব্বতী ও ছিয়াং জাতি মানুষদের উত্সাহব্যজাক ও শক্তিশালী লোক রীতিনীতির অভাবনীয় প্রদর্শন। চিউজাইগৌ যেন একটি বহুবর্ণের রঙদানি, আদিকালের, অনাড়ম্বর প্রাচীন শৈলী ও অদ্ভূত পৃথীবির স্বর্গ। এটি যেন একটি প্রাকৃতিক ও নির্মল 'রূপকথা বিশ্ব'।
বর্তমানে চিউজাইগৌ'র পরিবহণ ব্যবস্থা খুবই সুবিধাজনক। চীনে বেশ কয়েকটি বিশেষ পর্যটন লাইন ও সরাসরি ফ্লাইট রয়েছে। প্রতি বছরের নভেম্বর মাস থেকে পরের বছরের মার্চ মাস পর্যন্ত চিউজাইগৌ'র অকাল টিকিটের দাম চালু হয়। এ সময় চিউজাইগৌতে আসলে আপনি অন্য ধরনের সুযোগ সুবিধা পাবেন।
চিউজাইগৌ'র সুন্দর দৃশ্যের ব্যাখ্যা আজকের মত এখানেই শেষ করছি। সবশেষে আমি আজকের প্রশ্নটি আবারও বলে দিচ্ছি। চিউজাইগৌ দর্শনীয় স্থানে ৯টি তিব্বত জাতির গ্রাম থাকার কারণে চিউজাইগৌ এ নাম পেয়েছে কি? আপনারা চিঠি পাঠালে বাংলা সার্ভিস, সি আর আই-১১, চীন আন্তর্জাতিক বেতার, পি.ও. বক্স ৪২১৬, পেইচিং, পি.আর. চাইনা—১০০০৪০। আমাদের ইমেইল ঠিকানা হচ্ছে ben@cri.com.cn. এবারের প্রতিযোগিতা ২০১০ সালের ১ জুলাই পর্যন্ত চলবে। ওয়েব-সাইটে ২০১০ সালের ১ জুলাই রাত ১২টা পর্যন্ত আপনি এতে অংশ নিতে পারবেন। আপনাদের অংশ গ্রহণকে আবারো স্বাগত জানাই।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |