চীনের গণ কূটনীতি সম্পর্কে তিনি বলেন, চীন বিশ্বের অনেক দেশ ও স্থানে কনফুসিয়াস ক্লাস রুম প্রতিষ্ঠা করেছে। এর মাধ্যমে চীন সারা বিশ্বে হান ভাষা প্রচার ও নিজের সাংস্কৃতিক প্রতিমুর্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে বেশি সাফল্য লাভ করেছে। এসব অভিজ্ঞতা থেকে আমাদের জ্ঞান অর্জন করা উচিত।
চীনের দু'টি অধিবেশন সম্পর্কে তিনি বলেন, বিভিন্ন ক্ষেত্র উন্নয়নের পাশাপাশি চীনের বিশ্বের ওপর ফেলা প্রভাব অধিক থেকে অধিকতর হচ্ছে। চীনের দু'টি অধিবেশনে ভবিষ্যতে চীনের সমাজ উন্নয়নের বিস্তারিত লক্ষ্য প্রণয়ন করা হবে। সেজন্য সারা বিশ্ব চীনের দু'টি অধিবেশনের ওপর মনোযোগ দেয়। আমি সবসময় সিআরআই'র ইংরেজি ও বাংলা ওয়েবসাইট দেখি। বাংলা ভাষা হল আমার মাতৃ ভাষা। আমি চীনে বাংলা ভাষার খবর ও ভিডিও দেখতে পারলে আমার অনেক ভালা লাগে। আমি বাংলা ওয়েবসাইটের মাধ্যমে চীনের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দেখতে পারি। তা অনেক সুবিধাজনক। (ছাই ইউয়ে)
1 2