Web bengali.cri.cn   
ছেংতু-এ অতিকায় পান্ডাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ
  2009-12-29 17:44:54  cri
    সারা বিশ্বে চীনের অতিকায় পান্ডার সংখ্যা সবচেয়ে বেশি। চীনে অতিকায় পান্ডাকে 'রাষ্ট্রীয় সম্পদ' বলে গণ্য করা হয়। দক্ষিণ-পশ্চিম চীনের সি ছুয়ান প্রদেশের বন্য অতিকায় পান্ডার সংখ্যা সারা দেশের চার ভাগের তিন ভাগেরও বেশি। পাশাপাশি তা হচ্ছে অতিকায় পান্ডার সবচেয়ে 'প্রিয়' বিচরণ ভূমির মধ্যে অন্যতম। সি ছুয়ানে বেশ কয়েকটি অতিকায় পান্ডা সংরক্ষণ কেন্দ্র গড়ে তোলার পাশাপাশি কৃত্রিম প্রজনন পদ্ধতির মাধ্যমে অতিকায় পান্ডার সংখ্যা বৃদ্ধি করা হয়। ছেং তু'র অতিকায় পান্ডার প্রজনন গবেষণা কেন্দ্রে বিজ্ঞান ভিত্তিক গবেষণার পাশাপাশি সেখানকার প্রচুর অতিকায় পান্ডা পর্যটকদের দৃষ্টি আকর্ষণের জায়গায় পরিণত হয়েছে। আজকের অনুষ্ঠানে আমি আপনাদের পান্ডার স্বর্গে নিয়ে যাবো এবং আমরা এক সাথে এ সব আদুরে ও মোটা প্রাণীর দৈনন্দিন জীবনযাপন সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করবো।

    শীতকালে ছেং তু-এ কিছুটা ঠাণ্ডা পড়ে। তবে তা পর্যটকদের পান্ডা পরিদর্শনের উত্সাহের ওপর কোন প্রভাব ফেলে না। সকালে পর্যটকরা কেন্দ্রের বাইরে দশ-বার মিটার লম্বা লাইনে দাঁড়িয়ে থাকেন। তাদের মধ্যে স্থানীয় অধিবাসীদের পরিবার পরিজনও থাকে। অন্য জায়গার অনেক পর্যটকও রয়েছে লাইনে। এমনকি বিশ্ববিদ্যালয় বা মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দলও রয়েছে। সি ছুয়ানের একটি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র দলের মধ্যে থেকে উত্তেজিতভাবে বলছেন,

    জানা গেছে পান্ডার মন ভাল থাকার সময় বাইরে চলে আসে। আশা করি আজকে পান্ডার মন ভাল আছে এবং বেশ কয়েকটি পান্ডা দেখা যাবে।

    আশা করি আমরা দেখতে যাবার সময় পান্ডা মধ্যাহ্নের নিদ্রাসুখে থাকবে না। আমি পান্ডার খাবার খাওয়া দেখতে চাই।

    আমি পান্ডার লাফালাফি দেখতে চাই।

    আমি পান্ডাকে স্পর্শ করতে চাই। তবে এটা নিষেধ।

    পান্ডার আবাসস্থলে প্রবেশ করলে গভির সবুজ বাঁশের বন দৃষ্টিতে পড়বে। নিম্ন পাহাড়ী অঞ্চলে থাকার কারণে তাদের আবাসস্থলটি দেখতে ঠিক একটি বিরাট পাহাড়ী অঞ্চলের পার্কের মতো। এই 'পার্ক'-এর বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি পান্ডার বাসস্থান রয়েছে। ছেং তু অতিকায় পান্ডা প্রজনন গবেষণা কেন্দ্রের পথপ্রদর্শক হুয়াং চিয়ে ব্যাখ্যা করেছেন, অতিকায় পান্ডা এক জায়গায় বেশি দিন থাকতে পছন্দ করে না। তাদের জন্য মাঝেমাঝেই বাসস্থান পরিবর্তনের নতুন অনুভূতি পাওয়া দরকার। সুতরাং কর্মীদের নিয়মিতভাবে পান্ডাদের বাসস্থান পরিবর্তনের পাশাপাশি খেলা ও বিনোদন সামগ্রিও সরবরাহ করতে হবে। তাতে পান্ডারা একঘেঁয়েমিতে ভুগবে না। তিনি বলেন,

    ঘিরে রাখা অবস্থায় যদি একটি সংকীর্ণ অঞ্চলে বেশি সময় থাকে তাহলে পান্ডাদের মধ্যে অস্বাভাবিক আচরণ সৃষ্টি হবে। সুতরাং, কর্মীরা নিয়মিতভাবে তাদের আবাসস্থল পরিবর্তন করে দেবে। এছাড়া পান্ডাদের জন্য কিছু কাঠের কাঠামো, দোলনা-কাঠ ও বল সরবরাহ করতে হয়। যাতে তাদের জীবনযাপন আরো সমৃদ্ধ করা যায়।


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040