|
ছেন সিহোংয়ের পুরনো বসতবাড়ীটির আয়তন প্রায় ২৫ হাজার বর্গমিটার। এতে ৫০টিরও বেশি কক্ষ আছে। এত বড় বসতবাড়ীটি তাহলে কেন করা হয়েছে? পথপ্রদর্শক ছেন এ সম্পর্কে একটি প্রাণবন্ত উদাহরণ দিয়েছেন। তিনি বলেন,
আমি শুনেছি তাদের বাড়িতে একজন শ্রমিক ছিল। শ্রমিকের দায়িত্ব ছিলো জানালা খোলা ও বন্ধ করা। সকাল হওয়ার পর থেকে জানালা খুলতে শুরু করেন এবং ঠিক দুপুররবেলার খাবার খাওয়া পর্যন্ত সব জানালা খোলার কাজ শেষ হয়। তারপর দুপুরবেলার খাবার শেষে জানালা বন্ধ করার কাজ শুরু। সব জানালা বন্ধ করতে করতে সন্ধ্যা হয়ে যায় এবং তখন রাতের খাবার খাওয়া যায়।
পরিসংখ্যানের দিক থেকে ছাওচৌ-শানথৌ বড় পরিবারের স্থাপত্যের প্রতিনিধিত্বশীল 'চারটি ঘোড়া দিয় গাড়ি টানা'র কাঠামো ব্যবহৃত হয়। এর প্রধান দিকটি দেখতে মাঝখানে একটি ঘোড়ায় টানা গাড়ির মতো। বাম ও ডান পাশে মোট ৪টি ফুলের উদ্যানপথ পৃথক পৃথকভাবে চারটি দৃশ্য তৈরী করেছে। তবে ছেন সিহোংয়ের পুরনো বসতবাড়ি কড়াকড়িভাবে এ নীতি মেনে চলেনি। এ সম্পর্কে ম্যানেজার থাং বলেন,
এ পরিবারের লোকজন বাইরে ব্যবসা করেন। তারা সবসময় বিদেশীদের সঙ্গে যোগাযোগ করেন। সুতরাং, তাদের ভাবাদর্শে প্রাচ্য ও পশ্চিমা দু'য়ের সংমিশ্রন রয়েছে। বসতবাড়িটি ছাওচৌ-শানথৌর 'চারটি ঘোড়ায় টানা-গাড়ি'র কাঠামো হলেও ভেতরে অনেক পশ্চিমা দেশের চীনামাটির টালি ও দেয়াল প্রচ্ছদ রয়েছে। এছাড়া কিছু চীনামাটির টালির ছবি হচ্ছে বিমূর্ত শিল্পকলা। স্পেন ও ইতালির স্থাপত্য প্রকোশলীরা এখানকার চীনামাটি টালি দেখার পর বিস্ময়ে অভিভূত হয়ে পড়েন। শতাধিক বছর আগে চীনের চীনামাটি তৈরীর মান এতো ভালো ছিল যে তা তাদের কল্পনার বাইরে। এছাড়া রঙ, উজ্জ্বলতা ও মসৃণতা পুরোপুরিই বজায় রয়েছে।
ম্যানেজার থাং উল্লেখ করেছেন, ছেন সিহোংয়ের পুরনো বসতবাড়ী স্থাপত্যের আরেকটি উজ্জ্বল বিষয় হলো সাধারণ পাথরের তৈরী স্তম্ভের ব্যবহার। কারণে গত শতাব্দীর ২০ বা ৩০ দশকে এটা একটি খুবই উন্নততর শিল্প ছিল। ম্যানেজার থাং বলেন,
থাইল্যান্ডের রাজকুমারী সিরিনধর্ন তিনবারের মত এখানে এসেছিলেন। এছাড়া আমাদের পরিসংখ্যান অনুযায়ী বেশ কিছু দেশের সরকারি প্রতিনিধি বা দূতাবাসের কয়েকশ' কর্মকর্তাও এখানে এসেছেন। আরেকটি অংশের মানুষের মধ্যে রয়েছেন স্থপতি, প্রকৌশলী ও অধ্যাপক। তারা এখানে আসতে খুবই পছন্দ করেন। এর মধ্যে একজন বিদেশী, তিনি ৩০টি ফিলম নিয়ে এসেছিলেন। আমি তার সঙ্গে ছিলাম। তিনি তিন দিনের মতো ছবি তুলেছেন। তার মনে হয় ছেন সিহোংয়ের পুরনো বসতবাড়ীটি খুবই সুন্দর।
ম্যানেজার থাং বলেছেন, স্থাপত্য ক্ষেত্রের বৈশিষ্ট্যময় আকর্ষণ শক্তি প্রদর্শন ছাড়া তার পর্যটন কোম্পানি ছেন সিহোংয়ের পুরনো বসতবাড়িতে ছাওচৌ অপেরাসহ বেশ কয়েক ধরনের ছাওচৌ-শানথৌ সাংস্কৃতিক প্রদর্শনের তত্পরতা শুরু করেছে। ফলে পর্যটকরা পুরনো বসতবাড়ি দর্শনের পাশাপাশি চীনের এই প্রাচীন ব্যবসায়ী গ্রুপের উত্স ও প্রেক্ষাপটের প্রতি আরো সার্বিক উবলব্ধি করতে পারেন।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |