|
১০ হাজার বছর আগের প্রাচীন প্রস্তরযুগে মানুষ সান ইয়ায় বসবাস করতো। দক্ষিণ চীনের সীমান্ত এলাকায় অবস্থানের কারণে এখানকার মানুষের সংখ্যা খুবই কম। প্রাচীনকালে এই জায়গাটি রাজকীয় সরকারের বন্দী নির্বাসনের জায়গা ছিল। সুতরাং সান ইয়া 'পৃথিবীর সীমানা' এই নামেই খ্যাত। আজ 'পৃথিবীর সীমানা' রোমান্টিক এ জায়গার প্রতিশব্দ। সান ইয়া'র সুর্যের আলো, সমুদ্রতীর ও গভীর গ্রীষ্মমণ্ডলীয় স্টাইল দেশী-বিদেশী পর্যটকদের ছুটি কাটানোর স্বর্গে পরিণত হয়েছে।
সান ইয়া গ্রীষ্মমন্ডলে অবস্থিত। বার্ষিক গড়পড়তা তাপমাত্রা ২৩ ডিগ্রী সেলসিয়াস। গ্রীষ্মকালে এখানে কাঠ ফাটানো গরম নেই এবং শীতকালেও তেমন ঠাণ্ডা নেই। সারা বছরের আবহাওয়া আরামদায়ক। গ্রীষ্মকালের দুপুরে কিছুটা গরম ছাড়া, সকাল ও রাতে সামুদ্রিক বাতাস বয়ে যায়, অল্পঅল্প ঠাণ্ডা। পাশাপাশি শীতকালে যখন উত্তর চীনে বরফ বা তুষার পড়ে, তখন সান ইয়ায় বসন্তের মতো। মানুষের সানইয়াকে পছন্দ করার এটা একটা কারণ। এ সম্পর্কে সান ইয়ায় চাকরি করা পেইচিং-এর একজন অধিবাসী চাং ইয়ুর গভীর অভিজ্ঞতা রয়েছে। তিনি বলেন,
আমি রাশিয়ায় একটি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি। সেখান থেকে ফিরে আসার পর আমার প্রথম বাছাই হলো সান ইয়া। এই শহরটি খুবই ভালো। রাশিয়ায় এক বছরের মধ্যে ১০ মাসই শীতকাল। দু'মাস গ্রীষ্মকাল। সানইয়ায় ১২ মাস গ্রীষ্মকাল। পার্থক্য এটাই। সানইয়ায় গ্রীষ্মকালেও গরম নেই। তাপমাত্রা প্রায় ৩০ ডিগ্রী সেলসিয়াস। তবে এখানে সামুদ্রিক বাতাস আছে। রোদের নীচে না থাকলে, হালকা ঠাণ্ডা লাগে। শরত্কালের মতো। আমার খুব ভালো লাগে।
সানইয়ার উত্তর দিকে উঁচু পাহাড় এবং দক্ষিণ দিকে সমুদ্র। এর দু'শতাধিক তটরেখা রয়েছে। সানইয়ার উপ-সাগর অনেক বেশি। ছোট ও বড় উপ-সাগরের সংখ্যা ১৯টি। মানুষ সবসময় ইয়ালোং, সানইয়া বড় পূর্ব সাগর এই তিনটি উপ-সাগরে যান। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে ইয়ালোং উপ-সাগর। ইয়ালোং উপ-সাগরের 'সানইয়ার প্রথম উপ-সাগর' হিসেবে সুনাম রয়েছে। এখানকার বালুকা বেলা সাদা ও সূক্ষ্ম। সাগর ধীর-স্থির। সমুদ্রের পানি অতন্ত উদাত্ত ও স্বচ্ছ। প্রায় ১০ মিটার নিচেও সব দেখা যায়। সমুদ্রের তলদেশে সম্পূর্ণভাবে সংরক্ষিত প্রবাল-প্রাচীর রয়েছে। রঙিন গ্রীষ্মমণ্ডলীয় মাছও এখানে ঘুরে বেড়ায়। বলা যায় এ জায়গাটি শ্রেষ্ঠ উপকূলীয় স্নানঘরের পাশাপাশি সাগরে দুর্লভ ডুব সাঁতারের ভালো জায়গা।
আন্তদেশীয় অঞ্চলে থাকা মানুষের জন্য সমুদ্রের বিরাট আকর্ষণশক্তি আছে। সান ইয়ার সমুদ্রের আকর্ষণ শক্তি আরো বেশি। সিয়া রোং হচ্ছেন সিছুয়ানের অধিবাসী। এবার তিনি বিশেষ করে পরিবারের সবাইকে নিয়ে সান ইয়ায় সমুদ্র দেখতে এসেছেন। এখানকার সমুদ্র তাকে হতাশ করে নি। সানইয়া'র সমুদ্র তার মনে গভীর রেখাপতি করেছে। তিনি বলেন,
সমুদ্র আমার সবচেয়ে ভালো লেগেছে। সমুদ্রের স্বচ্ছ পানি খুবই ভালো। নৌকায় বসে সমুদ্রের তলদেশ দেখা যায়। অতীব সুন্দর। সেখানে পৌঁছলে অবিলম্বে আপনি সমুদ্রে নেমে তাকে আলিঙ্গন করতে চাইবেন। সে অনুভূতি খুব উদ্দীপনাময়। আমার মনে হয় মানুষের বৃহত্তম অনুভূতি হচ্ছে সমুদ্রের প্রতি তাদের প্রতীক্ষা। খুবই আরাম।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |