|
মৌ পরিবারের খামার ছিসিয়া নগরের উত্তরাঞ্চলে অবস্থিত। এটি বিশাল এলাকা জুড়ে বহু-অংশের সমন্বয়ে গঠিত স্থাপত্য। ১৭২৩ থেকে ১৭৩৫ সাল পর্যন্ত চীনের ছিং রাজবংশের সম্রাট ইয়ুংচেংয়ের আমল থেকে এর নির্মাণ কাজ শুরু হয়। গত শতাব্দীর ৩০ দশকে এর নির্মাণ কাজ শেষ হয়। এটা হলো মৌ পরিবারের একজন স্থানীয় কর্মকর্তার ব্যক্তিগত বসতবাড়ি। সারা খামারের আয়তন ২০ হাজার বর্গমিটারেরও বেশি। খামারটি ৩ ভাগের ৬টি প্রাংগন নিয়ে গঠিত। বর্তমানে এর সংরক্ষিত কক্ষ রয়েছে ৪৮০টিরও বেশি। আকাশ থেকে নিচের দিকে তাকালে খামারের সামগ্রিক কাঠামোটি দেখতে ঠিক পেইচিং-এর পুরনো রাজপ্রাসাদের মতো মনে হবে। সুতরাং খামারটির 'চীনের লোক ছোট রাজপ্রাসাদ'-এ সুনাম রয়েছে।
ছিসিয়া নগর একটি স্থল নগর। পাহাড় ও পাথর খুব বেশি। বিভিন্ন ধরনের পাথর কারুশিল্পীদের হাতে পুরোপুরিভাবে শৈল্পক হয়ে উঠেছে। খামারের প্রধান প্রবেশদ্বারের দু'পাশের দু'টো পাথরের ঢাক হচ্ছে মৌ পরিবারের খামারের পাথর ভাস্কর্যের প্রতিনিধিত্বশীল জিনিস। ৪জন ভাস্কর্য শিল্পী ৩ বছর সময় নিয়ে এর নির্মাণ কাজ শেষ করেছেন। প্রতিটি পাথরের ঢাল ১.৫ মিটার উঁচু এবং ওজন ১ টন। ঢাকের ওপর বিভিন্ন রকমের চীনের ঐতিহ্যবাহী ছবি খোদাই রয়েছে। দেখতে সত্যিকারের মত। খুবই আকর্ষণীয়।
মৌ পরিবারের খামারে প্রায় প্রতিটি সাধারণ পাথরের ভারস্কর্যে কারুশিল্পীর সযত্ন চেষ্টার সৃজনশীলতা এবং বিরাট শক্তির প্রতীক। এতে ব্যয় হয়েছে অনেক বেশি। চীনের লোক রীতিনীতি ইন্সটিটিউটের সদস্য স্যুই সিয়াওবিন এ সম্পর্কে একটি মজার গল্প বলেছেন। তিনি বলেন,
এই দেয়ালটি হচ্ছে মৌ পরিবারের খামারের বিখ্যাত তৌ কু দেয়াল অর্থাত তৌ দানাশস্য দেয়াল। কেন এর নাম এমন? খামারের দ্বিতীয় বংশের উত্তরাধিকারী মৌ চুও দেয়ালটি নির্মাণ করার সময় একটি তৌ (প্রাচীনকালের মেট্রিক ইউনিট) দানাশস্যের খরচ দিয়ে প্রতিটি পাথর স্থাপন করতেন। ৬৬০টিরও বেশি পাথর ৬ হাজার ৫শ' কেজি দানাশস্য ব্যবহার করা হয়েছে। আগুণে পুড়িয়ে পিটিয়ে পাথরটি বানানোর পর পানি দিয়ে এর স্থায়ীত্ব বাড়ানো হয়। দুটো পাথর এক সাথে রেখে পানির চাপ সৃষ্টি করা হয়। পাথরটি মশৃন করা হয়। কারুশিল্পীদের ২শ'টি তামার মুদ্রা দেয়া হতো, যদি পাথর-পাথরের মাঝখানের কোনো ফাঁক থাকে একটি তামার মুদ্রা সেখানে রেখে দেয়া হয়। যদি তামার মুদ্রা রাখার জায়গা না থাকে, ধরে নিতে হবে পাথরটি ভালোভাবে বানানো হয়েছে। তামার মুদ্রাটি কারুশিল্পীর কাছেই থেকে যায়। এই দেয়ালটির মান খুবই ভালো বলে আমরা দেয়ালে শুধু ৩টি তামার মুদ্রা আবিষ্কার করেছি।
মৌ পরিবারের খামারের প্রত্যেক পাথর ও ইট উত্কৃষ্ট ডিজাইনের। যাতে খামারের মালিকের সুখ, শান্তি ও সৌভাগ্য অন্বেষণের মনস্তত্ত্ব প্রতিফলিত হয়েছে। পথপ্রদর্শক সুন চিয়া বলেন,
এখন আমরা যেটা দেখছি, তা খামারের একটি সাধারণ গুদামের বাইরের দেয়াল। কারুশিল্পীরা নুড়িপাথর দিয়ে তা তৈরী করেছেন। এতে মোট ১৪৫টি মঙ্গলকারী ফুলের ছবি রয়েছে। ফলে ঠাণ্ডা ও শক্ত পাথরে শিল্পের আমেজ দেখা গেছে।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |