Web bengali.cri.cn   
থিয়ান চিনের চিং ইউয়ান এবং শি পরিবারের বাগান
  2009-11-24 21:01:17  cri

    চিং ইউয়ানের রাজকীয় পটভূমি এবং ঐতিহাসিক পরিবর্তনের তুলনায় উত্তর চীনের বসতবাড়ীর প্রতিনিধি হিসেবে শি পরিবারের বাগান একেবারে অন্য ধরনের স্টাইল। শি পরিবারের বাগান থিয়ানচিন শহরের সিছিং এলাকার ইয়াংলিউছিং মহকুমায় অবস্থিত। এটা হচ্ছে থিয়ানচিন শহরের গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম। ১৮৭৫ সালে নির্মিত বাগানটির আয়তন ৬ হাজার বর্গমিটারেরও বেশি । আজ থেকে এর ইতিহাস ১২০ বছরেরও বেশি পুরানো।

    শি পরিবারের বাগানটির স্থাপত্য সুমার্জিত ও চমত্কার। তাকে 'পশ্চিম থিয়ানচিনের প্রথম বাসস্থান' বলে গণ্য করা হয়। বর্তমানে ইয়াংলিউছিং জাদুঘর হিসেবে শি পরিবারের বাগানটিতে বিশ্ববিখ্যাত ইয়াংলিউছিং বর্ষ ছবির সংক্ষিপ্ত ইতিহাস, থিয়ানচিনের ইট ভাস্কর্য, থিয়ানচিনের লোক রীতিনীতি এবং শি পরিবারের পুনঃপ্রতিষ্ঠাসহ ৪টি প্রদর্শনী রয়েছে। এতে অতিগভীর জাতীয় সংস্কৃতি এবং অনাড়ম্বর প্রাচীন শৈলী ও প্রাকৃতিক লোক রীতিনীতির সংমিশ্রন রয়েছে। স্থানীয় পথপ্রদর্শক লি ওয়েই বলেন,

    ইয়াংলিউছিং ইট ভাস্কর্য খুবই বৈশিষ্ট্যময়। এটা থিয়ানচিনের ৪টি লোক রীতিনীতি ও তুলনাহীন দক্ষতার অন্যতম। ইট ভাস্কর্য হচ্ছে শতাধিক বছরের সংরক্ষিত পুরাকীর্তি। আরেকটি বৈশিষ্ট্য হলো লাইটবক্স ছবি। আগে ছিল ৮টি। এখন মোট ১৮টি। তা ১২০ বছরেরও বেশি সময় ধরে সংরক্ষিত রয়েছে।

    শি পরিবারের বাগানের অপেরা ভবন হচ্ছে উত্তরাঞ্চলের বসতবাড়ীতে বৃহত্তম অপেরা ভবন। তা সারা বাগানের মাঝখানে অবস্থিত। বিখ্যাত পিকিং অপেরা শিল্পী ইয়ু শুইয়ান, সুন চুইসিয়ান ও কোং ইয়ুনফু এ ভবনে পেইচিং অপেরা পরিবেশন করেছেন। জানা গেছে, অপেরা ভবনের স্থাপত্যের কাঠামোও একটি উজ্জ্বল বিষয়। পথপ্রদর্শক লি ওয়েই বলেন,

    শি পরিবারের বাগানের সবচেয়ে বৈশিষ্ট্যময় বিষয় হলো অপেরা ভবন। এর নির্মাণ-সামগ্রী হলো সহস্রাব্দের কাঠ। এছাড়া এতে একটি পেরেকও ব্যবহার করা হয়নি।

    সাম্প্রতিক বছরগুলোতে শি পরিবারের বাগানের অধিকতর মেরামতের সঙ্গে সঙ্গে নিকটবর্তীর সংশ্লিষ্ট পর্যটন প্রকল্পও নির্মিত হচ্ছে। ফলে শি পরিবারের বাগানের সঙ্গে খাপ খাওয়া এবং পর্যটকরা ইয়াংলিউছিং মহকুমায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে অবিলম্বে গভীর সাংস্কৃতিক পরিবেশ অনুভব করতে পারবেন। সহস্রাব্দের প্রাচীন নগরটি পেইচিং-হাংচৌ মহাখাল পরিবহণের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। তা ইয়াংলিউছিং বর্ষ ছবিসহ অনেক লোক শিল্প লালন করেছে।

    ইয়াংলিউছিং বর্ষ ছবি মিং রাজবংশের শেষ দিকে শুরু হয়। আজ থেকে এর ইতিহাস প্রায় ৪শ' বছরের। ছিং রাজবংশের ছিয়ানলোং ও চিয়াছিং সময়পর্ব ছিল এর সবচেয়ে সমৃদ্ধ সময়। উত্তর চীন, পেইচিং ও থিয়ানচিন ছাড়া সারা দেশের বিভিন্ন এলাকা এমনকি কিছু দেশের জাদুঘরও হস্তশিল্পজাত পণ্য হিসেবে সংগ্রহ করে। ইয়াংলিউছিং বর্ষ ছবির ষষ্ঠ বংশধর হুও ছিংশুন বলেছেন, এ ধরনের লোক শিল্পের এখনও প্রাণশক্তি বজায় রয়েছে। তিনি বলেন,

    লোক শিল্প হিসেবে ইয়াংলিউছিং বর্ষ ছবির বিশ্বমুখীনতা রয়েছে। যা জাপান, ফ্রান্স, সুইজারল্যান্ড ও যুক্তরাষ্ট্রে খুবই জনপ্রিয়। এছাড়া বর্ষের বিষয়বস্তুও খুবই সমৃদ্ধ। জনসারধণের প্রতীক্ষা ও প্রত্যাশা বর্ষ ছবিতে সবই রয়েছে।

    বর্ষ ছাড়া শি পরিবারের বাগানে প্রদর্শিত ইয়াংলিউছিং ঘুড়ি, কাগজ কাটা ও বিয়ের রীতিনীতি ব্যাখ্যায়ও থিয়ানচিনের বৈশিষ্ট্য রয়েছে এবং আপনাদের এখানে আসতে স্বাগত জানায়। 


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040