Web bengali.cri.cn   
সান ইয়া শহর
  2009-11-10 15:32:48  cri

    সান ইয়া'র সমুদ্রের কথা উল্লেখ করলে শুধু পর্যটক নয় সমুদ্রের প্রতি এখানে বসবাসকারী স্থানীয় মানুষেরও উদ্দীপনা রয়েছে। ২৬ বছরের লুও ওয়েই ফু সান ইয়ার স্থানীয় একজন অধিবাসী। তিনি একটি সাইকেল ক্লাব পরিচালনা করেন। তার কাছে সান ইয়া'র সকল উপ-সাগর পরিচিত। তিনি বলেন,

    সাধারণভাবে বলতে গেলে সান ইয়া'র সবচেয়ে সুন্দর সমুদ্র হচ্ছে চিন মু চিয়াও'র সমুদ্র। পাহাড়ের উঁচু জায়গা থেকে সমুদ্র দেখলে তার সুন্দর দৃশ্যে আপনার মন আরো উত্ফুল্ল হবে।

    লুও ওয়েই ফু'র জন্য সমুদ্র শুধু দেখার জন্য তা নয়, বরং অনুভব করারও। নির্জন উপ-সাগর পারি দেয়া তার জন্য আরো আকর্ষণীয়। তিনি বলেন,

    সমুদ্র খেলার ক্ষেত্রে আমরা আত্মনির্ভরশীল। তার মানে আমি নিজেই এক সেট সমুদ্রে ডুব সাগরের পোষাক-পরিচ্ছদ নিয়ে যাই। অনুন্নত উপ-সাগরের একটি ভালো দিক হচ্ছে সমুদ্রের তলদেশের দৃশ্য নষ্ট হয়নি। সুতরাং সেখানকার প্রবাল-প্রাচীর খুব বড়। মাছও বেশি। দেখতে খুবই সুন্দর।

    যারা সান ইয়ায় এসেছেন তারা সবাই এই শহরটিকে পছন্দ করেন। সান ইয়ার সূর্যের আলো ও সমুদ্রতীর ছাড়া সেখানকার স্বাচ্ছন্দ্যময় জীবনযাপনের পদ্ধতিও মানুষের তাকে ভালোবাসার কারণ। সান ইয়ার অধিবাসী লুও ওয়েই ফু'র ব্যাখ্যা হলো এমনঃ

    সান ইয়া শহরের ছন্দ খুব ধীর। তারা বাবা চা খায়। বড় শহরের ছন্দ খুব দ্রুত থাকে। সান ইয়া শহরটি ছোট। পায়ে-হাঁটা সড়কের দু'পাশে বসবাসের সমৃদ্ধ এলাকা, খুব কাছে। প্রায় ৫ মিনিটের পথ। সুতরাং অধিকাংশ সময় জরুরী দরকারে অসুবিধা নেই। শেনজেন বা কুয়াংচৌ'র মত শহরটির ছন্দ দ্রুত নয়। আমাদের এখানে থাকলে মানুষজন আরামদায়ক জীবনযাত্রার দিকটি উপভোগ করে।

    সান ইয়া'র মত অবকাশ কাটানো অন্যান্য জায়গায় খুব কম দেখা যায়। স্থানীয় মানুষের একটি কথা আছেঃ সময় পেলে এক সঙ্গে চা খাবেন। এখানকার চা মানে বাবা চা। চা এবং কয়েকটি কেকের সঙ্গে সুন্দর দুপুরবেলা প্রাণবন্ত হয়। সান ইয়ার অধিবাসীদের চোখে চা টেবিলের সামনে আত্মীয়স্বজন এবং ভালো বন্ধুদের সঙ্গে সময় কাটানো একটি আনন্দদায়ক ব্যাপার। সুতরাং তাদের সবসময় 'সময় থাকে' এবং তারা সবসময়ই 'চা খেতে চায়'।

    অনেক মানুষের বড় বড় শহর থেকে সান ইয়ায় বেড়াতে যেতে আরো ভালো লাগে। কারণ অনেক আগেই তারা বড় শহরের হৈচৈ ও চেঁচামেচিতে অস্থির হয়ে উঠেছেন। তারা এখানে শান্তিপূর্ণ ও আরামদায়ক জীবনযাপনের প্রতীক্ষা করেন। সান ইয়ায় ধীরেসুস্থে চা খাওয়া যায়। সীমাহীনভাবে কথা বার্তা বলা এমনকি ইচ্ছা মত হতবুদ্ধিতার মত থাকাও যায়। জার্মান ক্লাসিক্যাল দার্শনিক মার্টিন হেইডগারের কথা 'মানুষ, কবিসুলভ বসবাস করা' শুধু এই রকম।

    ছোট্ট হলেও সান ইয়ার বিরাট আকর্ষণ শক্তি আছে। এখানে সবচেয়ে উজ্জ্বল সূর্যের আলো, সবচেয়ে বিশুদ্ধ বাতাস, সবচেয়ে সুন্দর সমুদ্র রয়েছে। সান ইয়ার মানুষজন সরল ও দয়ালু। সান ইয়ার জীবনযাপন আরাম ও আনন্দদায়ক। এক কথায় মানুষজন আসাবধানে সহজেই এই শহরটিকে ভালোবাসবেন এবং এখানে আসলে আর যেতে চান না।


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040