Web bengali.cri.cn   
ছিংহাই হ্রদ
  2009-10-27 15:58:28  cri
    ছিংহাই হ্রদ চীনের চার-এ শ্রেণীর দর্শনীয় স্থান। তা ছিংহাই প্রদেশের উত্তর-পূর্বাঞ্চলের ছিংহাই হ্রদ অবভূমি এবং রাজধানী সিনিং থেকে ১৫১ কিলোমিটার দূরে অবস্থিত। ১০৯ জাতীয় সড়ক ও ছিংহাই-তিব্বত রেল পথ উভয়ই এর মধ্য দিয়ে চলে গেছে। পরিবহণ ব্যবস্থা খুবই সুবিধাজনক।

    ছিংহাই হ্রদ চীনের বৃহত্তম অভ্যন্তরমুখী হ্রদের পাশাপাশি চীনের বৃহত্তম লবনাক্ত পানির হ্রদ। 'চীনের সবচেয়ে সুন্দর হ্রদ'-এর সুনাম অর্জনকারী ছিংহাই হ্রদ জাতিসংঘের 'আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ জলাভূমি নির্দেশনামূলক পুস্তকে' অন্তর্ভূক্ত হয়েছে। এছাড়া 'ডাহুক বাসস্থান আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ জলাভূমি কনভেনশনে' স্থান পেয়েছে। ফলে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এটি ছিংহাই প্রদেশের সবচেয়ে বৈশিষ্ট্যময় দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম।

    ছিংহাই হ্রদের তিব্বতী নাম হলো 'ছুও ওয়েন বো' এবং মঙ্গোলীয় নাম 'খখনর'। চীনা ভাষায় এর অর্থ হলো 'নীল সমুদ্র'। স্থানীয় পথপ্রদর্শক লি ইয়ু ছাই এর ব্যাখ্যা করে বলেন, কারণ নিকটবর্তী অধিবাসীরা কখনো সমুদ্র দেখেন নি, তারা মনে করেন, ছিংহাই হ্রদ সমুদ্রের মতো এবং সাধারণত তাকে 'পশ্চিম সমুদ্র' বলে থাকেন। লি ইয়ু ছাই বলেন,

    ছিংহাই হ্রদ চীনের সবচেয়ে সুন্দর হ্রদ হিসেবে নির্বাচিত হয়েছে। তা পাঁচটি বড় হ্রদের মধ্যে প্রথম এবং চীনের বৃহত্তম অভ্যন্তরমুখী লবনাক্ত পানির হ্রদ। এর পানি শুধু ভেতরে প্রবাহিত হয় এবং কখনও বাইরে প্রবাহিত হয় না। এর আয়তন অনেক বড়, প্রায় ৪ হাজার ৫শ' বর্গকিলোমিটার। এর আয়তন ছিংহাই প্রদেশের রাজধানী সিনিং শহরের প্রায় অর্ধেক। হ্রদের উপরিভাগ সমুদ্র সমতল থেকে ৩ হাজার ১৯৬ মিটার উঁচু। সারা ছিংহাই হ্রদ পূর্ব দিক থেকে পশ্চিম দিক পর্যন্ত লম্বা এবং দক্ষিণ দিক থেকে উত্তর দিক পর্যন্ত সংকীর্ণ। পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ১০৬ কিলোমিটার এবং দক্ষিণ থেকে উত্তর দিক পর্যন্ত ৬৩ কিলোমিটার চওড়া ।

    ছিংহাই-তিব্বত মালভূমিতে অবস্থিত ছিংহাই হ্রদের চার পাশে রয়েছে বিশাল তৃণভূমি। এখানকার টপগ্র্যাফি প্রশস্ত ও সমতল। পানি সম্পদ পর্যাপ্ত এবং আবহাওয়া উষ্ণ। তা হচ্ছে সমৃদ্ধ ও সুন্দর প্রাকৃতিক চারণভূমি। ছিংহাই হ্রদের তীরে দাঁড়িয়ে দূরের দিকে তাকালে সবুজ পাহাড়, নীল হ্রদের পানি, সবুজ ঘাস এবং ছাগলের পাল মেঘের মতো মনে হবে।

    হ্রদের বিভিন্ন জায়গার গভীরতা ভিন্ন হওয়ার কারণে হ্রদের পানির বৈজ্ঞানিক বৈশিষ্ট্যও ভিন্ন। বিভিন্ন ঋতুতে আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে একই দিন সকাল, দুপুর ও সন্ধ্যায় ছিংহাই হ্রদের পানির রঙ পরিবর্তিত হয়। পথপ্রদর্শক লি ইয়ু ছাই বলেন,

    এখনকার আবহাওয়ায় ছিংহাই হ্রদের ভেতর থেকে বাইরে পর্যন্ত মোট ৭ ধরনের রঙ আছে। সুতরাং কাছাকাছি তিব্বত জাতির অধিবাসীরা তাকে সাত রঙের হ্রদ বলেন। তাদের জন্য এটা একটি পবিত্র হ্রদ। প্রতি বছরের জুলাই মাসে ছিংহাই হ্রদের দৃশ্য সবচেয়ে সুন্দর। সে সময় ছিংহাই হ্রদের বিশাল এলাকায় সর্ষে ফুল ফুটে। নীল আকাশ, সাদা মেঘ ও সোনালী সর্ষে ফুল ফুটে। তা দেখতে খুবই সুন্দর।


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040