Web bengali.cri.cn   
ইয়ুননান প্রদেশের হোসুন জেলা
  2010-01-05 19:27:17  cri

    হোসুন গ্রন্থাগারে পত্রিকা পড়া একজন অধিবাসী লিউ ফুছিং বলেছেন, গ্রন্থাগার হচ্ছে তার লেখাপড়ার প্রধান জায়গা। প্রতিদিন কাজ শেষে তিনি এখানে এসে সেদিনের পত্রিকা পড়েন এবং সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করেন। তিনি মনে করেন, পিতৃপুরুষদের প্রতিষ্ঠিত গ্রন্থাগার জনসাধারণদের জ্ঞানার্জনের ক্ষেত্রে স্থানীয় অধিবাসীদের ওপর গভীর প্রভাব ফেলেছে। তিনি বলেন,

    এখন আমরা সম্প্রীতিময় সমাজ প্রতিষ্ঠার কথা ভাবছি। তবে এ কথা সত্যি যে, কয়েকশ' বছর আগে আমাদের গ্রামবাসীরা সম্প্রীতির ধারণা উত্থাপন করেছিলেন। হোসুন হচ্ছে একটি ভদ্র জায়গা। গ্রামবাসীদের গুনাবলি হোসুন গ্রন্থাগারের প্রভাব থেকেই সৃষ্টি হচ্ছে।

    সুন্দর প্রাকৃতিক পরিবেশ, সরলমনা লোক রীতিনীতি এবং গভীর সাংস্কৃতিক পটভূমি আরো বেশী পর্যটককে হোসুনে বেড়াতে আসার জন্য আকর্ষণ করছে। সিছুয়ানের পর্যটক চাং বলেছেন, যদিও হোসুন দর্শনীয় স্থান উন্নয়নের সময় বেশী দিনের নয়, তারপরও এখানকার গভীর সংস্কৃতি রয়েছে। যা খুবই দেখারযোগ্য। তিনি বলেন,

    সংস্কৃতি ক্ষেত্রে এখানে একটি ৮০ হাজার বই-এর গ্রন্থাগার আছে। এটা অন্য কোন জায়গায় খুবই কম দেখা যায়। সংগৃহীত বই-এর সময়ও সুদীর্ঘ দিনের। চীনের জাপানী আগ্রাসন প্রতিরোধ যুদ্ধের মধ্য দিয়েও এ গ্রন্থাগারে বই সংরক্ষিত রয়েছে। এছাড়া এখানে সুন্দর প্রাকৃতিক দৃশ্য রয়েছে। আগ্নেয়গিরি ও জলপ্রপাতের পাশাপাশি একটি বড় উষ্ণ-প্রস্রবণও আছে। খুবই বৈশিষ্ট্যময় ও দৃষ্টিনন্দন। এছাড়া এখানে পরিশ্রমী ও সরল থেংছোং জনগণ রয়েছে।

    হোসুন একটি জীবন্ত প্রাচীন নগর। স্থানীয় অধিবাসীরা এখনও বংশানুক্রমে ইট ও কাঠ দিয়ে নির্মিত পুরনো বসতবাড়ীতে থাকেন। প্রাচীন নগর উন্নয়নের সঙ্গে সঙ্গে একটি নতুন সমস্যাও দেখা দিয়েছে। পর্যটকের সংখ্যা বৃদ্ধিতে অধিবাসীদের জীবনযাপনের মানের ওপর এটি প্রভাব ফেলবে কি? হোসুন মহকুমার গণ কংগ্রেসের চেয়ারম্যান ইন শাওবো বলেন,

    হোসুনের মানুষ সবসময় খুব উদার ও উন্মুক্ত মনের অধিকারী। আমরা অনেক বিদেশী সংস্কৃতিকে আকর্ষণ করেছি। পর্যটকরা অবশ্যই কিছু কিছু উন্নত সংস্কৃতি ও ধারণা এখানে নিয়ে আসবেন। ফলে আমাদের জনসাধারণ সতর্কতার সঙ্গে উন্নত সংস্কৃতিকে অনুভব ও তা থেকে শিখতে পারবে। এটি একটি ভালো লক্ষণ, এটি একটি ভালো সুযোগও। তারা মনে করবেন না যে, পর্যটকের আসা তাদের জীবন ব্যহত হবে।

    হ্যাঁ বন্ধুরা, হোসুনের সংস্কৃতিতে রয়েছে ক্ষমার মহত্ব আর জীব বৈচিত্র। বিভিন্ন ধরনের সংস্কৃতি এখানে সম্প্রীতির ভেতর সহাবস্থান করছে। বর্নিল লোক রীতিনীতি হোক আর বৈশিষ্ট্যময় প্রাকৃতিক দৃশ্য হোক। সবটাই যেন হৃদয় ও মনকে জুড়িয়ে দেবে। হোসুন দক্ষিণ-পশ্চিম চীনের সীমান্ত এলাকার একটি বিরল সুন্দর দৃশ্যের অবারিত ভূমি। 


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040