|
মঙ্গোলিয়ার তৃণভূমির উদানে চড়ে বেড়ানো ছাগলের সঙ্গে লেখক
ওর্দোস অন্তর্মঙ্গোলিয়া স্বায়ত্বশাসিত অঞ্চলের দক্ষিণ পশ্চিম দিকে অবস্হিত । ১৬৪৯ সালে ছিং ডাইন্যাস্টির সময় এ ছোট্ট শহরটির নাম ছিল ইকা যাও মাং । ২০০১ সালে এ শহরটি নতুনভাবে গড়ে ওঠার সময় পুনরায় শহরটির নামকরণ করা হয় ওর্দোস । ৩০ হাজার বছর আগের হেথাও মানুষের সংস্কৃতির মধ্য দিয়ে যাত্রা শুরু হওয়া এ অঞ্চলে খৃষ্টপূর্ব ২৮০০ বছর আগের ব্রোন্জ সংস্কৃতির বহু নিদর্শন রয়েছে । পাহাড়, টিলা আর বিশাল মালভূমির এ ওর্দোসের রয়েছে ৮৬,৭৫২ বর্গ কিলোমিটার এলাকা । ২০০৪ সালের আদম শুমারী অনুযায়ী এখানকার লোক সংখ্যা ছিল ১৩ লাখ ৬০ হাজার । ২০০৭ সালে ছোট্ট এ শহরটির শহুরে লোকজনের মাথাপিছু গড় আয় ছিল ১৬,২২৬ ইউয়ান এবং কৃষকদের মাধাপিছু আয় ছিল ৬,১২৩ ইউয়ান । যা সত্যিই আমাকে অবাক করেছে । কারণ, এত দ্রুত চীনের একটি শহর এতটা উন্নত হতে পারে তা আমার ধারণার মধ্যে ছিল না । এখানে পর্যটন ছাড়াও গড়ে ওঠেছে উন্নত মানের গাড়ি তৈরিসহ অনেক প্রক্রিয়াকরণ শিল্প । এ অঞ্চলের মানুষের রয়েছে নিজস্ব বর্ণাঢ্য সাংস্কৃতিক ঐতিহ্য । ওর্দোসের দুংছান জেলা ও খাংবাসান জেলাসহ চেংঙ্গিস খান পর্যটন জেলা দেখার সৌভাগ্য হয়েছে । দেখেছি বিস্তির্ণ তৃণভূমির কোল জুড়ে মঙ্গোলিয়দের জনপ্রিয় উত্সব নাদাম উত্সব । আনন্দ ও বিনোদনের জন্য প্রতি বছরই এ উত্সবের আয়োজন করা হয় । এ উত্সবে এ অঞ্চলের অধিবাসিরা তাদের ঐতিহ্যবাহী রং বে রংয়ের পোষাকে ও শরীর জুড়ে অলঙ্কারে সজ্জিত হয়ে মেতে উঠে আনন্দে ।
ঐতিহ্যবাহী রংবেরংয়ের পোশাক সেজে মঙ্গোলীয়দের ঘোড় দৌড় প্রতিযোগিতা
আদীবাসিরা এ উত্সবে তাদের শিকার ধরার পদ্ধতি হিসেবে দ্রুতগামী ঘোড়ার উপর থেকে নির্দিষ্ট টার্গেটে তীর ছুড়ে নিজেদের দক্ষতা প্রদর্শন করে । ঘোড় দৌড়ের সময় এরা একজন অথবা দু'তিনজন মিলে একটি ঘোড়ায় অথবা পাশা পাশি দু'তিনটি ঘোড়ার উপর দাঁড়িয়ে বিভিন্ন ধরনের শারিরীক কসরত প্রদর্শনএর সময় একে অপরের ঘোড়া পরিবর্তন করে, যা দেখে শরীর শিহরিত হয়ে উঠে । এরপর শুরু হয় মঙ্গোলিয়ায় সকল জাতির লোকের অংশগ্রহণে বিভিন্ন রংয়ের ঐতিহ্যিক পোষাক ও টুপি পরে বর্ণিল অসংখ্য পতাকা নিয়ে মার্চ পাস্ট । মার্চ পাস্টের সময় মাঠ জুড়ে চলতে থাকে শিশুদের নানা রকমের খেলা এবং এ সময় বড়দের কুস্তি প্রতিযোগিতাও চলতে থাকে । সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে চেঙ্গিস খানের বীর যোদ্ধাদের অনুকরণে ঢাল, তলোয়ার ও তীর, ধনুক নিয়ে যুদ্ধের মহড়া; মনে হয় যেন সত্যিকারের যুদ্ধ । দেখে রোমাঞ্চিত হয়ে ওঠে সারা শরীর । এ এক অদ্ভুত ভালোলাগা । এ ছাড়াও ঘোড় দৌড় ও উটের দৌড় প্রতিযোগিতাও প্রতিদ্বন্দিতায় জমজমাট থাকে । সত্যি বলতে কি এ উত্সবের কোন দৃশ্যই কখনো ভোলার মত নয় ।
নাদাম উত্সবে ঐতিহ্যবাহি উটের দৌঁড় প্রতিযোগিতা
নাদাম উত্সব সাধারনত: আগষ্ট মাসের শুরু থেকে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হয়ে থাকে । নাদাম উত্সব আনন্দময় পরিবেশের মধ্য দিয়ে একটানা ১৫ দিন ধরে অনুষ্ঠিত হয় । এ সময়টা মঙ্গোলিয়দের যেন এক মহা আনন্দ বিনোদনের সময় । পরিশ্রমী এ জাতিটি কাজের সময় যেমন কাজে বুদ হয়ে থাকে তেমনি অবসরকে উপভোগ প্রাণ ভরে করে । মেঘের সীমান্ত ছোঁয়া বিরান ভূমিতে এরা যেন প্রকৃতির অনন্য উপহার । (চলবে)
----আ বা ম ছালাউদ্দিন
চিরায়ত নাদাম উত্সবে রঙিন পোশাকে সজিত মঙ্গোলীয়ার অধিবাসীদের মার্চ পাষ্ট
| ||||
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |